JSC (Class 8) Math BD: অষ্টম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-১০.২ বৃত্ত

jsc math solution 2021 pdf, 8th class maths guide pdf free download, math book solution BD, JSC srijonshil math, Chapter 10.2, বৃত্ত, বৃত্তের জ্যা,

বৃত্তঃ বৃত্তের জ্যা

১. বৃত্তের দুইটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলে দেখাও যে, এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে দুইটি সমান জ্যা AB ও CD পরস্পর P বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, PA=PD এবং PB=PC.

অঙ্কনঃ

কেন্দ্র O থেকে AB ও CD এর উপর যথাক্রমে OM এবং ON লম্ব আঁকি। O, P যোগ করি।

প্রমাণঃ

MOP ও NOP এর মধ্যে

OMP=ONP=900 [অঙ্কন অনুসারে]

OM=ON [সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী]

OP সাধারণ বাহু।

MOP NOP

MP=NP……(i)

এখন

AB=CD [শর্ত মতে]

বা, ½AB= ½CD

বা, AM=DN [কেন্দ্র হতে অঙ্কিত লম্ব জ্যা কে সমদ্বিখন্ডিত করে]

বা, AM+MP=DN+MP [উভয়পক্ষে MP যোগ করি]

বা, AM+MP=DN+NP [(i) নং হতে]

বা, PA=PD…..(ii)

আবার,

AB=CD [শর্ত মতে]

বা, AB-PA=CD-PD [(ii) নং হতে]

বা, PB=PC

অতএব, PA=PD এবং PB=PC (প্রমাণিত)

২. প্রমাণ কর যে, বৃত্তের সমান জ্যা-এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB, CD ও EF তিনটি সমান জ্যা। AB, CD ও EF এর মধ্যবিন্দুগুলো যথাক্রমে M, P ও N। প্রমাণ করতে হবে যে, M, P ও N সমবৃত্ত।

অঙ্কনঃ

O, M; O, N এবং O, P যোগ করি।

প্রমাণঃ

আমরা জানি, কেন্দ্র হতে অঙ্কিত লম্ব জ্যা কে সমদ্বিখন্ডিত করে।

যেহেতু M, P, N যথাক্রমে জ্যা AB, CD, EF এর মধ্যবিন্দু সেহেতু OM, OP, ON যথাক্রমে AB, CD, EF এর উপর লম্ব।

তাহলে, OM, OP, ON ই কেন্দ্র হতে জ্যা তিনটির দূরত্ব।

এখন,

OM=OP=ON [বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী]

সুতরাং, O কে কেন্দ্র করে OM, ON, OP এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে তা M, N, P বিন্দু দিয়ে যবে।

অতএব, M, N, P সমবৃত্ত (প্রমাণিত)

৩. দেখাও যে, ব্যাসের দুই প্রান্ত থেকে এর বিপরীত দিকে দুইটি সমান্তরাল জ্যা অঙ্কন করলে এরা সমান্তরাল হয়।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB ব্যাস। AB ব্যাসের A প্রান্ত থেকে AD জ্যা এবং B প্রান্ত থেকে BC জ্যা অঙ্কন করা হয়েছে। প্রমাণ করতে হবে যে, AD।।BC.

প্রমাণঃ

AD=BC [শর্তানুসারে]

AB তাদের ছেদক।

∴∠DAB=CBA

ছেদকের উভয় পাশের একান্তর কোণগুলো সমান হলে রেখাদ্বয় সমান্তরাল।

AD।।BC (প্রমাণিত)

৪. দেখাও যে, ব্যাসের দুই প্রান্ত থেকে এর বিপরীত দিকে দুইটি সমান্তরাল জ্যা আঁকলে এরা সমান হয়।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB ব্যাস। AB এর A প্রান্ত থেকে AD জ্যা এবং B প্রান্ত থেকে BC জ্যা আঁকা হল এবং AD।।BC। প্রমাণ করতে হবে যে, AD=BC.

অঙ্কনঃ

কেন্দ্র O থেকে AD ও BC এর উপর যথাক্রমে OM ও ON লম্ব আঁকি।

প্রমাণঃ

AOM ও BON এর মধ্য,

OMA=ONB [OMAD; ONBC]

MAO=NBO [AD।।BC ও AB ছেদক]

AO=BO [একই বৃত্তের ব্যাসার্ধ]

AOM BON

OM=ON

তাহলে, AD=BC [বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল জ্যা সমান]

AD=BC (প্রমাণিত)

৫. দেখাও যে, বৃত্তের দুইটি জ্যা-এর মধ্যে বৃহত্তর জ্যা টি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ও CD দুইটি জ্যা এবং AB>CD। AB ও CD এর উপরে লম্বদ্বয় যথাক্রমে OE ও OF। দেখাতে হবে যে, OE<OF.

অঙ্কনঃ

O, A ও O, C যোগ করি।

প্রমাণঃ

যেহেতু, OEAB এবং OFCD

AE= ½AB, CF=½CD [বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখন্ডিত করে]

কিন্তু, AB>CD

AE>CF 

এখন, OAE এ OA2=AE2+OE2

এবং OCF এ OC2=CF2+OF2

কিন্তু, OA=OC [একই বৃত্তের ব্যাসার্ধ]

OA2=OC2

AE2+OE2=CF2+OF2

এখন, AE>CF হওয়ায়

AE2>CF2

OE2<OF2

বা, OE<OF

অর্থাৎ, বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। (দেখানো হলো)

৬. O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQ এবং RS দুটি সমান জ্যা এর মধ্যবিন্দু যথাক্রমে M ও N।

ক) 314 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো।

সমাধানঃ

আমরা জানি,

বৃত্তের ক্ষেত্রফল= πr2 [r=ব্যাসার্ধ]

দেওয়া আছে, বৃত্তের ক্ষত্রফল=314 বর্গ সেমি

প্রশ্নমতে,

πr2=314

বা, 3.1416*r2=314

বা, r2=314/3.1416

বা, r2=99.949

বা, r=√99.949

বা, r=9.997

বৃত্তের ব্যাসার্ধ=9.997 সেমি.

খ) প্রমাণ কর যে, OM=ON।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQ ও RS দুইটি সমান জ্যা যাদের মধ্যবিন্দু যথাক্রমে M ও N। প্রমাণ করতে হবে যে,  OM=ON।

অঙ্কনঃ

O, Q ও O, S যোগ করি।

প্রমাণঃ

আমরা জানি, বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যা কে সমদ্বিখন্ডিত করে।

O বৃত্তের কেন্দ্র, জ্যা PQ ও RS এর মধ্যবিন্দু M ও N।

তাহলে, OMPQ এবং ONRS…….(i)

এখন, OMQ ও ONS এর মধ্যে,

OMQ=ONS=এক সমকোণ [(i) নং হতে]

MQ=NS [যেহেতু PQ=RS, জ্যা PQ ও RS এর মধ্যবিন্দু M ও N ]

OQ=OS [একই বৃত্তের ব্যাসার্ধ]

OMQ ONS

অতএব, OM=ON [প্রমাণিত]

গ) PQ এবং RS জ্যাদ্বয় বৃত্তের অভ্যন্তরে পরস্পরকে ছেদ করলে প্রমাণ কর যে, একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান।

সমাধানঃ

এই প্রশ্নের সমাধান ১ নং প্রশ্নের অনুরুপ। Try and if have any problem, write me on comment.

এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।

Make CommentWrite Comment