Amar Ganit Class 4 – বাক্স ও মোম রং দেখি – সমতুল্য পাঠ ২৯ – পাতা (২২৬-২২৭)
বাক্স ও মোম রং দেখি
অনেকগুলো
মোম রং আছে। মোম রঙের বাক্সে মোম রংগুলি গুছিয়ে রাখি। আমার রঙের বাক্সটি আয়তঘন। কিন্তু
বাক্সটির উপরিভাগ মোম রঙের উপরিভাগের মতো এক নয়। কারণ বাক্সটির উপরের এক ধার থেকে যে
কোনো অন্য ধারে একটি সুতো সোজাসুজিভাবে বসিয়ে দেখছি সুতোটি সম্পূর্ণভাবে বাক্সটির উপরের
সাথে মিশে যাচ্ছে। অর্থাৎ সুতোটিকে বাক্সটির উপরে একটি সরলরেখাংশের মতো মনে হচ্ছে।
কিন্তু মোম রঙের ক্ষেত্রে তা পাচ্ছি না।
তাহলে বাক্সটির
উপরের তলটিকে কী বলব?
উত্তরঃ এইরকম তলকে সমতল বলে। দেখছি বাক্সটির নীচের ও পাশের তলগুলিও সমতল।
শিখন ফলাফলঃ আয়তঘন বাক্সের সমতল আছে মোট _৪_টি।
আজ খুব গরম
পড়েছে। দোকানে ঠান্ডা জল কিনতে গিয়ে লেবু দেখলাম। গরমে লেবুর জল খেতে খুব ভালো লাগে।
একটি লেবু হাতে নিয়ে দেখলাম ভালো রস আছে কিনা।
🍋
দেখছি লেবুটি
গোলক আকার। এর তল বাক্সের তলের মতো নয়।
তাহলে এইরকম
তলটিকে কী বলব?
বাড়িতে গিয়ে
একইভাবে একটি সুতো লেবুটির একধার থেকে অন্য যে কোন ধারে সোজাসুজিভাবে বসালে সুতোটি
সম্পূর্ণভাবে লেবুর উপরের তলের সাথে মিশে যাচ্ছে না।
তাহলে এই
তলটি তো সমতল নয়। তাহলে এই তলটির নাম কী?
উত্তরঃ এইরকম
তলকে বক্রতল বলে।
এরপর আমি
মাকে লেবুটি দিলাম। মা লেবুটিকে সমান দুই ভাগে কাটলেন। লক্ষ্য করে দেখলাম অর্ধেক লেবু
গোলক আকারের নয়। এর ২টি তল রয়েছে।
এর কাটা অংশের
তলটি হলো সমতল এবং বাইরের তলটি হলো বক্রতল। অর্থাৎ এর মোট ২টি তল রয়েছে।
এবার কাটা দুটি লেবুর অংশকে জুড়ে আগের মতো করলে লেবুর আকারটি গোলক আকারের হয়। তখন লেবুটির ১টি তল থাকবে।
এরপর মা আমাকে
নুন, চিনি মিশিয়ে লেবুর জল করে দিয়ে বলল গরমে সরবত শরীরের পক্ষে উপকারী।
টেবিলে বসে ভাত খাই [পাতা-২২৭]
আমার ভাত
খাবার জন্য একটা ছোট টেবিল আছে। দিদা এই টেবিলে বসিয়ে আমাকে ভাত খাইয়ে দেন। আমি স্কেল
দিয়ে টেবিলটির দৈর্ঘ্য ও প্রস্থ মাপলাম। এটি দৈর্ঘ্যে ৮০ সেন্টিমিটার ও প্রস্থে ৬০
সেন্টিমিটার।
দিদা এই টেবিলটির
উপর একটা ফলের ঝুড়ি রাখলেন। আমি টেবিলের সম্মুখভাগের দেয়ালে একটা আয়না লাগালাম।
এখানে কিছু তল বিদ্যমান যেগুলো হলোঃ
- টেবিলের উপরিতল সমতল
- ঝুড়ির বাইরের তল বক্রতল
- জলের গ্লাসের পাশের তল বক্রতল।
- আয়নায় উপরিতল সমতল
- দেওয়ালের উপরিতল সমতল
নিজে আঁকি এবং আঁকা বস্তুগুলোতে সমতল ও বক্রতল খুঁযে বের করি [পাতা-২২৭]
আমার বাটিঃ
আমার বাটির দুইপাশ হলো বক্রতল ও নীচের তল হলো সমতল।
আমার টিফিন
বাক্সঃ
আমার টিফিন
বাক্স এর সকল তলগুলো সমতল।
আমার লুডোর ছক্কা
আমার লুডোর ছক্কার মোট ৬টি তল যার ৬টি তলই সমতল।
আমার বই
আমার বইটি সমতল।
বাড়িতে কোথায়
কোথায় সমতল ও কোথায় বক্রতল দেখতে পাচ্ছি তার একটি তালিকা তৈরি করি।
সমাধানঃ
সমতল
|
বক্রতল
|
মেঝে
|
গ্লাস
|
দেয়াল
|
বেসিন
|
টেবিলের
উপরিতল
|
বাল্ব
|
আয়না
|
কাপ
|
দরজা
|
গামলা
|
বই
|
রাইস
কুকার
|
টিভি
মনিটর
|
কড়াই
|
পরের পাঠঃ
দোকান থেকে খাতা কিনি