Class 4 Math BD-অধ্যায় ৬ঃ চতুর্থ শ্রেণি-গাণিতিক প্রতীক

Class 4 math BD, Class four math solution bd, class 4 math pdf download, চতুর্থ শ্রেণির গণিত সমাধানঃ অধ্যায়ঃ ৬ গাণিতিক প্রতীক।

গাণিতিক প্রতীকঃ

. গাণিতিক প্রতীক


. গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলোকে প্রকাশ করঃ


() সাতচল্লিশ, ছিয়ানব্বই থেকে বড় নয়।

সমাধানঃ
৪৭ ৯৬

() নয়শত নয়, নয় হাজার নয় এর সমান নয়।

৯০৯৯০০৯

() পঁচিশ, চব্বিশ থেকে ছোট নয়।

২৫ ২৪


. খালিঘরে = চিহ্ন বসাওঃ


সমাধানঃ
খালিঘরের স্থানে চিহ্ন বসিয়ে দেখানো হলোঃ
() x=১৫
() ২৪÷১২


. খালিঘরে   চিহ্ন বসাওঃ

সমাধানঃ

খালিঘরের স্থানে চিহ্ন বসিয়ে দেখানো হলোঃ
() ৭৩ ৩৭
() ২০+   ৩০


. খালিঘরে যথার্থ সম্পর্ক প্রতীক বসাওঃ

সমাধানঃ

খালিঘরের স্থানে চিহ্ন বসিয়ে দেখানো হলোঃ
() ১৪২-৬৫ > ৫৭+১২  কারন, ১৪২-৬৫=৭৭; ৫৭+১২=৬৯
() ৬৩÷x=৬৩x÷ কারন, ৬৩÷x=x=৪৫; ৬৩x÷=৪৫


. গাণিতিক বাক্য সঠিক বা ভূল


. নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে সঠিক কোনটি ভূল?

() ৪৬-=৪০

() ১৮÷
() ১২x ১২০÷

সমাধানঃ

() ৪৬-=৪০
বামপক্ষ=৪৬-=৩৯ এবং ডানপক্ষ=৪০
৩৯ ৪০ সমান নয়।
অতএব, ৪৬-=৪০ বাক্যটি ভূল।
() ১৮÷
বামপক্ষ=১৮÷= ডানপক্ষ=
এবং সমান।
অতএব, ১৮÷ বাক্যটি ভূল।
() ১২x ১২০÷
বামপক্ষ=১২x=৬০ ডানপক্ষ=১২০÷=৬০
৬০ ৬০ সমান।
অতএব, ১৮÷ বাক্যটি সঠিক নয়।


. খালি ঘর সংবলিত গাণিতিক বাক্য


.  তোমার কাছে ২১টি বড়ই ছিল যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায় আর ১৪টি অবশিষ্ট আছে।

() খেয়ে ফেলা বড়ই এর সংখ্যা ধরে, একটি গাণিতিক বাক্য লেখ।

() অজানা সংক্য্যাটি নির্নয় কর।

সমাধানঃ

() ২১ টি বড়ই থেকে টি বড়ই খেয়ে ফেলায় অবশিষ্ট বড়ই সংখ্যা ১৪।
অতএব, গাণিতিক বাক্যঃ ২১-=১৪
() ২১-=১৪
বা, =২১-১৪
বা, =
সুতরাং, অজানা সংখ্যাটি


. কে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বিবরণের গাণিতিক বাক্য লেখ এবং এর মান নির্ণয় কর।

() একটি সংখ্যার সাথে ১২ যোগ করলে যোগফল ১৮০ হয়।

() একটি সংখ্যার সাথে ১৫ গুণ করলে গুনফল ২৭০ হয়।

সমাধানঃ

() প্রশ্নমতে, অজানা সংখ্যা এর সাথে ১২ যোগ করলে ১৮০ হয়।
অতএব, গাণিতিক বাক্যঃ +১২=১৮০
এখন, +১২=১৮০
বা, =১৮০-১২
বা, =১৬৮
অতএব, এর মান ১৬৮

() প্রশ্নমতে, অজানা সংখ্যা এর সাথে ১৫ গুণ করলে গুনফল ২৭০ হয়।

অতএব, গাণিতিক বাক্যঃ x১৫=২৭০
এখন, x১৫=২৭০
বা, =২৭০÷১৫
বা, =১৮
অতএব, এর মান ১৮


.৪ঃ অনুশীলনী


১। খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়ঃ

() ৮৭+১৩ ১০৮-১৯

সমাধানঃ

বামপক্ষ=৮৭+১৩=১০০; ডানপক্ষ=১০৮-১৯=৮৯
১০০>৮৯
অতএব, ৮৭+১৩ > ১০৮-১৯

() ২৬৭-২৫-২৭ ২৬৭-(২৫+২৭)

সমাধানঃ

বাম্পক্ষ=২৬৭-২৫-২৭=২৪২-২৭=২১৫
ডানপক্ষ=২৬৭-(২৫+২৭)=২৬৭-৫২=২১৫
২১৫=২১৫
সুতরাং, ২৬৭-২৫-২৭=২৬৭-(২৫+২৭)

() ৩৪৩÷÷৩৪৩÷(x)

সমাধানঃ

বামপক্ষ=৩৪৩÷÷=৪৯÷=
ডানপক্ষ=৩৪৩÷(x)=৩৪৩÷৪৯=
=
অতএব, ৩৪৩÷÷=৩৭৩÷(x)


২। কোন গাণিতিক বাক্যটি সঠিক কোনটি ভূল তা যাচাই করঃ

() ৭৬-৩৪+৩০=৭৬-(৩৪-৩০)

সমাধানঃ

বা্মপক্ষ=৭৬-৩৪+৩০=৪২+৩০=৭২
ডানপক্ষ=৭৬-(৩৪-৩০)=৭৬-=৭২
বামপক্ষ=ডানপক্ষ
অতএব, গাণিতিক বাক্যটি সঠিক।

() ২০০-২৫x ≠ (২০০-২৫)x


সমাধানঃ
বামপক্ষ=২০০-২৫x=২০০-১০০=১০০
ডানপক্ষ=(২০০-২৫)x=১৭৫x=৭০০
বামপক্ষ ডানপক্ষ সমান নয়।
অতএব, গাণিতিক বাক্যটি সঠিক।

() ৩২÷÷ ৩২÷(÷)

সমাধানঃ

বামপক্ষ=৩২÷÷=÷=
ডানপক্ষ=৩১÷(÷)=৩২÷=১৬
থেকে ১৬ বড়।
অতএব, গাণিতিক বাক্যটি ভুল।

() x+x=x(+)x

সমাধানঃ

বামপক্ষ=x+x=১৮+=২৬
ডানপক্ষ=x(+)x=x১০x=৩০x=৬০
২৬ ৬০ সমান নয়।
অতএব, গাণিতিক বাক্যটি ভূল।


৩। খালিঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়ঃ

() ৬৯১৩=⬜৮

() ৫৮২৯=৯৬

() =১২০০৩০০

() ৮৭৩৮=

সমাধানঃ

() ৬৯১৩=⬜৮
৬৯-১৩=৫৬; x৮=৫৬
অতএব, খালিঘরে বসবে, -,x
() ৫৮২৯=৯৬
৫৮+২৯=৯৬; ৯৬-=৮৭
অতএব, খালিঘরে বসবে, +, -
() =১২০০৩০০
x=৪০; ১২০০÷৩০০=৪০
অতএব, খালিঘরে বসবে x, ÷
() ৮৭৩৮=
৮৭-৩৮=৪৯;  x=৪৯
অতএব, খালিঘরে বসবে -,x


৪। খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়ঃ

সমাধানঃ

()

+=৪৯-১৫
বা, +=৩৪
বা, =৩৪-
বা, =২৫
অতএব খালিঘরের সংখ্যা=২৫

()

x=৩৬x
বা, x=৭২
বা, =৭২÷
বা, =
অতএব খালিঘরের সংখ্যা=

()

৮১÷=২৭÷
বা, ৮১÷=
বা,=৮১÷
বা, =
অতএব খালিঘরের সংখ্যা=

()

+x=৩৫
বা,x=৩৫-
বা, x=৩২
বা, =৩২÷
বা, =
অতএব, খালিঘরের সংখ্যা=


৫। ব্যবহার করে নিচের সমস্যাগুলো প্রাকাশ কর এবং অজানা সংক্যাটি নির্নয় কর।

() একটি সংখ্যাকে  দ্বারা ভাগ করলে ভাগফল ভাগশেষ হয়।

সমাধানঃ

দেওয়া আছে, অজানা সংখ্যাটি
গাণিতিক বাক্যঃ
÷=, ভাগশেষ
বা, =x+=৩৫+=৩৯
অতএব, অজানা সংখ্যাটি=৩৯

() অপর একটি সংখ্যার যোগফলকে দিয়ে গুণ করলে গুনফল ৫৬ হয়।

সমাধানঃ

দেওয়া আছে, অজানা সংখ্যাটি
অতএব, (+)x=৫৬
বা, +=৫৬÷
বা, +=
বা, =-
বা, =
অতএব, অজানা সংক্যাটি

Make CommentWrite Comment