গ্রিড, গুণনীয়ক ও সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু নির্ণয় – Class 7 Math BD 2023 – ৩য় অধ্যায় (৬৩ - ৬৯ পৃষ্ঠা)

গ্রিডের সাহায্যে ভগ্নাংশের কোনটি বড় নির্ণয়

কাজঃ

১) গ্রিডের সাহায্যে // এর মাঝে কোনটি বড় সেটি নির্ণয় করো।

২) গ্রিডের সাহায্যে নির্ণয় করো /২৪/৪৮ এর মাঝে কোনটি বড়।

সমাধানঃ

১) // এর হর ৫ ও ৭ এর লসাগু ৩৫.

এখন, ৩৫÷৫=৭

অতএব, / = ২×৭/৫×৭ = ১৪/৩৫

আবার,

৩৫÷৭=৫

অতএব, / = ৪×৫/৭×৫ = ২০/৩৫

এখন, ১৪/৩৫২০/৩৫ এর গ্রিড চিত্র দেখি,

গ্রিডের সাহায্যে ভগ্নাংশের কোনটি বড় নির্ণয়

গ্রিড হতে পাই,

২০ > ১৪

বা, ২০/৩৫ > ১৪/৩৫

বা, / > /

অর্থাৎ, // এর মাঝে / বড়।


২) /২৪/৪৮ এর হর ২৪ ও ৪৮ এর লসাগু ৪৮.

এখন, ৪৮÷২৪=২

অতএব, /২৪ = ১×২/২৪×২ = /৪৮

এখন, /৪৮/৪৮ এর গ্রিড চিত্র দেখি,

গ্রিডের সাহায্যে ভগ্নাংশের কোনটি বড় নির্ণয়

গ্রিড হতে পাই,

২ > ১

বা, /৪৮ > /৪৮

বা, /২৪ > /৪৮

অর্থাৎ, /২৪/৪৮ এর মাঝে /২৪ বড়।


কাজঃ ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করো।

১) //

২) //

৩) //১০

সমাধানঃ

১)

/ এর গুণনীয়কগুলোঃ /, /, /, / ……….

/এর গুণনীয়কগুলোঃ //, /, /১২ ……….

এখন, // এর গুণনীয়কের তালিকা হতে গরীষ্ঠ সাধারণ গুণনীয়ক পাইঃ /

অতএব, নির্ণেয় গসাগুঃ /

২)

/ এর গুণনীয়কগুলোঃ /, /, //১২, /১৫ ……….

/এর গুণনীয়কগুলোঃ /, //১২, /১৬ ……….

এখন, // এর গুণনীয়কের তালিকা হতে গরীষ্ঠ সাধারণ গুণনীয়ক পাইঃ /১২

অতএব, নির্ণেয় গসাগুঃ /১২

৩)

/ এর গুণনীয়কগুলোঃ /, /, /, /১২, /১৫, /১৮, /২১, /২৪, /২৭/৩০, /৩৩, ……….

/১০ এর গুণনীয়কগুলোঃ /১০, /২০/৩০, /৪০ ……….

এখন, //১০ এর গুণনীয়কের তালিকা হতে গরীষ্ঠ সাধারণ গুণনীয়ক পাইঃ /৩০

অতএব, নির্ণেয় গসাগুঃ /৩০


কাজ: ছক ২.৩ এর ন্যায় /১১ এর গুণনীয়কগুলো নির্ণয় ও যাচাই করো।

সমাধানঃ

ভগ্নাংশ
পূর্ণসংখ্যা
গুণনীয়ক নির্ণয়ের ভাগ প্রক্রিয়া
লঘিষ্ঠ আকারে গুণনীয়ক

১১
(/১১÷১) = /১১

১১
(/১১÷২) = /২২

২২
(/১১÷৩) = /৩৩

১১
(/১১÷৪) = /৪৪

৪৪
(/১১÷৫) = /৫৫

৫৫
(/১১÷৬) = /৬৬

২২
(/১১÷৭) = /৭৭

৭৭
(/১১÷৮) = /৮৮

৮৮
(/১১÷৯) = /৯৯

৩৩
১০
(/১১÷১০) = /১১০

১১০

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়

কাজ: সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে পূর্বে প্রদত্ত সকল ভগ্নাংশের জোড়ার গসাগু নির্ণয় করো। এরপর গসাগুর সাহায্যে ১০ টি করে সাধারণ গুণনীয়ক নির্ণয় করো।

সমাধানঃ

পূর্বে প্রদত্ত ভগ্নাংশের জোড়াগুলো হলোঃ

১) /; /

২) /, /

৩) /, /

৪) /, /১০

৫) /, /১১

সমাধানঃ

১) /; /

ভগ্নাংশ দুইটির হর ৬ ও ৮ এর লসাগু = ২৪

এখন, ২৪÷৬ = ৪

অতএব, / = ১×৪/৬×৪ = /২৪

এবং,

২৪÷৮ = ৩

অতএব, / = ১×৩/৮×৩ = /২৪

তাহলে, ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট রুপঃ /২৪, /২৪

এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির লব ৪ ও ৩ এর গসাগু = ১.

তাহলে, ভগ্নাংশ দুইটির গসাগু = /২৪

এবং এদের ১০ টি সাধারন গুণনীয়কঃ /২৪, /৪৮, /৭২, /৯৬, /১২০, /১৪৪, /১৬৮, /১৯২, /২১৬, /২৪০


২) /, /

ভগ্নাংশ দুইটির হর ২ ও ৩ এর লসাগু = ৬

এখন, ৬÷২ = ৩

অতএব, / = ১×৩/২×৩ = /

এবং,

÷৩ = ২

অতএব, / = ১×২/৩×২ = /

তাহলে, ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট রুপঃ /, /

এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির লব ৩ ও ৪ এর গসাগু = ১.

তাহলে, ভগ্নাংশ দুইটির গসাগু = /

এবং এদের ১০ টি সাধারন গুণনীয়কঃ /, /১২, /১৮, /২৪, /৩০, /৩৬, /৪২, /৪৮, /৫৪, /৬০


৩) /, /

ভগ্নাংশ দুইটির হর ৩ ও ৪ এর লসাগু = ১২

এখন, ১২÷৩ = ৪

অতএব, / = ১×৪/৩×৪ = /১২

এবং,

১২÷৪ = ৩

অতএব, / = ১×৩/৪×৩ = /১২

তাহলে, ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট রুপঃ /১২, /১২

এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির লব ৪ ও ৩ এর গসাগু = ১.

তাহলে, ভগ্নাংশ দুইটির গসাগু = /১২

এবং এদের ১০ টি সাধারন গুণনীয়কঃ /১২, /২৪, /৩৬, /৪৮, /৬০, /৭২, /৮৪, /৯৬, /১০৮, /১২০


৪) /, /১০

ভগ্নাংশ দুইটির হর ৩ ও ১০ এর লসাগু = ৩০

এখন, ৩০÷৩ = ১০

অতএব, / = ১×১০/৩×১০ = ১০/৩০

এবং,

৩০÷১০ = ৩

অতএব, /১০ = ১×৩/১০×৩ = /৩০

তাহলে, ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট রুপঃ ১০/৩০, /৩০

এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির লব ১০ ও ৩০ এর গসাগু = ১.

তাহলে, ভগ্নাংশ দুইটির গসাগু = /৩০

এবং এদের ১০ টি সাধারন গুণনীয়কঃ /৩০, /৬০, /৯০, /১২০, /১৫০, /১৮০, /২১০, /২৪০, /২৭০, /৩০০


৫) /, /১১

ভগ্নাংশ দুইটির হর ৪ ও ১১ এর লসাগু = ৪৪

এখন, ৪৪÷৪ = ১১

অতএব, / = ১×১১/৪×১১ = ১১/৪৪

এবং,

৪৪÷১১ = ৪

অতএব, /১১ = ৩×৪/১১×৪ = ১২/৪৪

তাহলে, ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট রুপঃ ১১/৪৪, ১২/৪৪

এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির লব ১১ ও ১২ এর গসাগু = ১.

তাহলে, ভগ্নাংশ দুইটির গসাগু = /৪৪

এবং এদের ১০ টি সাধারন গুণনীয়কঃ /৪৪, /৮৮, /১৩২, /১৭৬, /২২০, /২৬৪, /৩০৮, /৩৫২, /৩৯৬, /৪৪০


গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়

কাজ: গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে ভগ্নাংশ দুটির সাধারণ গুণনীয়ক ও গসাগু নির্ণয় করো। উভয় ভগ্নাংশের জন্যেই ন্যুনতম কতটি গুণনীয়ক নির্ণয় করা হলে গসাগু পাওয়া যায়?

সমাধানঃ

এই কাজের জন্য প্রদত্ত ভগ্নাংশ দুটি হলোঃ //১৩

/ এর গুণনীয়গুলোঃ /, /১০, /, /২০, /২৫, /১০, /৩৫, /৪০, /১৫, /৫০, /৫৫, /২০/৬৫,…

/১৩ এর গুণনীয়গুলোঃ /১৩, /২৬, /৩৯, /৫২, /৬৫, /১৩, /৯১, /১০৪, /১১৭/৬৫,…..

অর্থাৎ,  //১৩ এর গুণনীয়কের তালিকা হতে গরীষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু পাই /৬৫

তাহলে এদের সাধারন গুননীয়কগুলো হলোঃ /৬৫, /১৩০, /১৯৫, /২৬০,……

এখন,

আমাদের নির্ণেয় গসাগুটি / এর ১৩তম গুণনীয়ক ও /১৩ এর ১০তম গুণনীয়ক। অতএব, উভয় ভগ্নাংশের জন্যেই ন্যুন্যতম ১৩টি গুণনীয়ক নির্ণয় করা হলে গসাগু পাওয়া যাবে।


কাজ: গসাগু নির্ণয়ের যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে ৩০ ও ৩৯ এর গসাগু নির্ণয় করো।

সমাধানঃ

ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয়ঃ

৩০)৩৯(১
      ৩০
---------------
        ৯)৩০(৩
            ২৭
--------------------
             ৩)৯(৩
                 
      ------------------
                 

অতএব, নির্ণেয় গসাগুঃ ৩


কাজ:

১) গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো।

i) //১০

সমাধানঃ

গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ

/ এর গুণনীয়কগুলোঃ //১০, ……

/১০ এর গুণনীয়কগুলোঃ /১০, /২০/১০,…..

অতএব, নির্ণেয় গসাগুঃ /১০

আবার,

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ

প্রকৃত ভগ্নাংশ = //১০

এদের হর ৫ ও ১০ এর লসাগু ১০

১০÷৫ = ২

১০÷১০=১

তাহলে,

/ = ১×২/৫×২ = /১০

/১০ = ৩×১/১০×১ = /১০

অতএব, //১০ এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ /১০/১০

এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ২ ও ৩ এর গসাগু ১.

তাহলে, ভগ্নাংশদ্বয়ের গসাগু = /১০ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]


ii) //

সমাধানঃ

গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ

/ এর গুণনীয়কগুলোঃ /, /১২, /১৮, /২৪,……

/ এর গুণনীয়কগুলোঃ /, /১৬, /২৪, /৩২, /৪০, /৪৮, /৫৬, /৬৪, /৭২, /৮০, /৮৮, /৯৬, /১০৪, /১১২/২৪,…..

অতএব, নির্ণেয় গসাগুঃ /২৪

আবার,

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ

প্রকৃত ভগ্নাংশ = //

এদের হর ৬ ও ৮ এর লসাগু ২৪

২৪÷৬ = ৪

২৪÷৮=৩

তাহলে,

/ = ১×৪/৬×৪ = /২৪

/= ৫×৩/৮×৩ = ১৫/২৪

অতএব, //এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ /২৪১৫/২৪

এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ৪ ও ১৫ এর গসাগু ১.

তাহলে, ভগ্নাংশদ্বয়ের গসাগু = /২৪ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]


iii) //

সমাধানঃ

গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ

/ এর গুণনীয়কগুলোঃ /, /১৪, /২১, /২৮, /৩৫, /৪২, /৪৯/৫৬, ……

/ এর গুণনীয়কগুলোঃ /, /১৬, /২৪, /৩২, /৪০, /৪৮, /৫৬, /৬৪, /৭২, /৮০, /৮৮, /৯৬, /১০৪, /১১২, /১২০, /১২৮, /১৩৬, /১৪৪, /১৫২, /১৬০, /৫৬,……

অতএব, নির্ণেয় গসাগুঃ /৫৬

আবার,

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ

প্রকৃত ভগ্নাংশ = //

এদের হর ৭ ও ৮ এর লসাগু ৫৬

৫৬÷৭ = ৮

৫৬÷৮=৭

তাহলে,

/ = ২×৮/৭×৮ = ১৬/৫৬

/= ৬×৭/৮×৭ = ৪২/৫৬

অতএব, //এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ ১৬/৫৬৪২/৫৬

এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ১৬ ও ৪২ এর গসাগু ২.

তাহলে, ভগ্নাংশদ্বয়ের গসাগু = /৫৬ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]


iv) //১১

সমাধানঃ

গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ

/ এর গুণনীয়কগুলোঃ /, /১৪, /২১, /২৮, /৩৫, /৪২, /৪৯, /৫৬, /৬৩, /১০, /৭৭, ……

/১১ এর গুণনীয়কগুলোঃ /১১, /২২, /৩৩, /৪৪, /৫৫, /৬৬/৭৭,…

অতএব, নির্ণেয় গসাগুঃ /৭৭

আবার,

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ

প্রকৃত ভগ্নাংশ = //১১

এদের হর ৭ ও ১১ এর লসাগু ৭৭

৭৭÷৭ = ১১

৭৭÷১১=৭

তাহলে,

/ = ১×১১/৭×১১ = ১১/৭৭

/১১ = ১×৭/১১×৭ = /৭৭

অতএব, //১১ এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ ১১/৭৭/৭৭

এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ১১ ও ৭ এর গসাগু ১.

তাহলে, ভগ্নাংশদ্বয়ের গসাগু = /৭৭ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]


v) /, /, /

সমাধানঃ

গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ

/ এর গুণনীয়কগুলোঃ /, /, /, /, /১০/১২, ……

/ এর গুণনীয়কগুলোঃ /, /, //১২, …..

/ এর গুণনীয়কগুলোঃ /, //১২, …..

অতএব, নির্ণেয় গসাগুঃ /১২

আবার,

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ

প্রকৃত ভগ্নাংশ = /, /, /

এদের হর ২, ৩ ও ৪ এর লসাগু ১২

১২÷২ = ৬

১২÷৩=৪

১২÷৪=৩

তাহলে,

/ = ১×৬/২×৬ = /১২

/= ১×৪/৩×৪ = /১২

/= ১×৩/৪×৩ = /১২

অতএব, /, /, /এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ /১২, /১২, /১২

এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ৬, ৪ ও ৩ এর গসাগু ১.

তাহলে, ভগ্নাংশদ্বয়ের গসাগু = /১২ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]


vi) /, /১০/১৫

সমাধানঃ

গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ

/ এর গুণনীয়কগুলোঃ /, /১০, /১৫, /২০, /২৫/৩০, …..

/১০ এর গুণনীয়কগুলোঃ /১০, /২০, /১০, /৪০, /৫০, /২০, /৭০, /৮০/৩০, …..

/১৫ এর গুণনীয়কগুলোঃ /১৫, /৩০, /৪৫, /৬০, /৭৫, /৯০, /১০৫, /১২০, /১৩৫, /১৫০, /১৬৫, /১৮০, /১৯৫/৩০, …..

অতএব, নির্ণেয় গসাগুঃ /৩০

আবার,

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ

প্রকৃত ভগ্নাংশ = /, /১০/১৫

এদের হর ৫, ১০ ও ১৫ এর লসাগু ৩০

৩০÷৫ = ৬

৩০÷১০=৩

৩০÷১৫=২

তাহলে,

/ = ১×৬/৫×৬ = /৩০

/১০ = ৩×৩/১০×৩ = /৩০

/১৫ = ৭×২/১৫×২ = ১৪/৩০

অতএব, /, /১০, /১৫ এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ /৩০, /৩০, ১৪/৩০

এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ৬, ৯ ও ১৪ এর গসাগু ১.

তাহলে, ভগ্নাংশদ্বয়ের গসাগু = /৩০ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]


২) ১ নং কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যুনতম কতটি করে গুণনীয়ক বের করতে হয়েছিল তা লেখো।

সমাধানঃ

i) //১০ এর জন্য যথাক্রমে ন্যুনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল ২ ও ৩ বার।

ii) //এর জন্য যথাক্রমে ন্যুনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল ৪ ও ১৫ বার।

iii) //এর জন্য যথাক্রমে ন্যুনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল ৮ ও ২১ বার।

iv) //১১ এর জন্য যথাক্রমে ন্যুনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল ১১ ও ৭ বার।

v) ///এর জন্য যথাক্রমে ন্যুনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল ৬, ৪ ও ৩ বার।

vi)/,/১০ /১৫ এর জন্য যথাক্রমে ন্যুনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল ৬, ৯ ও ১৪ বার।


৩) সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের পর লবের উপাদানগুলোর তুলনা করে কি তুমি ২ নং কাজের সাথে কোন সম্পর্ক নির্ণয় করতে পারো।

সমাধানঃ

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের পর লবের উপাদানগুলোর তুলনা করে আমি ২ নং কাজের সাথে একটি সম্পর্ক নির্ণয় করতে পেরেছি। আমার নির্ণয় করা সম্পর্কটি হলোঃ

গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করার ক্ষেত্রে প্রতিটি ভগ্নাংশের জন্য নির্ণেয় গুণনীয়ক এর সংখ্যা = (প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের পর প্রাপ্ত প্রতিটি লবের মান ÷ প্রাপ্ত লবগুলোর গসাগু)।

এই অধ্যায়ের পূর্ণাঙ্গ অংশের লিঙ্কসমূহঃ

৫৯– ৬২ পৃষ্ঠা (ভগ্নাংশের গসাগু ও লসাগু)

৬৩ - ৬৯ পৃষ্ঠা (এই আর্টিকেলে প্রকাশিত)

৭০ - ৮০ পৃষ্ঠা (সাধারণ ভগ্নাংশের গুণিতক ও লসাগু)

৮১ - ৮৩ পৃষ্ঠা (দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু)


৭ম শ্রেণির কয়েকটি অধ্যায়ের লিঙ্কঃ

১ম অধ্যায়ঃ সূচকের সূচক

২য় অধ্যায়ঃ আজানা রাশির সূচক, গুণ ও তাদের প্রয়োগ  

Make CommentWrite Comment