দাঁড়িপাল্লার ভারসাম্য ও আদর্শ সমীকরণ – Class 7 Math BD 2023 – দ্বাদশ অধ্যায় (২৩৪ ও ২৩৬ পৃষ্ঠা)

দাঁড়িপাল্লার ভারসাম্য ও আদর্শ সমীকরণ – Class 7 Math BD 2023 – দ্বাদশ অধ্যায় (২৩৪ ও ২৩৬ পৃষ্ঠা), class 7 math bd 2023 full solution, 7 math solution,

দাঁড়িপাল্লার ভারসাম্য ও আদর্শ সমীকরণ

অজানা রাশির সমীকরন অধ্যায়ের এই অংশে আমরা ২৩৪ পৃষ্ঠা ও ২৩৬ পৃষ্ঠার দাঁড়িপাল্লার ভারসাম্য্য ও আদর্শ সমীকরণ বিষয়ক সমস্যার সমাধান করেছি। নিচে সমস্যার সমাধানসমূহ দেয়া হলোঃ

একক কাজ (২৩৪ পৃষ্ঠা)

দাঁড়িপাল্লার ভারসাম্যের সাহায্যে নিচের সমীকরণগুলো সমাধান করে দেখাও।

১. কোন সংখ্যার দ্বিগুণের বা দুইগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে?

২. দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। সংখ্যা দুইটি নির্ণয় করো।

৩. গী তা, রি তা এবং মি তা র একত্রে 180 টাকা আছে। রিতার চেয়ে গী তা র 6 টাকা কম ও মি তা র 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে?

সমাধানঃ

১নং এর সমাধানঃ

মনে করি, একটি সংখ্যা x

তাহলে x এর দ্বিগুনের সাথে 5 যোগ করলে হয় 2x+5

প্রশ্নমতে, দাঁড়িপাল্লার ভারসাম্য হবে এক পাল্লায় 2x+5 ও অন্য পাল্লায় 25 রাখলে এবং এই প্রক্রিয়ার সাহায্যে নিন্মোক্তভাবে আমরা x এর মান বের করি। 

দাঁড়িপাল্লার ভারসাম্যের সাহায্যে সমীকরণের সমাধান

অতএব, সংখ্যাটি = 10

উক্ত পদ্ধতির গাণিতিক সমাধানঃ

2x+5 = 25

বা, 2x+5-5 = 25-5 [উভয়পক্ষ থেকে 5 বিয়োগ করে]

বা, 2x = 20

বা, 2x÷2 = 20÷2 [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]

বা, x = 10

অতএব, সংখ্যাটি = 10


২নং এর সমাধানঃ

মনে করি, বড় সংখ্যাটি x

তাহলে, ছোট সংখ্যাটি = (55-x)

প্রশ্নমতে,

5x = 6(55-x)

তাহলে, দাঁড়িপাল্লার ভারসাম্য হবে এক পাল্লায় 5x ও অন্য পাল্লায় 6(55-x) রাখলে এবং এই প্রক্রিয়ার সাহায্যে নিন্মোক্তভাবে আমরা x এর মান বের করি।

দাঁড়িপাল্লার ভারসাম্যের সাহায্যে সমীকরণের সমাধান নং ২

অতএব, বড় সংখ্যাটি = 30

এবং ছোট সংখ্যাটি = (55-30) = 25

উক্ত পদ্ধতির গাণিতিক সমাধানঃ

5x = 6(55-x)

বা, 5x = 330-6x

বা, 5x+6x = 330

বা, 11x = 330

বা, 11x/11 = 330/11 [উভয়পক্ষকে 11 দ্বারা ভাগ করে]

বা, x = 30

অতএব, বড় সংখ্যাটি = 30

এবং ছোট সংখ্যাটি = (55-30) = 25


৩নং এর সমাধানঃ

মনে করি, রিতার আছে x টাকা

তাহলে, গীতার আছে x-6 টাকা এবং মিতার আছে (x+12) টাকা।

প্রশ্নমতে,

x+(x-6)+(x+12) = 180

তাহলে, দাঁড়িপাল্লার ভারসাম্য হবে এক পাল্লায় x+(x-6)+(x+12)  ও অন্য পাল্লায় 180 রাখলে এবং এই প্রক্রিয়ার সাহায্যে নিন্মোক্তভাবে আমরা x এর মান বের করি।

দাঁড়িপাল্লার ভারসাম্যের সাহায্যে সমীকরণের সমাধান নং ৩

অতএব, রিতার আছে 58 টাকা

গীতার আছে (58-6) টাকা = 52 টাকা

মিতার আছে (58+12) টাকা = 70 টাকা।

উক্ত পদ্ধতির গাণিতিক সমাধানঃ

x+(x-6)+(x+12) = 180

বা, 3x+6 = 180

বা, 3x+6-6 = 180-6 [উভয়পক্ষ থেকে 6 বিয়োগ করে]

বা, 3x = 174

বা, 3x/3 = 174/3 [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]

বা, x = 58

অতএব, রিতার আছে 58 টাকা

গীতার আছে (58-6) টাকা = 52 টাকা

মিতার আছে (58+12) টাকা = 70 টাকা।

 

একক কাজ: (পৃষ্টা ২৩৬)

আদর্শ সমীকরণ ax2 + bx + c = 0 আকারে লিখ এবং a, b, c এর মান খুঁজে বের করো।

(i) 3x-2x2=7

সমাধানঃ

3x-2x2=7

বা, 3x-2x2-7=0

বা, -2x2+3x-7=0

বা, 2x2-3x+7=0

অতএব, আদর্শ আকার: 2x2-3x+7=0

এবং a,b,c = 2, -3, 7


(ii) (x-7)(x+7)=3x

সমাধানঃ

(x-7)(x+7)=3x

বা, x2-7x+7x-49=3x

বা, x2-49=3x

বা, x2-49-3x=0

বা, x2-3x-49=0

অতএব, আদর্শ আকার: x2-3x-49=0

এবং a,b,c = 1, -3, -49


(iv) 5+2z2=6z

সমাধানঃ

5+2z2=6z

বা, 5+2z2-6z=0

বা, 2z2-6z+5=0

অতএব, আদর্শ আকার: 2z2-6z+5=0

এবং a,b,c = 2, -6, 5


(v) 2x(x-3)=15

সমাধানঃ

2x(x-3)=15

বা, 2x2-6x=15

বা, 2x2-6x-15=0

অতএব, আদর্শ আকার:  2x2-6x-15=0

এবং a,b,c = 2, -6, -15


(vi) 5w(7w-2)=10w+1

সমাধানঃ

5w(7w-2)=10w+1

বা, 35w2-10w=10w+1

বা, 35w2-10w-10w-1=0

বা, 35w2-20w-1=0

অতএব, আদর্শ আকার:  35w2-20w-1=0

এবং a,b,c = 35, -20, -1


(vi) 4y-3y(y)=9

সমাধানঃ

4y-3y(y)=9

বা, 4y-3y2=9

বা, 4y-3y2-9=0

বা, -3y2+4y-9=0

বা, 3y2-4y+9=0

অতএব, আদর্শ আকার:  3y2-4y+9=0

এবং a,b,c = 3, -4, 9


(vii) a+2a2-19=5a2

সমাধানঃ

a+2a2-19=5a2

বা, a+2a2-19-5a2=0

বা, a-3a2-19=0

বা, -3a2+a-19=0

বা, 3a2-a+19=0

অতএব, আদর্শ আকার:  3a2-a+19=0

এবং a,b,c = 3, -1, 19


এই অধ্যায়ের সমাধান লিঙ্কঃ

২২৯ – ২৩১ পৃষ্ঠা (আজানা রাশির সমীকরণ)

২৩১ পৃষ্ঠার একক কাজ (আজানা রাশির সমীকরণ বিধি)

২৩৪ ও ২৩৬ পৃষ্ঠা (দাঁড়িপাল্লার ভারসাম্য ও আদর্শ সমীকরণ) – এই অংশে আলোচিত

২৪১ পৃষ্ঠা (দ্বিঘাত সমীকরণ কাগজ কেটে সমাধান)

 

সপ্তম শ্রেণির অন্যন্য অধ্যায় লিংকঃ

১০ম অধ্যায়

৯ম অধ্যায়

৮ম অধ্যায়

৭ম অধ্যায়

৬ষ্ট অধ্যায়

৫ম অধ্যায়


সপ্তম শ্রেণির সম্পূর্ণ লিঙ্ক  

Make CommentWrite Comment