Amar Ganit Class 5 – সহজে গ্রামের জনসংখ্যা গুনি – পাঠ ২ – পাতা (২৬-২৮)
সহজে গ্রামের জনসংখ্যা গুনি
আমাদের গ্রামের
নাম মধুপুর। আমরা দশজন বন্ধু মিলে আমাদের গ্রাম ও পাশের গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার
তালিকা তৈরি করব। এক মাস পরে আমি ও চারজন বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি
করলাম। বাকি পাঁচজন বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করল। [এই পাঠের
নামঃ সহজে গ্রামের জনসংখ্যা গুনি, চল সম্পূর্ণ পাঠ শিখি।]
আমরা দেখলাম
মধুপুরের জনসংখ্যা ৬৮৭৬ জন। আমার বন্ধুরা দেখল গোবিন্দপুরের জনসংখ্যা ৩১২৩ জন।
বল বসিয়ে ৬৮৭৬ (মধুপুরের জনসংখ্যা)-কে প্রকাশ করে পাই-
বল বসিয়ে
৩১২৩ (গোবিন্দপুরের জনসংখ্যা)-কে প্রকাশ করে পাই-
দুটি গ্রামের
জনসংখ্যা
৬৮৭৬ জন
+৩১২৩
জন
৯৯৯৯ জন
বল বসিয়ে
৯৯৯৯-কে প্রকাশ করে পাই-
কিন্তু আমার
জনগণনায় কিছু ভুল ছিল। ১ জন বেশি হবে। তাই দুটি গ্রামের মোট জনসংখ্যা = ৯৯৯৯+১
এখন, ৯৯৯+১=?,
এর জন্য বল বসিয়ে দেখি জনসংখ্যা কত হবে? চারটি কাঠির বা ঘরের (একক, দশক, শতক, হাজার)
প্রত্যেকটিতে এক এক করে একটি বল বসিয়ে দেখি।
দেখা গেল,
কোনো কাঠিতে বল বসাতে পারলাম না। তাই আর একটা কাঠি দরকার। এই নতুন কাঠি বা ঘরের নাম
অযুত।
অর্থাৎ, ৯৯৯৯+১=১০০০০।
বল দেখে সংখ্যা বসাই [পাতা-২৭]
১.
সংখ্যায়-২০০০০
কথায়-বিশ
হাজার
২.
সংখ্যায়-৫০০০০
কথায়-পঞ্চাস
হাজার
৩.
সংখ্যায়-৬০০০০
কথায়-বাষাট্টি
হাজার
৪.
সংখ্যায়-৭৪০০০
কথায়-চুয়াত্তর
হাজার
৫.
সংখ্যায়-৮৩২০০
কথায়-তিরাশি
হাজার দুই শত
৬.
সংখ্যায়-৫২০৩১
কথায়-বায়ান্ন
হাজার একত্রিশ
৭.
সংখ্যায়-৩৭৫২৪
কথায়-সাঁইত্রিশ
হাজার পাঁচশত চব্বিশ
সংখ্যা দেখে বল বসাই [পাতা-২৮]
ষাট হাজার
কুড়ি-৬০০২০
ছত্রিশ জাহার
পাঁচ শত – ৩৬৫০০
পাঁচ অঙ্কের
বৃহত্তম সংখ্যা – ৯৯৯৯৯ [নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই]
পাঁচ অঙ্কের
ক্ষুদ্রতম সংখ্যা- ১০০০০ [দশ হাজার]
পরের পাঠঃ
কার্ড
দিয়ে সহজে হিসাব করি
আরওঃ
অতিরিক্ত আলোচনাঃ বন্ধুরা, তোমরা বল বসিয়ে গ্রামের জনসংখ্যা গুনবে। ফলত, তোমরা সংখ্যায় বিভিন্ন অঙ্কের অবস্থান সম্পর্কে আরও ভালভাবে বুঝতে পারবে। যেমন, ১০০০০ ও ১০০০ দুটোতেই একটি করে ১ থাকলেও সংখ্যাদ্বয়ের মান ভিন্ন কারণ ১-এর অবস্থান প্রথমটিতে অযুতের ঘরে ও দ্বিতীয়টিতে হাজারের ঘরে। বন্ধুরা, তোমাদের যদি অন্য কিছু জানার থাকে তাহলে আমাদেরকে লিখবে, আমরা যথাসাধ্য চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে। ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য।