Class 4 Math BD-অধ্যায় ৮ঃ চতুর্থ শ্রেণি-সাধারণ ভগ্নাংশ

Class 4 math BD, Class four math solution bd, class 4 math pdf download, চতুর্থ শ্রেণির গণিত সমাধানঃ অধ্যায়ঃ ৮ সাধারণ ভগ্নাংশ

সাধারণ ভগ্নাংশ

৮.১ সমহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশ


১. নিচের ভগ্নাংশগুলো রঙ করিঃ

 

১/৫

 

 

 

 

 

 

৫/৬

 

 

 

 

 

 

 

৩/৮

 

 

 

 

 

 

 

 


সমাধানঃ প্রদত্ত ভগ্নাংশ রঙ করে পাই,


১/৫

 

 

 

 

 

 

৫/৬

 

 

 

 

 

 

 

৩/৮

 

 

 

 

 

 

 

 


২. < অথবা > প্রতীক বসাইঃ

(১) ১/৪৩/৪ উত্তরঃ <

(২) ২/৫১/৫ উত্তরঃ >
(৩) ৫/৭৪/৭ উত্তরঃ >
(৪)৮/৯১  উত্তরঃ <

৩. হিসাব করিঃ

সমাধানঃ

(১) ১/৩+১/৩=২/৩
(২) ২/৭+৪/৭=৬/৭
(৩) ৫/৬+১/৬=৬/৬=১
(৪) ৩/১০+৭/১০=১০/১০=১

এবং

(১) ২/৩-১/৩=১/৩
(২) ৭/৯-৫/৯=২/৯
(৩) ১-২/৩=৩/৩-২/৩=১/৩
(৪)১-৭/১০=১০/১০-৭/১০=৩/১০

৮.২ ১ এর চেয়ে ছোট, ১ এর সমান এবং ১ এর চেয়ে বড় ভগ্নাংশ


১. নিচের ভগ্নাংশগুলো রঙ করিঃ

৩/৫

 

 

 

 

 

 

 

 


৫/৫

 

 

 

 

 

 

 

 

                                                                                      

৭/৫

 

 

 

 

 

 

 

 


সমাধানঃ প্রদত্ত ভগ্নাংশগুলো রঙ করে পাই,

৩/৫

 

 

 

 

 

 

 

 


৫/৫

 

 

 

 

 

 

 

 


৭/৫

 

 

 

 

 

 

 

 

 

৮.৩ ভগ্নাংশের তুলনাঃ

১. বড় ছোট তুলনা কর। < অথবা > প্রতীক বসাই।

সমাধানঃ < ও > চিহ্ন বসাই এবং তুলনার জন্য রঙ করি

(১) ২/৫<৩/৫

২/৫

 

 

 

 

 

 

৩/৫

 

 

 

 

 

 

(২) ৩/৮<৫/৮

৩/৮

 

 

 

 

 

 

 

 

 

৫/৮

 

 

 

 

 

 

 

 

 

(৩)১/২>১/৩

১/২

 

 

 

 

 

 

১/৩

 

 

 

 

 

 

(৪) ৩/৫>৩/১০

৩/৫

 

 

 

 

 

 

৩/১০

 

 

 

 

 

 

 

 

 

 


১. নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাওঃ

(১) ২/৩,২/৯,২/৮,২/৫
(২) ৩/৭,৩/১০,৩/৩,৩/৫
(৩) ৫/১০,৫/৬,৫/১৫,৫/৯

সমাধানঃ

আমরা জানি যদি ভগ্নাংশগুলোর লবগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশ বড়।

(১) ২/৩,২/৯,২/৮,২/৫ এর ক্ষেত্রে,
৯>৮>৫>৩
অতএব, ২/৯<২/৮<২/৫<২/৩
(২) ৩/৭,৩/১০,৩/৩,৩/৫ এর ক্ষেত্রে,
১০>৭>৫>৩
অতএব, ৩/১০<৩/৭<৩/৫<৩/৩
(৩) ৫/১০,৫/৬,৫/১৫,৫/৯ এর ক্ষেত্রে,
১৫>১০>৯>৬
অতএব, ৫/১৫<৫/১০<৫/৯<৫/৬

৮.৪ সমতুল ভগ্নাংশ

১. রঙ করি এবং তুলনা করিঃ

১/২

 

 


২/৪

 

 

 

 


৩/৬

 

 

 

 

 

 


৪/৮

 

 

 

 

 

 

 

 


৫/১০

 

 

 

 

 

 

 

 

 

 


সমাধানঃ প্রদত্ত ভগ্নাংশগুলো রঙ করি এবং রঙ করা অংশ তুলনা করে পাই,

১/২

 

 


২/৪

 

 

 

 

 

৩/৬

 

 

 

 

 

 


৪/৮

 

 

 

 

 

 

 

 


৫/১০

 

 

 

 

 

 

 

 

 

 


১/২,২/৪,৩/৬,৪/৮ এবং ৫/১০ সমতুল ভগ্নাংশ।
অতএব, ১/২=২/৪=৩/৬=৪/৮=৫/১০

১. পরের পৃষ্টার সংখ্যারেখা ব্যবহার করে সমতুল ভগ্নাংশ খুঁজে বের কর এবং + চিহ্ন দ্বারা চিহ্নিত করঃ

(১) ১/৩ এর সমতুল ভগ্নাংশ বের কর।
(২) ২/৩ এর সমতুল ভগ্নাংশ বের কর।
(৩) সমতুল ভগ্নাংশের অন্যান্য উদাহরনগুলো খুঁজে বের কর।

সমাধানঃ (পাঠ্যপুস্তকের সংখ্যারেখা ব্যবহার করে)
(১) সংখ্যারেখা ব্যবহার করে পাই,
১/৩ এর সমতুল ভগ্নাংশ হলোঃ ২/৬,৩/৯
(২)সংখ্যারেখা ব্যবহার করে পাই,
২/৩ এর সমতুল ভগ্নাংশ হলো ৪/৬, ৬/৯
(৩) সংখ্যারেখা ব্যবহার করে পাই,
১/২ এর সমতুল ভগ্নাংশ হলো ২/৪, ৩/৬, ৪/৮, ৫/১০

তেমনিভাবে,

১/৪ এর সমতুল ভগ্নাংশ হলো ২/৮
৩/৪ এর সমতুল ভগ্নাংশ হলো ৬/৮
১/৫ এর সমতুল ভগ্নাংশ হলো ২/১০
২/৫ এর সমতুল ভগ্নাংশ হলো ৪/১০
৩/৫ এর সমতুল ভগ্নাংশ হলো ৬/১০
৪/৫ এর সমতুল ভগ্নাংশ হলো ৮/১০

২. সংখ্যারেখা ব্যবহার করে খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাইঃ

(১) ১/৪=২/  (২) ৪/১০=/ 
(৩) ৬/৯=/  (৪) ৬/৮=৩/

সমাধানঃ (খালি ঘরের বদলে রঙ্গিন বর্ন ব্যবহার করে দেখানো হলো)

(১) ১/৪=২/ 
সংখ্যারেখা থেকে পাই, ১/৪ এর সমতুল ২/৮
অতএব, ১/৪=২/

(২) ৪/১০=/ 
সংখ্যারেখা থেকে পাই, ৪/১০ এর সমতুল ২/৫
অতএব, ৪/১০=/৫

(৩) ৬/৯=/ 
সংখ্যারেখা থেকে পাই, ৬/৯ এর সমতুল ২/৩
অতএব, ৬/৯=/৩

(৪) ৬/৮=৩/
সংখ্যারেখা থেকে পাই, ৬/৮ এর সমতুল ৩/৪
অতএব, ৬/৮=৩/

৩. খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করঃ

(১) ১/২=/১২  (২) ৫/৬=১০/
(৩) ৩/৪=১২/  (৪)৭/৮=/২৪

সমাধানঃ (খালি ঘরের বদলে রঙ্গিন বর্ন ব্যবহার করে দেখানো হলো)
(১) ১/২=/১২
(২) ৫/৬=১০/১২
(৩) ৩/৪=১২/১৬
(৪) ৭/৮=২১/২৪

৪. ২/৫ এর ৫টি সমতুল ভগ্নাংশ স্বাধীনভাবে নির্ণয় কর।

সমাধানঃ
২/৫=৪/১০ (২ দ্বারা লব ও হরকে গুণ করে)
২/৫=৬/১৫ (৩ দ্বারা লব ও হরকে গুণ করে)
২/৫=৮/২০ (৪ দ্বারা লব ও হরকে গুণ করে)
২/৫=১০/২৫ (৫ দ্বারা লব ও হরকে গুণ করে)
২/৫=১২/৩০ (৬ দ্বারা লব ও হরকে গুণ করে)
সুতরাং, ২/৫ এর সমতুল ভগ্নাংশ=৪/১০,৬/১৫,৮/২০,১০/২৫,১২/৩০

৫. খালিঘরের সংখ্যাগুলো নির্ণয় করঃ

(১) ৩/৯=/  (২) ৬/৮=৩/
(৩) ৪/১২=১/  (৪) ৮/২০=/

সমাধানঃ (খালি ঘরের বদলে রঙ্গিন বর্ন ব্যবহার করে দেখানো হলো)
(১) ৩/৯=/৩  (২) ৬/৮=৩/
(৩) ৪/১২=১/ (৪) ৮/২০=/৫

৬. লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে ১২/১৮ এর ৩টি সমতুল ভগ্নাংশ নির্ণয় কর।

সমাধানঃ
১২/১৮=৬/৯ (লব ও হরকে ২ দ্বারা ভাগ করে)
১২/১৮=৪/৬ (লব ও হরকে ৩ দ্বারা ভাগ করে)
১২/১৮=২/৩ (লব ও হরকে ৬ দ্বারা ভাগ করে)
অতএব ১২/১৮ এর সমতুল ভগ্নাংশ ৬/৯,৪/৬,২/৩

৭. নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করঃ

(১)

১০
 (২)
১২
১৫
(৩)

২৭
(৪)
২৪
৩৬
(৫)
২৮
৪২
(৬)
৪০
৬০

সমাধানঃ

(১)


১০

=

 ÷
১০ ÷

=


(২)

১২
১৫

=

১২÷
১৫ ÷

=


(৩)


২৭

=

 ÷
২৭ ÷

=


(৪)

২৪
৩৬

=

২৪÷১২
৩৬÷১২

=


(৫)

২৮
৪২

=

২৭÷১৪
৪২÷১৪

=


(৬)

৪০
৬০

=

৪০÷২
৬০÷২

=


 ৮.৫ অনুশীলনী (১)

১.  বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান ১ এর সমান তা খুঁজে বের করঃ

১৩
১২
২৭
২৬
৭৬
৭৬
৪২
৪৮
২৫


(১) প্রকৃত ভগ্নাংশ?
(২) ১ এর সমান ভগ্নাংশ?

সমাধানঃ

(১)

আমরা জানি, ১ এর চেয়ে ছোট ভগ্নাংশকে বা যার লব হর থেকে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
সতরাং প্রকৃত ভগ্নাংশগুলো হলোঃ

,

,

,
৪২
৪৮
,

২৫
(২) আমরা জানি কোন ভগ্নাংশের লব ও হর সমান হলে তার মান ১ এর সমান হবে।
সুতরং ১ এর সমান ভগ্নাংশগুলো হলোঃ

,

,
৭৬
৭৬
,


 ২. গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলকে ছোট থেকে বড় ক্রমে সাজাওঃ

(১) ৬/৭,৩/৭,৭/৭,২/৭  (২) ৪/৭,৪/৫,৪/১১,৪/৯
(৩) ১১/২৩,১১/১৩,১১/১৭,১১/৯১

সমাধানঃ

(১)
আমরা জানি, যদি ভগ্নাংশের হরগুলো একই হয়, তবে যে ভগ্নাংশের লব বড় , সে ভগ্নাংশটির মান বড়।
এখানে, ২<৩<৬<৭
অতএব, ২/৭<৩/৭<৬/৭<৭/৭

(২)

আমরা জানি, যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের হর ছোট, সে ভগ্নাংশের মান বড়।
এখানে, ১১>৯>৭>৫
অতএব, ৪/১১<৪/৯<৪/৭<৪/৫

(৩)

আমরা জানি, যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের হর ছোট, সে ভগ্নাংশের মান বড়।
এখানে, ৯১>২৩>১৭>১৩
অতএব, ১১/৯১<১১/২৩<১১/১৭<১১/১৩

৩. খালিঘরের সংখ্যাগুলো নির্ণয় করঃ

(১)


=

 

 

 

 

(২)


=

২৮

 

 

 

 

(৩)


=

৩৬

 

 

 

 

(৪)

=

১২

 

 

 

 

(৫)


=

১৬

 

 

 

 

(৬)


=

৩০

 

 

 

 

(৭)


=

 

 

 

 

(৮)

১২
২০

=

 

 

 

 

(৯)

২৮
৩৬

=

 

 

 

 

(১০)

৩৩
৬৬

=

 

 

 

 

(১১)


৬৫

=

 

 

 

 

(১২)

১২
৫৪

=

 

 

 

 


সমাধানঃ

(১)

=

১x২

৩x২

=

 

 

 

(২) 

=

৩x৪

৭x৪

=

১২

২৮

 

 

 

(৩) 

=

৩x৯

৪x৯

=

২৭

৩৬

 

 

 

(৪) 

=

৪x৩

৫x৩

=

১২

১৫

 

 

 

(৫) 

=

২x৮

৯x৮

=

১৬

৭২

 

 

 

(৬) 

=

৫x৬

৮x৬

=

৩০

 

 

 

(৭) 

=

÷

÷

=

 

 

 

(৮) 

১২

২০

=

১২÷

২০÷

=

 

 

 

(৯) 

২৮

৩৬

=

২৮÷

৩৬÷

=

 

 

 

(১০) 

৩৩

৬৬

=

৩৩÷৩৩

৬৬÷৩৩

=

 

 

 

(১১) 

৬৫

=

 ÷

৬৫ ÷

=

১৩

 

 

 

(১২) 

১২

৫৪

=

১২ ÷

৫৪ ÷

=

 

 

 


৪. নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রুপান্তর করঃ

(১)


১২

(২)


২১

(৩)


৩৬

(৪)

১৬
৪৮

(৫)


১২

(৬)


১২

(৭)

২০
২৫

(৮)

৩২
৩৬

(৯)

১৮
৩০

(১০)

১৬
২৮

(১১)

২৮
৪৯

(১২)

২৪
৪০


সমাধানঃ

(১)


১২

=

÷
১২÷

=


(২)


২১

=

÷
২১÷

=


(৩)


৩৬

=

÷
৩৬÷

=


(৪)

১৬
৪৮

=

১৬÷১৬
৪৮÷১৬

=

(৫)


১২

=

÷
১২÷

=


(৬)


১২

=

÷
১২÷

=


(৭)

২০
২৫

=

২০÷
২৫÷

=

(৮)

৩২
৩৬

=

৩২÷
৩৬÷

=

(৯)

১৮
৩০

=

১৮÷
৩০÷

=

(১০)

১৬
২৮

=

১৬÷
২৮÷

=

(১১)

২৮
৪৯

=

২৮÷
৪৯÷

=

(১২)

২৪
৪০

=

২৪÷
৪০÷

=


৮.৬ সাধারণ হর খুঁজে বের করা

১. নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তর করঃ

সমাধানঃ

ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুওয়ান্তর প্রক্রিয়া ও রুপান্তরিত ভগ্নাংশ নিচে দেখানো হলোঃ

 দাগ 
ভগ্নাংশ
হরের
লসাগু
লসাগু÷হর
হর ও লবকে 
ভাগফল দিয়ে গুণ
প্রাপ্ত 
 সমহর ভগ্নাংশ

(১)


১২

১২÷৩=৪

১x৪=৪
৩x৪=১২

১২

১২÷৪=৩

১x৩=৩
৪x৩=১২

১২

(২)


৬÷৩=২

২x২=৪
৩x২=৬


৬÷২=৩

১x৩=৩
২x৩=৬

(৩)


১২÷২=৫

১x৫=৫
২x৫=১০

১০

১০÷৫=২

২x২=৪
৫x২=১০

১০

(৪)


১৫

১৫÷৩=৫

১x৫=৫
৩x৫=১৫

১৫

১৫÷৫=৩

২x৩=৬
৫x৩=১৫

১৫

(৫)


৪÷২=২

১x২=২
২x২=৪


৪÷৪=১

১x১=১
৪x১=১

(৬)


১২

১২÷৪=৩

৩x৩=৯
৪x৩=১২

১২

১২÷৬=২

৫x২=১০
৬x২=১২
১০
১২

(৭)


৩৬

৩৯÷৯=৪

৭x৪=২৮
৯x৪=৩৬
২৮
৩৬

১২

৩৬÷১২=৩

৫x৩=১৫
১২x৩=৩৬

১৫
৩৬

(৮)


১২

১৩÷৩=৪

১x৪=৪
৩x৪=১২

১২

১২÷৪=৩

১x৩=৩
৪x৩=১২

১২

১২÷২=৬

১x৬=৬
২x৬=১২

১২

(৯)


৩০

৩০÷২=১৫

১x১৫=১৫
২x১৫=৩০
১৫
৩০

৩০÷৩=১০

২x১০=২০
৩x১০=৩০
২০
৩০

৩০÷৫=৬

১x৬=৬
৫x৬=৩০

৩০

(১০)


২০

২০÷৫=৪

৩x৪=১২
৫x৪=২০
১২
২০

২০÷৪=৫

৩x৫=১৫
৪x৫=২০
১৫
২০

১০

২০÷১০=২

৭x২=১৪
১০x২=২০
১৪
২০

 ২. নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তর কর এবং < ও > বা = ব্যবহার করে তুলনা করঃ

(১)

১২

(২)

(৩)

(৪)

১১

১৬

১৭

২৪


সমাধানঃ

(১) ভগ্নাংশ দুটির হর ৯, ১২ এর লসাগু ৩৬

৩৬÷৯=৪

=

৭x৪

৯x৭

=

২৮

৩৬





৩৬÷১২=৩

১২

=

৫x৩

১২x৩

=

১৫

৩৬





এখানে,

২৮>১৫


২৬

৩৬

> 

 

> 

১৫

৩৬

১২





 

(২) ভগ্নাংশ দুটির হর ৪, ৭ এর লসাগু ২৮

২৮÷৪=৭

=

৩x৭

৪x৭

=

২১

২৮





২৮÷৭=৪

=

৫x৪

৭x৪

=

২০

২৮





এখানে,

২১>২০

 

২১

২৮

> 

 

> 

২০

২৮





 

(৩) ভগ্নাংশ দুটির হর ৩, ৯ এর লসাগু ৯

÷৩=৩

=

২x৩

৩x৩

=





÷৯=১

=

৬x১

৯x১

=




এখানে,

৬=৬

 

=

 

=





 

(৪) ভগ্নাংশ দুটির হর ১৬, ২৪ এর লসাগু ৪৮

৪৮÷১৬=৩

১১

১৬

=

১১x৩

১৬x৩

=

৩৩

৪৮





৪৮÷২৪=২

১৭

২৪

=

১৭x২

২৪x২

=

৩৪

৪৮





এখানে,

৩৩<৩৪

 

৩৩

৪৮

১১

১৬

< 

 

< 

৩৪

৪৮

১৭

২৪




 

৮.৭ ভগ্নাংশের যোগ ও বিয়োগঃ


১. সমহর বিশিষ্ট করে যোগ করঃ

(১)

+

=

?

 

 

 

 

(২)

+

=

?

 

 

 

 

(৩)

+

=

?

 

 

 

 

(৪)

+

=

?

 

 

 

 

সমাধানঃ ভগ্নাংশের হর গুলোর লসাগু বের করে যোগ করিঃ

(১)

+

=

১২

+

১২

=

১২

(২)

+

=

২০

+

২০

=

১৩

২০

(৩)

+

=

১৮

+

১৮

=

১৮

(৪)

+

=

২৪

+

২০

২৪

=

২৩

২৪

১. সমহর করে বিয়োগ করঃ

(১)

-

=

?

 

 

 

 

(২)

-

=

?

 

 

 

 

(৩)

-

=

?

 

 

 

 

(৪)

-

=

?

 

 

 

 

(৫)

-

=

?

 

 

 

 

(৬)

১০

-

=

?

 

 

 

 

সমাধানঃ ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করে যোগ করিঃ

(১)

-

=

-

=

(২)

-

=

২০

-

২০

=

২০

(৩)

-

=

১০

১৫

-

১৫

=

১৫

(৪)

-

=

-

 

=

(৫)

-

=

২০

২৪

-

২৪

=

১১

২৪

(৬)

১০

-

=

২১

৩০

-

৩০

=

১৩

৩০

২. যোগ ও বিয়োগ করঃ

সমাধানঃ

(১)

+

২০

=

২০

+

২০

=

৫+৩

২০

=

২০

=

(২)

+

১২

=

১২

+

১২

=

৩+৭

১২

=

১০

১২

=

(৩)

+

২৪

=

২৪

+

২৪

=

৯+১

২৪

=

১০

২৪

=

১২

(৪)

১৫

+

 

১২

=

১৬

৬০

+

৬০

=

১৬+৫

৬০

=

২১

৬০

=

২০

(৫)

১৫

+

১০

=

১৬

৩০

+

৩০

=

১৬+৯

৩০

=

২৫

৩০

=

(৬)

১১

১৪

-

=

১১

১২

-

১৪

=

১১-৪

১৪

=

১৪

=

(৭)

-

=

-

=

৩-১

=

=

(৮)

-

১৮

=

১৫

১৮

-

১৮

=

১৫-৭

১৮

=

১৮

=

(৯)

১১

১২

-

১৫

=

৫৫

৬০

-

১৬

৬০

=

৫৫-১৬

৬০

=

৩৯

৬০

=

১৩

২০

(১০)

১৩

১৫

-

২০

=

৫২

৬০

-

২৭

৬০

=

৫২-১৭

৬০

=

২৫

৬০

=

১২
 

৮.৮ অনুশীলনী-২


১. সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর কর এবং <,> বা = প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলো তুলনা করঃ

(১)

(২)

(৩)

(৪)

১২

১৬

(৫)

২৪

৭২

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


সমাধানঃ

(১) ভগ্নাংশ দুইটির হর ৩ ও ৫ এর লসাগু ১৫

১৫÷৩=৫

=

১x৫

৩x৫

=

১৫

৫>৩

১৫

> 

 

> 

১৫

 

 

১৫÷৫=৩

=

১x৩

৫x৩

 

১৫

 

 

(২) ভগ্নাংশ দুইটির হর ৪ ও ৬ এর লসাগু ২৪

২৪÷৪=৬

=

৩x৬

৪x৬

=

১৮

২৪

১৮<২০

১৮

২৪

< 

 

< 

২০

২৪

 

 

২৪÷৬=৪

=

৫x৪

৬x৪

 

২০

২৪

 

 

(৩) ভগ্নাংশ দুইটির হর ৭ ও ৯ এর লসাগু ৬৩

৬৩÷৭=৯

=

৫x৯

৭x৯

=

৪৫

৬৩

৪৫>৪২

৪৫

৬৩

> 

 

> 

৪২

৬৩

 

 

৬৩÷৯=৭

=

৬x৭

৯x৭

 =

৪২

৬৩

 

 

(৪) ভগ্নাংশ দুইটির হর ৪ ও ১৬ এর লসাগু ১৬

১৬÷৪=৪

=

৩x৪

৪x৪

=

১২

১৬

১২=১২

১২

১৬

=

 

=

১২

১৬

১২

১৬

 

 

১৬÷১৬=১

১২

১৬

=

১২x১

১৬x১

 

১২

১৬

 

 

(৫) ভগ্নাংশ দুইটির হর ২৪ ও ৭২ এর লসাগু ৭২

৭২÷২৪=৩

২৪

=

৩x৩

২৪x৩

=

৭২

৯>৭

৭২

২৪

> 

 

> 

৭২

৭২

 

 

৭২÷৭২=১

৭২

=

৭x১

৭২x১

 

৭২

 

 


২. যোগ করঃ

সমাধানঃ

(১)
১/৪+১/২
=১/৪+২/৪ {∴ ৪ ও ২ এর লসাগু ৪}
=৩/৪
(২)
২/৫+৩/৭
=১৪/৩৫+১৫/৩৫ {লসাগু ৩৫}
=২৯/৩৫
(৩)
১/৬+৩/৮
=৪/২৪+৯/২৪{লসাগু ২৪)
=১৩/২৪
(৪)
৩/৭+১/৩
=৯/২১+৭/২১{লসাগু ২১)
=১৬/২১
(৫)
২/৯+৫/১২
=৮/৩৬+১৫/৩৬(লসাগু ৩৬)
=২৩/৩৬
(৬)
৫/৬+১/১০
=২৫/৩০+৩/৩০ [লসাগু ৩০]
=২৮/৩০
=১৪/১৫
(৭)
২/৩+২/১৫
=১০/১৫+২/১৫[লসাগু ১৫]
=১২/১৫
=৪/৫
(৮)
১/৬+২/২৫
=৫/৩০+৪/৩০ [লসাগু ৩০]
=৯/৩০
=৩/১০
(৯)
৪/১৫+২/৫
=৪/১৫+৬/১৫[লসাগু ১৫]
=১০/১৫
=২/৩
(১০)
১/৬+৭/১২
=২/১২+৭/১২[লসাগু ১২]
=৯/১২
=৩/৪

৩. বিয়োগ করঃ

সমাধানঃ

(১)
১/৩-১/৪
=৪/১২-৩/১২ [৩ ও ৪ এর লসাগু ১২]
=১/১২
(২) 
৫/৬-২/৫
=২৫/৩০-১২/৩০ [লসাগু ৩০]
=১৩/৩০
(৩)
১/৩-১/৬
=২/৬-১/৬ [লসাগু এর মাধ্যমে]
=১/৬
(৪)
৪/৬-১/৬
=৮/১৮-৩/১৮[লসাগু এর মাধ্যমে]
=৫/১৮
(৫)
১১/১২-৭/৯
=৩৩/৩৬-২৮/৩৬[লসাগু এর মাধ্যমে]
=৫/৩৬
(৬)
৯/১০-২/৫
=৯/১০-৪/১০[লসাগু এর মাধ্যমে]
=৫/১০
=১/১০
(৭)
৭/১২-১/৪
=৭/১২-৩/১২[লসাগু এর মাধ্যমে]
=৪/১২
=১/৩
(৮)
৪/১৫-১/৬
=৮/৩০-৫/৩০[লসাগু এর মাধ্যমে]
=৩/৩০
=১/১০
(৯)
২/৩-৭/১৫
=১০/১৫-৭/১৫[লসাগু এর মাধ্যমে]
=৩/১৫
=১/৫
(১০)
৯/১০-৫/৬
=২৭/৩০-২৫/৩০[লসাগু এর মাধ্যমে]
=২/৩০
=১/১৫

৪. হিসাব করি;

সমাধানঃ

(১)
১/৩+১/৪+১/১২
=৪/১২+৩/১২+১/১২[∴ ৩,৪,১২ এর লসাগু ১২]
=৮/১২ [∴ ৪+৩+১=৮]
২/৩
(২)
১/৬+১/৩+২/৯
=৩/১৮+৬/১৮+৪/১৮[৬,৩,৯ এর লসাগু ১৮]
=১৩/১৮ [∴ ৩+৬+৪=১৩]
(৩)
১/২-১/৩-১/৯
=৯/১৮-৬/১৮-২/১৮ [∴ ২,৩,৯ এর লসাগু ১৮]
=১/১৮ [∴ ৯-৬-২=১]
(৪)
৩/৪-৩/৫+১/২
=১৫/২০-১২/২০+১০/২০ [∴ ৪,৫,২ এর লসাগু ২০]
=১৩/২০ [∴ ১৫-১২+১০=১৩]

৫. খালিঘর পূরণ করঃ

(১)⬜/৩+১/৫=১৩/১৫

(২) ৫/৭+⬜/৫=৩২/৩৫

(৩) ৫/৬-⬜/৭=২৩/৪২

সমাধানঃ

(১)⬜/৩+১/৫=১৩/১৫

বা, ⬜/৩=১৩/১৫-১/৫

বা, ⬜/৩=১৩/১৫-৩/১৫

বা, ⬜/৩=১০/১৫

বা, ⬜/৩=২/৩

বা, ⬜=২x৩/৩

বা, ⬜=

(২) ৫/৭+⬜/৫=৩২/৩৫

বা, ⬜/৫=৩২/৩৫-৫/৭

বা, ⬜/৫=৩২/৩৫-২৫/৩৫

বা, ⬜/৫=৭/৩৫

বা, ⬜/৫=১/৫

বা, ⬜=৫/৫

বা, ⬜=

(৩) ৫/৬-⬜/৭=২৩/৪২

বা, ৫/৬-২৩/৪২=⬜/

বা, ⬜/৭=৩৫/৪২-২৩/৪২

বা, ⬜/৭=১২/৪২

বা, ⬜/৭=২/৭

বা, ⬜=২*৭/৭

বা, ⬜=


৬. সবুজের বাড়ি বিদ্যালয় থেকে ৩/৮ কিমি পশ্চিমে অবস্থিত। মিতুর বাড়ি বিদ্যালয় থেকে ৫/১২ কিমি পূর্বে অবস্থিত।

(১) সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দুরত্ব কত কিমি?

(২) বিদ্যলয় থেকে কার বাড়ি নিকটবর্তী? সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দুরত্বের পার্থক্য কত?

সমাধানঃ

(১) সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব=৩/৮+৫/১২ কিমি

এখন,

৩/৮+৫/১২

=৯/২৪+১০/২৪ {৮,১২ এর লসাগু ১২]

=১৯/২৪ [৯+১০=১৯]

অতএব নির্নেয় দূরত্ব=১৯/২৪ কিমি

(২) ৩/৮=৯/২৪ এবং ৫/১২=১০/২৪

৯<১০ বিধায় সবুজের বিদ্যালয় থেকে নিকটবর্তী।

এবং সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দুরত্ত্বের পার্থক্য=১০/২৪-৯/২৪=১/২৪ কিমি

৭. একজন কৃষক তার সবজি ক্ষেতের ১/২ অংশে বেগুন, ১/৪ অংশে বাঁধাকপি এবং ১/৫ অংশে ফুল চাষ করেন।

(১) কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেছেন?

(২) কৃশকের সবজি ক্ষেতের কত অংশ খালি আছে?

সমাধানঃ

(১) কৃষক মোট ক্ষেতের চাষ করেছেন=১/২+১/৪+১/৫ অংশ

=১০/২০+৫/২০+৪/২০ অংশ

                                                            =১৯/২০ অংশ

(২) মনে করি, কৃষকের সম্পূর্ণ ক্ষেতের পরিমান ১ বা সম্পূর্ণ।

কৃষক চাষ করেছেন ১৯/২০ অংশ।

সুতরাং কৃষকের সবজি ক্ষেতে খালি আছে=১-১৯/২০=২০/২০-১৯/২০=১/২০ অংশ।

এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।

Make CommentWrite Comment