সংখ্যা পদ্ধতিঃ সংখ্যা রেখায় বাস্তব সংখ্যার উপস্থাপন - SCERT Tripura Class 9 Math - অনুশীলনী-1.4 - অধ্যায়-1

সংখ্যা পদ্ধতিঃ সংখ্যা রেখায় বাস্তব সংখ্যার উপস্থাপন - SCERT Tripura Class 9 Math - অনুশীলনী-1.4 - অধ্যায়-1, ক্রমবিবর্ধন পদ্ধতি ব্যবহার, Tripura Math,

সংখ্যা রেখায় বাস্তব সংখ্যার উপস্থাপন

বন্ধুরা, আমরা এই পাঠে অনুশীলনী ১.৪ এর প্রশ্নদ্বয়ের সমাধান প্রদান করেছি, এই অধ্যায়ের নাম রাখা হয়েছে সংখ্যা রেখায় বাস্তব সংখ্যার উপস্থাপন। পূর্বের ধারাবাহিকতায় আমরা এই অধ্যায়কে এগিয়ে নিয়ে যাচ্ছি। তোমাদের যদি কোন প্রশ্ন থাকে বা জানার থাকে বা মতামত থাকে তাহলে আমাদেরকে জানাবে। আমরা সকল সমাধান ১০০% সঠিকতা বজায় রেখে সমাধান করতে সচেষ্ট হই। তাহলে চল এগিয়ে যাই-

অনুশীলনী-1.4

1. ক্রমবিবর্ধন পদ্ধতি ব্যবহার করে সংখ্যা রেখার উপর 3.765 কে প্রদর্শন করো।

সমাধান1:

3.765 কে সংখ্যা-রেখার উপর প্রদর্শনঃ

আমরা ক্রমবিবর্ধন-পদ্ধতি ব্যবহার করে সংখ্যা-রেখার যে অংশে 3.765 অবস্থিত সেই অংশের দৈর্ঘ্যকে হ্রাস করে অগ্রসর হব। প্রথমত, আমরা দেখি 3 ও 4 এর মধ্যে 3.765 অবস্থিত।

3.765 কে সংখ্যা-রেখার উপর প্রদর্শনঃ

এখন, বিবর্ধক কাচ দিয়ে দেখে 3 থেকে 4 পর্যন্ত সমান দশটি ভাগে বিভক্ত করে দেখি 3.765 এর অবস্থান 3.7 ও 3.8 এর মাঝে।

আবার,

বিবর্ধক কাচ দিয়ে দেখে 3.7 থেকে 3.8 পর্যন্ত সমান দশটি ভাগে বিভক্ত করে দেখি 3.765 এর অবস্থান 3.76 ও 3.77 এর মাঝে।

আবার,

বিবর্ধক কাচ দিয়ে দেখে 3.76 থেকে 3.77 পর্যন্ত সমান দশটি ভাগে বিভক্ত করে 3.765 খুঁজে পাই।

এইভাবে, সংখ্যারেখায় 3.765 প্রদর্শন করা হলো।


2. 4.26 কে সংখ্যা রেখার উপর 4 দশমিক স্থান পর্যন্ত প্রদর্শন করো।

সমাধান2:

4.26 এর চার দশমিক স্থান পর্যন্ত মান 4.2626।

4.2626 কে সংখ্যা রেখার উপর প্রদর্শনঃ

আমরা ক্রমবিবর্ধন পদ্ধতি ব্যবহার করে সংখ্যারেখার যে অংশে 4.2626 অবস্থিত সেই অংশের দৈর্ঘ্যকে হ্রাস করে অগ্রসর হব। প্রথমত, আমরা দেখি 4 ও 5 এর মধ্যে 4.2626 অবস্থিত।

4.2626 কে সংখ্যা রেখার উপর প্রদর্শনঃ

এখন, বিবর্ধক কাচ দিয়ে দেখে 4 থেকে 5 পর্যন্ত সমান দশটি ভাগে বিভক্ত করে দেখি 4.2626 এর অবস্থান 4.2 ও 4.3 এর মাঝে।

আবার,

বিবর্ধক কাচ দিয়ে দেখে 4.2 থেকে 4.3 পর্যন্ত সমান দশটি ভাগে বিভক্ত করে দেখি 4.2626 এর অবস্থান 4.26 ও 4.27 এর মাঝে।

আবার,

বিবর্ধক কাচ দিয়ে দেখে 4.26 থেকে 4.27 পর্যন্ত সমান দশটি ভাগে বিভক্ত করে দেখি 4.2626 এর অবস্থান 4.262 ও 4.263 এর মাঝে।

আবার,

বিবর্ধক কাচ দিয়ে দেখে 4.262 থেকে 4.263 পর্যন্ত সমান দশটি ভাগে বিভক্ত করে 4.2626 খুঁজে পাই।

এইভাবে, সংখ্যারেখায় 4.2626 প্রদর্শন করা হলো।


জানা-অজানাঃ

কে বলতে পার, আমি ঘড়ি দেখি এর ইংরেজি অনুবাদ কি হবে।

আচ্ছা, নিচে কিছু চয়েজ দেয়া হলোঃ

(i) I watch the clock.

(ii) I read the watch.

(iii) I see the clock.

(iv) I realize the time.

আবার,

আমার বাড়ি ত্রিপুরা, এর ইংরেজি অনুবাদ কি হবে।

(i) I am from Tripura.

(ii) I live in Tripura.

(iii) My home is in Tripura.

(iv) I love Tripura, my land.

*লেখাপড়া শিখে শিক্ষিত হওয়া যায় না যদি না মানুষ হও আগে*


এই অধ্যায়ের বাকী অংশসমূহঃ

1.1 সংখ্যা-পদ্ধতি

1.2 অমূলদ-সংখ্যা

1.3 বাস্তব-সংখ্যা-এবং-তাদের-দশমিক-বিস্তার

1.4 সংখ্যা-রেখায়-বাস্তব-সংখ্যার-উপস্থাপন

1.5 বাস্তব-সংখ্যার-উপর-প্রক্রিয়া-সমূহ

1.6 বাস্তব-সংখ্যার-ক্ষেত্রে-সূচকের-সূত্রাবলী


আরো দেখঃ

SCERT-Tripura-Class-9-Math-All-Chapter

Make CommentWrite Comment