Amar Ganit Class 4 – মায়ের সঙ্গে বাজারে যাই – সমতুল্য পাঠ ২৮ – পাতা (২২৪-২২৫)
মায়ের সঙ্গে বাজারে যাই
নবগ্রামের তেতুলতলায় হাসিনাবিবির ফলের দোকান। প্রতিদিন আমি মায়ের সঙ্গে ফল কিনি। আজ কমলালেবু কিনব। তাই হাসিনাবিবি একটি কমলালেবুর পেটি খুললেন। ফলের পেটির আকার একরকম। কিন্তু পেটির ভেতরে কমলালেবুর আকার অন্যরকম। প্রায় বলের মতো দেখতে ৪টি কমলালেবু কিনে আমি মায়ের সঙ্গে মিষ্টির দোকানে গেলাম। এখানেও বিভিন্ন রকমের মিষ্টি দেখছি। দেখলাম রসগোল্লা, পানতুয়া, কমলাভোগের আকার একই রকম। আবার সন্দেশ, সরভাজা ইত্যাদির আকার আলাদা – চৌকো বাক্সের মতো দেখতে। সন্দেশের বাক্সের আকার কমলালেবুর পেটির মতো দেখতে।
প্রশ্নঃ এই আলাদা আলাদা আকারের কি কিছু নাম আছে? [পাতা-২২৪]
উত্তরঃ সন্দেশের বাক্সের মতো (চার-কোনাকার) জিনিসের আকারের নাম হলো আয়তঘন। আর বলের মতো (গোলাকার) জিনিসের আকারের নাম হলো গোলক।
শিখন ফলাফলঃ
রসগোল্লা, কমলাভোগ, পানতুয়া এর আকারগুলো প্রায় গোলক
-এর মতো।
সন্দেশ ও সরভাজা বাক্সের আকারগুলো হলো আয়তঘন – এর ন্যায়।
পরে আমরা
কাঁচা আনাজ
বাজারে গেলাম এবং আনাজ কিনলাম।
বাজারে আমি গোলক আকারের পাতিলেবু, টমেটো,
আলু দেখলাম।
অতঃপর আমরা দোকানে গেলাম ও সেখান থেকে পাউরুটি, কেক এবং একটি মাখনের প্যাকেট কিনলাম।
এগুলোর আকার হলো প্রায় আয়তঘনের মতো।
পথিমধ্যে আমি একটি খেলনার দোকানে প্রায় আয়তঘনের মতো পেন্সিল বক্স, টিফিন বক্স ও বেলুনের প্যাকেট দেখতে পেলাম। এছাড়া খেলনার দোকানে আমিও গোলক আকৃতির মার্বেল
ও বল দেখলাম।
পিচবোর্ডের বাক্সের খেলা [পাতা-২২৫]
আজ আমরা ৫ জন বন্ধু মাঠে গিয়ে বসলাম। একটু পরে মানস এল।
তার হাতে বড়ো একটি পিচবোর্ডের বাক্স। এই বাক্স নিয়ে একধরনের খেলা খেলব। মানস ওই লাল
বাক্স খুলে তার ভেতর থেকে একটি বড়ো সাদা বাক্স 💼 বার করল। জয়ন্ত এই
বাক্সটি থেকে আবার আর একটু ছোটো সাদা বাক্স বার করল 💼।
এভাবে ওই লাল বাক্স থেকে আমরা ৪টি বাক্স বার করলাম। স্কেল বা ফিতে দিয়ে মেপে দেখলাম
💼
এই বাক্সটি লম্বা, চওড়া ও উচ্চতায় একই মাপের নয়। 💼 এই বাক্সের মতো আকারের
জিনিসকে আয়তঘন বা সমকোণী চৌপল বলা হয়।
আব্দুল অনেকগুলো বিভিন্ন আকারের বাক্স নিয়ে আসল।
স্কেল বা ফিতে দিয়ে মেপে দেখল সেগুলোর প্রতিটি লম্বা, চওড়া
ও উচ্চতায় একই মাপের। এই ধরনের বাক্সের মতো আকারের জিনিসকে ঘনক বলা হয়।
কিছু আয়তঘনক আকারের জিনিস খুঁজি ও তাদের নাম লিখি –
উত্তরঃ
বই, মোবাইল ফোন, টিভি, রেফ্রিজারেটর, সুইটকেস, বাক্স, ইট
ইত্যাদি।
কিছু ঘনক আকারের জিনিস খুঁজি ও তাদের নাম লিখি –
উত্তরঃ
রুবিক্স কিউব, ডাইস, কিছু বাক্স, ডাইস, কিছু ক্যান্ডি ইত্যাদি।
পরের পাঠঃ
বাক্স ও মোম রং দেখি