Amar Ganit Class 4 – নিজের খুশিমতো রং করি – সমতুল্য পাঠ ২০ – পাতা (১৫৬-১৫৮)

Amar Ganit Class 4 – নিজের খুশিমতো রং করি – সমতুল্য পাঠ ২০ – পাতা (১৫৬-১৫৮), West Bengal Board Class 4 Maths Chapter 20 Solutions, আমার গণিত চতুর্থ,

নিজের খুশিমতো রং করি

আজ আমাদের শ্রেণিতে প্রত্যেককে একই মাপের সমান ঘর কাটা কাগজ দেওয়া হলো। সেখানে আমরা যতগুলো ইচ্ছা ঘরে নিজের খুশিমতো রং দেবো। [বন্ধুরা, নিজেরা খুশিমতো রং করি পাঠে আমরা মূলত ভগ্নাংশের ধারনা শিখব।]

 
 
 
 
 
 
 
 
 
 

সমান ঘরকাটা আয়তক্ষেত্রাকার কাগজ

সমান ঘরকাটা আয়তক্ষেত্রাকার কাগজে ঘর আছে ১০টি


আমি রং করলাম

 
 
 
 
 
 
 
 
 
 

১০ভাগের ভাগ /১০অংশ = .অংশ।


নাসির রং করল

 
 
 
 
 
 
 
 
 
 

১০ভাগের ভাগ /১০অংশ = .অংশ।


প্রদিপ রং করল

 
 
 
 
 
 
 
 
 
 

১০ভাগের ভাগ /১০অংশ = .অংশ।


তৃষা রং করল

 
 
 
 
 
 
 
 
 
 

১০ভাগের ভাগ /১০অংশ = .অংশ।


জন রং করল

 
 
 
 
 
 
 
 
 
 

১০ভাগের ভাগ /১০অংশ = .অংশ।


মনা রং করল

 
 
 
 
 
 
 
 
 
 

১০ভাগের ভাগ ১০/১০অংশ = অংশ।

 

বন্ধুর কথামতো রং দিই [পাতা-১৫৭]

আজকে সুশোভন ক্লাসের প্রত্যেককে সমান ঘর করা একই মাপের গোলাকার কাগজ দিল। এবার সুশোভন যাকে যেমন অংশকে রঙ্গিন করতে বলবে আমরা সেইমতো রঙ করব।

রতন .১অংশে রঙ করলঃ

Amar Ganit Class 4 – নিজের খুশিমতো রং করি

মিতা .২অংশে রঙ করলঃ

মিতার রঙিন করা গোলাকাকৃতি কাগজ

জামাল .৪অংশে রঙ করলঃ

জামালের রঙিন করা গোলাকাকৃতি কাগজ

ডেভিড .৫অংশে রঙ করলঃ

ডেভিডের রঙিন করা গোলাকাকৃতি কাগজ

গুরপ্রীত .৭অংশে রঙ করলঃ

গুরপ্রীতের রঙিন করা গোলাকাকৃতি কাগজ

রোশন .৮অংশে রঙ করলঃ

রোশনের রঙিন করা গোলাকাকৃতি কাগজ

রূপচাঁদ .৯অংশে রঙ করলঃ

রূপচাঁদের রঙিন করা গোলাকাকৃতি কাগজ

আমি সম্পূর্ণ বা অংশে রঙ করলামঃ

আমার রঙিন করা গোলাকাকৃতি কাগজ

কতটা দিলাম দেখি [পাতা-১৫৮]

দাদা তার জমির থেকে .২অংশ আমাকে দিলেন। আমাকে কতটা দিলেন তার হিসাব দেখি।

আমাকে কতটা দিল দেখি।

.অংশসমান ১০ভাগের ভাগ = /১০অংশ


নিজে করি [পাতা-১৫৮]

দশমিক ভগ্নাংশ
সামন্য ভগ্নাংশ
.
 
 
/১০
.
 
 
/১০
.
 
.
 

 সমাধানঃ

দশমিক ভগ্নাংশ
সামন্য ভগ্নাংশ
.
/১০
.
/১০
.
/১০
.
/১০
.
/১০
.
/১০

আঁকি ও মাপ নিই [পাতা-১৫৮]

১. একটা মাছ আঁকি যেটা লম্বায় প্রায় ৪ সেমি. থেকে ৫ সেমি.

সমাধানঃ

অঙ্কিত মাছের ছবিঃ

অঙ্কিত মাছের ছবি

প্রকৃত মাপঃ ৪.৫ সেন্টিমিটার।


২. একটা লজেন্স আঁকি যেটা লম্বায় প্রায় ২ সেমি. থেকে ৩ সেমি.

সমাধানঃ

অঙ্কিত লজেন্সের ছবিঃ

লজেন্সের ছবি

প্রকৃত মাপঃ ২.৩ সেন্টিমিটার।


৩. একটা পেরেক আঁকি যেটা লম্বায় প্রায় ১ সেমি. থেকে ২ সেমি.

সমাধানঃ

অঙ্কিত পেরেকের ছবিঃ

পেরেকের ছবি

প্রকৃত মাপঃ ১.৪ সেন্টিমিটার।


ভগ্নাংশের ধারণাঃ পূর্ণ অংশের একটি অংশকেই বলা হয় ভগ্নাংশ। যেমন একটা নির্দিষ্ট অংশকে অনেকগুলো সমান অংশে বিভক্ত করলে তার প্রতিটি অংশ সম্পূর্ণ অংশের এক একটা ভগ্নাংশ বলা হয়। উদাহরণঃ এক-অর্ধেক, তিন-চতুর্থাংশ, আট-পঞ্চমাংশ ইত্যাদি। ভগ্নাংশ প্রকাশের জন্য দশমিক (.) ব্যবহার করা হয় অথবা লব ও হর এর মাধ্যমেও অর্থাৎ a/b আকারে প্রকাশ করা হয়। উদাহরণঃ .২, .৪, .৫ অথবা /, ৫৫/৬০, ১৯/৪০ ইত্যাদি। তোমরা আমাদেরকে যেকোন বিষয়ে লিখে জানাবে, আমরা সাধ্যমত চেষ্টা করব যেকোন সমস্যা সমাধানে। ধন্যবাদ।


পরের পাঠঃ

মাঠে টিফিন ভাগ করে খাই


আরওঃ

Amar Ganit Class 4 এর সকল পাঠ

Make CommentWrite Comment