দাঁড়িপাল্লার ভারসাম্য ও আদর্শ সমীকরণ – Class 7 Math BD 2023 – দ্বাদশ অধ্যায় (২৩৪ ও ২৩৬ পৃষ্ঠা)
দাঁড়িপাল্লার ভারসাম্য ও আদর্শ সমীকরণ
অজানা রাশির
সমীকরন অধ্যায়ের এই অংশে আমরা ২৩৪ পৃষ্ঠা ও ২৩৬ পৃষ্ঠার দাঁড়িপাল্লার ভারসাম্য্য ও
আদর্শ সমীকরণ বিষয়ক সমস্যার সমাধান করেছি। নিচে সমস্যার সমাধানসমূহ দেয়া হলোঃ
একক কাজ (২৩৪ পৃষ্ঠা)
দাঁড়িপাল্লার ভারসাম্যের সাহায্যে নিচের সমীকরণগুলো সমাধান করে দেখাও।
১. কোন সংখ্যার দ্বিগুণের বা দুইগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে?
২. দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। সংখ্যা দুইটি নির্ণয় করো।
৩. গী তা, রি তা এবং মি তা র একত্রে 180 টাকা আছে। রিতার চেয়ে গী তা র 6 টাকা কম ও মি তা র 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে?
সমাধানঃ
১নং এর সমাধানঃ
মনে করি,
একটি সংখ্যা x
তাহলে x এর
দ্বিগুনের সাথে 5 যোগ করলে হয় 2x+5
প্রশ্নমতে,
দাঁড়িপাল্লার ভারসাম্য হবে এক পাল্লায় 2x+5 ও অন্য পাল্লায় 25 রাখলে এবং এই প্রক্রিয়ার
সাহায্যে নিন্মোক্তভাবে আমরা x এর মান বের করি।
অতএব, সংখ্যাটি
= 10
উক্ত পদ্ধতির
গাণিতিক সমাধানঃ
2x+5 =
25
বা,
2x+5-5 = 25-5 [উভয়পক্ষ থেকে 5 বিয়োগ করে]
বা, 2x =
20
বা, 2x÷2 = 20÷2 [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
বা, x =
10
অতএব, সংখ্যাটি
= 10
২নং এর সমাধানঃ
মনে করি,
বড় সংখ্যাটি x
তাহলে, ছোট
সংখ্যাটি = (55-x)
প্রশ্নমতে,
5x =
6(55-x)
তাহলে, দাঁড়িপাল্লার
ভারসাম্য হবে এক পাল্লায় 5x ও অন্য পাল্লায় 6(55-x) রাখলে এবং এই প্রক্রিয়ার সাহায্যে
নিন্মোক্তভাবে আমরা x এর মান বের করি।
অতএব, বড়
সংখ্যাটি = 30
এবং ছোট সংখ্যাটি
= (55-30) = 25
উক্ত পদ্ধতির
গাণিতিক সমাধানঃ
5x =
6(55-x)
বা, 5x =
330-6x
বা,
5x+6x = 330
বা, 11x
= 330
বা, 11x/11
= 330/11 [উভয়পক্ষকে 11 দ্বারা ভাগ করে]
বা, x =
30
অতএব, বড়
সংখ্যাটি = 30
এবং ছোট সংখ্যাটি
= (55-30) = 25
৩নং এর সমাধানঃ
মনে করি,
রিতার আছে x টাকা
তাহলে, গীতার
আছে x-6 টাকা এবং মিতার আছে (x+12) টাকা।
প্রশ্নমতে,
x+(x-6)+(x+12)
= 180
তাহলে, দাঁড়িপাল্লার
ভারসাম্য হবে এক পাল্লায় x+(x-6)+(x+12) ও
অন্য পাল্লায় 180 রাখলে এবং এই প্রক্রিয়ার সাহায্যে নিন্মোক্তভাবে আমরা x এর মান বের
করি।
অতএব, রিতার
আছে 58 টাকা
গীতার আছে
(58-6) টাকা = 52 টাকা
মিতার আছে
(58+12) টাকা = 70 টাকা।
উক্ত পদ্ধতির
গাণিতিক সমাধানঃ
x+(x-6)+(x+12)
= 180
বা, 3x+6
= 180
বা,
3x+6-6 = 180-6 [উভয়পক্ষ থেকে 6 বিয়োগ করে]
বা, 3x =
174
বা, 3x/3
= 174/3 [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
বা, x =
58
অতএব, রিতার
আছে 58 টাকা
গীতার আছে
(58-6) টাকা = 52 টাকা
মিতার আছে
(58+12) টাকা = 70 টাকা।
একক কাজ: (পৃষ্টা ২৩৬)
আদর্শ
সমীকরণ ax2
+ bx + c = 0 আকারে লিখ এবং a, b, c এর মান খুঁজে
বের করো।
(i)
3x-2x2=7
সমাধানঃ
3x-2x2=7
বা,
3x-2x2-7=0
বা, -2x2+3x-7=0
বা, 2x2-3x+7=0
অতএব, আদর্শ
আকার: 2x2-3x+7=0
এবং
a,b,c = 2, -3, 7
(ii)
(x-7)(x+7)=3x
সমাধানঃ
(x-7)(x+7)=3x
বা, x2-7x+7x-49=3x
বা, x2-49=3x
বা, x2-49-3x=0
বা, x2-3x-49=0
অতএব, আদর্শ
আকার: x2-3x-49=0
এবং
a,b,c = 1, -3, -49
(iv)
5+2z2=6z
সমাধানঃ
5+2z2=6z
বা, 5+2z2-6z=0
বা, 2z2-6z+5=0
অতএব, আদর্শ
আকার: 2z2-6z+5=0
এবং
a,b,c = 2, -6, 5
(v)
2x(x-3)=15
সমাধানঃ
2x(x-3)=15
বা, 2x2-6x=15
বা, 2x2-6x-15=0
অতএব, আদর্শ
আকার: 2x2-6x-15=0
এবং
a,b,c = 2, -6, -15
(vi)
5w(7w-2)=10w+1
সমাধানঃ
5w(7w-2)=10w+1
বা, 35w2-10w=10w+1
বা, 35w2-10w-10w-1=0
বা, 35w2-20w-1=0
অতএব, আদর্শ
আকার: 35w2-20w-1=0
এবং
a,b,c = 35, -20, -1
(vi)
4y-3y(y)=9
সমাধানঃ
4y-3y(y)=9
বা,
4y-3y2=9
বা,
4y-3y2-9=0
বা, -3y2+4y-9=0
বা, 3y2-4y+9=0
অতএব, আদর্শ
আকার: 3y2-4y+9=0
এবং
a,b,c = 3, -4, 9
(vii)
a+2a2-19=5a2
সমাধানঃ
a+2a2-19=5a2
বা, a+2a2-19-5a2=0
বা, a-3a2-19=0
বা, -3a2+a-19=0
বা, 3a2-a+19=0
অতএব, আদর্শ
আকার: 3a2-a+19=0
এবং
a,b,c = 3, -1, 19
এই অধ্যায়ের সমাধান লিঙ্কঃ
২২৯ – ২৩১ পৃষ্ঠা (আজানা রাশির সমীকরণ)
২৩১ পৃষ্ঠার একক কাজ (আজানা রাশির সমীকরণ বিধি)
২৩৪ ও ২৩৬ পৃষ্ঠা (দাঁড়িপাল্লার ভারসাম্য ও আদর্শ সমীকরণ) – এই অংশে আলোচিত
২৪১ পৃষ্ঠা (দ্বিঘাত সমীকরণ কাগজ কেটে সমাধান)