যোগ (২) - Class 2 Math BD – অধ্যায়ঃ ২ (পৃষ্ঠা ৫৫-৬৩)

যোগ (২) - Class 2 Math BD – অধ্যায়ঃ ২ (পৃষ্ঠা ৫৫-৬৩), কীভাবে যোগ করা যায়, লুকানো অঙ্কটি বের করি, class 2 math new book, ক্লাস টু অংক সমাধান, ম্যাথ ২,

যোগ (২)

এই অধ্যায়ের যোগ (২) অংশে আমরা যোগ সম্পর্কিত নানান প্রশ্নের সমাধান দিন। তার সাথে আমরা জানব কীভাবে হাতে না রেখে বা হাতে রেখে বা ০+০ এর যোগের নিয়ম। এই অংশ পাঠ্যবইয়ের ৫৫-৬৩ পৃষ্টা পর্যন্ত আলোচিত হয়েছে। তাহলে চলো শুরু হোক-  

? তুলির ৭০টি গল্পের বই ছিল। বই মেলা থেকে আরও ৫০টি গল্পের বই কিনল। তুলির মোট কয়টি গল্পের বই হলো? [পৃষ্ঠা-৫৫]

সমাধান?:

গাণিতিক বাক্যঃ ৭০ + ৫০ = ⬜;

  ৭০

+৫০

₋₋₋₋₋₋₋₋₋₋

  ১২০

∵ তুলির মোট গল্পের বই হলো ১২০টি।


যোগ করি [পৃষ্ঠা-৫৫]

১) ৮০+৫০

২) ৬০+৬০

৩) ৫০+৯০

৪) ৮০+৭০

৫) ১০০+৩০০

৬) ৫০০+২০০

৭) ১৪০+২০

৮) ৩০+১৩০

৯) ১৬০+৩০

১০) ৫০+২২০

সমাধান:

১) ৮০+৫০ = ১৩০

২) ৬০+৬০ = ১২০

৩) ৫০+৯০ = ১৪০

৪) ৮০+৭০ = ১৫০

৫) ১০০+৩০০ = ৪০০

৬) ৫০০+২০০ = ৭০০

৭) ১৪০+২০ = ১৬০

৮) ৩০+১৩০ = ১৬০

৯) ১৬০+৩০ = ১৯০

১০) ৫০+২২০ = ২৭০


? দিলীপের কাছে ৭৩টি কাগজ আছে। তার বোন দীপা তাকে ৫৪টি কাগজ দিল। তার কাছে কতটি কাগজ হলো? [পৃষ্ঠা-৫৭]

সমাধান?:

গাণিতিক বাক্যঃ ৭৩ + ৫৪ = ⬜;

  ৭৩

+৫৪

₋₋₋₋₋₋₋₋₋₋

 ১২৭

∵ দিলীপের কাছে কাগজ হলোঃ ১২৭টি।


যোগ করি [পৃষ্ঠা-৫৭]

১) ৮৬+৪৩

২) ৬৮+৩৫

৩) ৭৪+৬৫

৪) ৫৫+৪৫

৫) ৯৩+৯

সমাধান:

১) ৮৬+৪৩ = ১২৯

২) ৬৮+৩৫ = ১০৩

৩) ৭৪+৬৫ = ১৩৯

৪) ৫৫+৪৫ = ১০০

৫) ৯৩+৯ = ১০২


? ২১৬+১৪২ = ________ কীভাবে যোগ করা যায়?

সমাধান?:

স্থানীয় মান ব্যবহার করে গাণিতিক যোগ করিঃ

(১) একক এর স্থানের অঙ্কদ্বয় যোগ করলে হয়ঃ ৬+২=৮

 
 
+
 
 
 

(২) দশক এর স্থানের অঙ্কদ্বয় যোগ করলে হয়ঃ ১+৪=৫

 
 
+
 
 

(৩) শতক এর স্থানের অঙ্কদ্বয় যোগ করলে হয়ঃ২+১=৩

 
 
+
 

∵ যোগফলঃ ৩৫৮


১. যোগ করি [পৃষ্ঠা-৫৯]

(১) ৫২৬ + ২৫৩ = ___

(২) ৫৫২ + ৪৩৬ = ___

(৩) ৫২৩ + ৬১৪ = ___

(৪) ৮৭২ + ১২৭ = ___

(৫) ৬৭২ + ৩২৬ = ___

(৬) ৪৩৮ + ৩১ = ___

সমাধান:

 (১) ৫২৬ + ২৫৩ = _৭৭৯_

(২) ৫৫২ + ৪৩৬ = _৯৮৮_

(৩) ৫২৩ + ৬১৪ = _১১৩৭_

(৪) ৮৭২ + ১২৭ = _৯৯৯_

(৫) ৬৭২ + ৩২৬ = _৯৯৮_

(৬) ৪৩৮ + ৩১ = _৪৬৯_


২. যোগ করি [পৃষ্ঠা-৫৯]

১) ৪৬২

 +    

₋₋₋₋₋₋₋₋₋₋


২) ৯৫৩

 +  ৪৬

₋₋₋₋₋₋₋₋₋₋


৩) ৬২০

 + ৩৭০

₋₋₋₋₋₋₋₋₋₋


৪) ২৩৩

 + ৩৫৫

₋₋₋₋₋₋₋₋₋₋


৫) ৪৩৮

 + ৫২১

₋₋₋₋₋₋₋₋₋₋


৬) ২৩২

 + ৩৫৪

₋₋₋₋₋₋₋₋₋₋


৭) ৪২৩

 + ২৪১

₋₋₋₋₋₋₋₋₋₋


৮) ৫৫৫

 + ৩২৪

₋₋₋₋₋₋₋₋₋₋


সমাধান:

১) ৪৬২

 +    

₋₋₋₋₋₋₋₋₋₋

  ৪৬৫


২) ৯৫৩

 +  ৪৬

₋₋₋₋₋₋₋₋₋₋

   ৯৯৯


৩) ৬২০

 + ৩৭০

₋₋₋₋₋₋₋₋₋₋

   ৯৯০


৪) ২৩৩

 + ৩৫৫

₋₋₋₋₋₋₋₋₋₋ 

  ৫৮৮


৫) ৪৩৮

 + ৫২১

₋₋₋₋₋₋₋₋₋₋

   ৯৫৯


৬) ২৩২

 + ৩৫৪

₋₋₋₋₋₋₋₋₋₋

   ৫৮৬


৭) ৪২৩

 + ২৪১

₋₋₋₋₋₋₋₋₋₋

   ৬৬৪


৮) ৫৫৫

 + ৩২৪

₋₋₋₋₋₋₋₋₋₋

   ৮৭৯


১. রাফি কোনো এক ঈদে তার বাবার কাছ থেকে ২৫০ টাকা এবং মায়ের কাছ থেকে ১২০ টাকা পায়। সে মোট কত টাকা পায়? [পৃষ্ঠা-১]

সমাধান:

গাণিতিক বাক্যঃ ২৫০ + ১২০ = ⬜;

  ২৫০

+১২০

₋₋₋₋₋₋₋₋₋₋

 ৩৭০

∵ রাফি মোট পায়ঃ ৩৭০ টাকা।


৩. এসো লুকানো অঙ্কটি বের করি। [পৃষ্ঠা-৩]

১। ৪৫ + ২১ = ৬৩৯

২। ৫১ + ৩৫ = ৮৭৬

লুকানো অঙ্কটি বের করি

সমাধান:

১। প্রদত্ত প্রক্রিয়াটি হতে পাই,

একক স্থানেঃ

৫ + = ৯

বা, = ৯ – ৫ = ৪

দশক স্থানেঃ

+ ১ = ৩

বা, = ৩ – ১ = ২

২। প্রদত্ত প্রক্রিয়াটি হতে পাই,

একক স্থানে,

+ ৫ = ৬

বা, = ৬ – ৫ = ১

দশক স্থানে,

১ + = ৭

বা, = ৭ – ১ = ৬

৩। প্রদত্ত প্রক্রিয়াটি হতে পাই,

২১ + ৬ = ২৭;

৩৩ + ৬ = ৩৯;

৫০ + ৬ = ;

= ৫৬

৪। প্রদত্ত প্রক্রিয়াটি হতে পাই,

১ + ৫ = ৬;

৬ + ৫ = ১১;

………………….

১৬ + ৫ = ;

বা, = ২১

৫। প্রদত্ত প্রক্রিয়াটি হতে পাই,

৭ + ৩ + ২ + ৫ = ১৭;

২ + ৩ + ৪ + ৬ = ১৫;

৭ + ৩ + ৫ + ৪ = ⬜;

= ১৯


? কীভাবে যোগটি করতে পারি? [পৃষ্ঠা-৬১]

৪৬৮ + ৩৯৪ = _____

সমাধান?:

স্থানীয় মান ব্যবহার করে গাণিতিক যোগ করিঃ

(১) একক এর স্থানের অঙ্কদ্বয় যোগ করলে হয়ঃ ৮+৪=১২ যা দুই অংক বিশিষ্ট। ফলত ১২ থেকে যোগফলের এককের স্থানে ২ লিখি এবং ১ কে দশকের স্থানের অন্যান্য অঙ্কের সাথে যোগ করি।

 
 
+
+১
 
 
 

(২) দশক এর স্থানের অঙ্কগুলো যোগ করলে হয়ঃ ৬+৯+১=১৬ যা দুই অংক বিশিষ্ট। ফলত ১৬ থেকে যোগফলের দশকের স্থানে ৬ লিখি এবং ১ কে শতকের অন্যান্য অঙ্কের সাথে যোগ করি।

 
 
+
+১
+১
 
 

(৩) শতক এর স্থানের অঙ্কগুলো যোগ করলে হয়ঃ৪+৩+১=৮ যা এক অংক বিশিষ্ট। ফলত ৮ কে যোগফলের শতক এর স্থানে লিখি।

 
 
+
+১
+১
 

∵ যোগফলঃ ৮৬২


১. রাজুর একটি খাতায় ২৬৭ পৃষ্ঠা কাগজ আছে। আরেকটি খাতায় ১৪৫ পৃষ্ঠা কাগজ আছে। দুটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত? [পৃষ্ঠা-৬১]

সমাধান:

হিসাবটির গাণিতিক বাক্যঃ ২৬৭ + ১৪৫ = _____

  ২৬৭

+১৪৫

₋₋₋₋₋₋₋₋₋₋

  ৪১২

∵ দুটি খাতায় মোট পৃষ্ঠা সংখ্যা ৪১২টি।


১. প্রতি জোড়া শিক্ষার্থী অনূর্ধ্ব ৩ অঙ্কের দুটি সংখ্যা লিখবে এবং অন্য জোড়া শিক্ষার্থীকে দিবে। তারা তৈরিকৃত সংখ্যাগুলো নিয়ে যোগ করবে। যে জোড়া আগে সঠিকভাবে যোগ করতে পারবে সে জোড়া জয়ী হবে। [পৃষ্ঠা-৬২]

সমাধান:

শিক্ষকের সহায়তায় নিজেরা করো।

২. যোগ করি [পৃষ্ঠা-৬২]

১। (১) ৫৯৬ + ৩১২ =

(২) ৬৪৯ + ১৬১ =

(৩) ৪২৭ + ১৮৫ =

(৪) ৩৮১ + ২৬৯ =

(৫) ২৮৪

+ ৫৮১

  ₋₋₋₋₋₋₋₋₋₋ 

(৬) ২৯৪

+ ৬৪৭

  ₋₋₋₋₋₋₋₋₋₋

(৭) ৫৬৮

 + ৪৩২

  ₋₋₋₋₋₋₋₋₋₋

(৮) ৪০৯

 + ৩৮৪

  ₋₋₋₋₋₋₋₋₋₋

সমাধান:

(১) ৫৯৬ + ৩১২ = ৯০৮

(২) ৬৪৯ + ১৬১ = ৮১০

(৩) ৪২৭ + ১৮৫ = ৬১২

(৪) ৩৮১ + ২৬৯ = ৬৫০

(৫) ২৮৪

+ ৫৮১

  ₋₋₋₋₋₋₋₋₋₋

   ৮৬৫


(৬) ২৯৪

+ ৬৪৭

  ₋₋₋₋₋₋₋₋₋₋

    ৯৪১


(৭) ৫৬৮

 + ৪৩২

  ₋₋₋₋₋₋₋₋₋₋

  ১০০০


(৮) ৪০৯

 + ৩৮৪

  ₋₋₋₋₋₋₋₋₋₋

    ৭৯৩


৩. যোগ করি [পৃষ্ঠা-৬৩]

যোগ-সম্পর্কিত সমস্যা

১। শিমু একমাসে একটি গল্পের বইয়ের ১৫৪ পৃষ্ঠা পড়ে। পরের মাসে ২৭৫ পৃষ্ঠা পড়ে। সে দুই মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে?

সমাধান:

শিমু মোট পড়েছে

= (১৫৪ + ২৭৫) পৃষ্ঠা

= ৪২৯ পৃষ্ঠা


২। একটি বিদ্যালয়ে ২য় শ্রেণিতে ১৩৬ জন ছাত্র এবং ১২০ জন ছাত্রী আছে। দ্বিতীয় শ্রেণিতে মোট কতজন শিক্ষার্থী আছে?

সমাধান:

দ্বিতীয় শ্রেণিতে মোট শিক্ষার্থী আছে

= (১৩৬+১২০) জন

= ২৫৬ জন।


৩। দ্বিতীয় শ্রেণির ক শাখায় ১২৩টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো। খ শাখায় ১৩১টি বই বিতরণ করা হলো। মোট কতগুলো বই বিতরণ করা হলো?

সমাধান:

মোট বই বিতরণ করা হলো

= (১২৩+১৩১) টি

= ২৫৪ টি


৪। একটি নার্সারিতে ১২০টি গোলাপ ফুল গাছ আছে এবং ১২৭টি গাঁদা ফুল গাছ আছে। ঐ নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে?

সমাধান:

মোট ফুল গাছ আছে

= (১২০+১২৭) টি

= ২৪৭ টি


৫। একটি পুকুরে ১২৫টি শিং মাছের পোনা এবং ২৫০টি মাগুর মাছের পোনা ছাড়া হলো। ঐ পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো?

সমাধান:

মোট পোনা ছাড়া হলো

= (১২৫+২৫০) টি

= ৩৭৫ টি


৬। একজন ফলবিক্রেতা প্রতিদিন ৩৬০ টাকার আম বিক্রি করলেন। দ্বিতীয়দিন ৪৭৫ টাকার আম বিক্রি করলেন। তিনি দুদিনে মোট কত টাকার আম বিক্রি করলেন?

সমাধান:

দুদিনে মোট আম বিক্রি করলেন

= (৩৬০+৪৭৫) টাকা

= ৮৩৫ টাকা


৭। ক্রিকেট খেলায় বাংলাদেশ জাতীয়্য দল ১ম ইনিংসে ৪১৫ এবং ২য় ইনিংসে ৩২৭ রান করে। ঐ খেলায় বাংলাদেশ দল দুই ইনিংসে মোট কত রান করে?

সমাধান:

দুই ইনিংসে মোট রান করে

= (৪১৫+৩২৭)

= ৭৪২


৮। একটি গ্রামের লোকসংখ্যা ৪০০ জন। আরেকটি গ্রামের লোকসংখ্যা ৩২০ জন। দুই গ্রামের লোকসংখ্যা কতজন?

সমাধান:

দুই গ্রামের মোট লোকসংখ্যা

= (৪০০ + ৩২০) জন

= ৭২০ জন


৯। ৯৭৫+৩২৫ যোগটি দিয়ে একটি গল্প তৈরি করো।

সমাধান:

রাজু বাজারে গিয়ে ৯৭৫ টাকার মাংস এবং ৩২৫ টাকার মাছ কিনল। সে মোট কত টাকার বাজার করলেন?

 

 দ্বিতীয় অধ্যায়ের বাকী অংশসমূহঃ

    যোগ (১)

    বিয়োগ (১)

    গাণিতিক সম্পর্ক (যোগ ও বিয়োগ)

    যোগ (২)

    বিয়োগ (২)

    যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা

 

আরওঃ

দ্বিতীয় শ্রেণি গণিত সকল অধ্যায়

Make CommentWrite Comment