Amar Ganit Class 5 – সহজে গ্রামের জনসংখ্যা গুনি – পাঠ ২ – পাতা (২৬-২৮)

Amar Ganit Class 5 – সহজে গ্রামের জনসংখ্যা গুনি – পাঠ ১ – পাতা (২৬-২৮), West Bengal Board Class 5 Maths Chapter 1 Solutions, বল বসিয়ে সংখ্যাকে প্রকাশ,

সহজে গ্রামের জনসংখ্যা গুনি

আমাদের গ্রামের নাম মধুপুর। আমরা দশজন বন্ধু মিলে আমাদের গ্রাম ও পাশের গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব। এক মাস পরে আমি ও চারজন বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলাম। বাকি পাঁচজন বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করল। [এই পাঠের নামঃ সহজে গ্রামের জনসংখ্যা গুনি, চল সম্পূর্ণ পাঠ শিখি।]

আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা ৬৮৭৬ জন। আমার বন্ধুরা দেখল গোবিন্দপুরের জনসংখ্যা ৩১২৩ জন।

বল বসিয়ে ৬৮৭৬ (মধুপুরের জনসংখ্যা)-কে প্রকাশ করে পাই-

সহজে গ্রামের জনসংখ্যা গুনি

বল বসিয়ে ৩১২৩ (গোবিন্দপুরের জনসংখ্যা)-কে প্রকাশ করে পাই-

গোবিন্দপুরের জনসংখ্যা

দুটি গ্রামের জনসংখ্যা

    ৬৮৭৬ জন

  +৩১২৩ জন   

    ৯৯৯৯ জন

বল বসিয়ে ৯৯৯৯-কে প্রকাশ করে পাই-

৯৯৯৯-কে প্রকাশ

কিন্তু আমার জনগণনায় কিছু ভুল ছিল। ১ জন বেশি হবে। তাই দুটি গ্রামের মোট জনসংখ্যা = ৯৯৯৯+১

এখন, ৯৯৯+১=?, এর জন্য বল বসিয়ে দেখি জনসংখ্যা কত হবে? চারটি কাঠির বা ঘরের (একক, দশক, শতক, হাজার) প্রত্যেকটিতে এক এক করে একটি বল বসিয়ে দেখি।

৯৯৯+১=?, এর জন্য বল বসিয়ে দেখি

দেখা গেল, কোনো কাঠিতে বল বসাতে পারলাম না। তাই আর একটা কাঠি দরকার। এই নতুন কাঠি বা ঘরের নাম অযুত। 

৯৯৯+১=?

অর্থাৎ, ৯৯৯৯+১=১০০০০।


বল দেখে সংখ্যা বসাই [পাতা-২৭]

১.

সংখ্যায়-২০০০০

সংখ্যায়-২০০০০

কথায়-বিশ হাজার


২.

সংখ্যায়-৫০০০০

সংখ্যায়-৫০০০০

কথায়-পঞ্চাস হাজার


৩.

সংখ্যায়-৬০০০০

সংখ্যায়-৬০০০০

কথায়-বাষাট্টি হাজার


৪.

সংখ্যায়-৭৪০০০

সংখ্যায়-৭৪০০০

কথায়-চুয়াত্তর হাজার


৫.

সংখ্যায়-৮৩২০০

সংখ্যায়-৮৩২০০

কথায়-তিরাশি হাজার দুই শত


৬.

সংখ্যায়-৫২০৩১

সংখ্যায়-৫২০৩১

কথায়-বায়ান্ন হাজার একত্রিশ


৭.

সংখ্যায়-৩৭৫২৪

সংখ্যায়-৩৭৫২৪

কথায়-সাঁইত্রিশ হাজার পাঁচশত চব্বিশ

 

সংখ্যা দেখে বল বসাই [পাতা-২৮]

ষাট হাজার কুড়ি-৬০০২০

ষাট হাজার কুড়ি-৬০০২০

ছত্রিশ জাহার পাঁচ শত – ৩৬৫০০

ছত্রিশ জাহার পাঁচ শত – ৩৬৫০০

পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা – ৯৯৯৯৯ [নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই]

পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা – ৯৯৯৯৯

পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা- ১০০০০ [দশ হাজার]

পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা- ১০০০০

পরের পাঠঃ

কার্ড দিয়ে সহজে হিসাব করি


আরওঃ

Amar Ganit Class 5 সকল পাঠ


অতিরিক্ত আলোচনাঃ বন্ধুরা, তোমরা বল বসিয়ে গ্রামের জনসংখ্যা গুনবে। ফলত, তোমরা সংখ্যায় বিভিন্ন অঙ্কের অবস্থান সম্পর্কে আরও ভালভাবে বুঝতে পারবে। যেমন, ১০০০০ ও ১০০০ দুটোতেই একটি করে ১ থাকলেও সংখ্যাদ্বয়ের মান ভিন্ন কারণ ১-এর অবস্থান প্রথমটিতে অযুতের ঘরে ও দ্বিতীয়টিতে হাজারের ঘরে। বন্ধুরা, তোমাদের যদি অন্য কিছু জানার থাকে তাহলে আমাদেরকে লিখবে, আমরা যথাসাধ্য চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে। ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য। 

Make CommentWrite Comment