যোগ বিয়োগের সম্পর্ক - Class 3 Math BD 2024 – অধ্যায়ঃ ৪ (পৃষ্ঠা ৩৪-৩৮)

যোগ বিয়োগের সম্পর্ক - Class 3 Math BD 2024 – অধ্যায়ঃ ৪ (পৃষ্ঠা ৩৪-৩৮), যোগ ও বিয়োগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি, বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফলের সম্পর্ক,

যোগ বিয়োগের সম্পর্ক

আমরা দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে যোগ ও বিয়োগ শিখেছি; কিন্তু আমরা কি বুঝেছি বা ধারণা পেয়েছি যোগ বিয়োগের সম্পর্ক কি বা আসলে কোন সম্পর্ক আছে কিনা। এই অধ্যায়ে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব নানান সমস্যার সমাধান খোঁজার মাধ্যমে। তোমর কি বলতে পার যোগ বিয়োগের সম্পর্ক এর আদ্যপান্ত, জানলে আমাদেরকে জানিও। আমরা সর্বদা অনুসন্ধানে থাকি এবং তোমাদের মতামত নিয়ে এগিয়ে যাই। তাহলে আসুন শুরু করি-

? যোগ ও বিয়োগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি?

সমাধান?:

হ্যাঁ, যোগ বিয়োগের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটি হলোঃ

একটি যোগের সম্পর্কে যদি বিয়োগের সম্পর্ক দ্বারা প্রকাশ করা হয়, তাহলে বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি যোগের যোগফল এবং যোগের সর্বপ্রথম সংখ্যাটি বিয়োগের বিয়োগফল এর সমান হবে। নিচের চিত্রে সম্পর্কটি দেখানো হলো-

যোগ ও বিয়োগের মধ্যে সম্পর্ক

? বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।

সমাধান?:

একটি বিয়োগের সমীকরণ লিখিঃ

১৪-৬=৮

এখন,

১৪ = বিয়োজন;

৬ = বিয়োজ্য

৮ = বিয়োগফল

অর্থাৎ, বিয়োজন – বিয়োজ্য = বিয়োগফল [এটাই নির্ণেয় সম্পর্ক]


৩৪-৩৬ পৃষ্ঠার যোগ বিয়োগের সম্পর্ক

১. খালিঘর পূরণ করি

(১) ৪২-৯ = ▭

(২) ৫৫-▭ = ৩০

(৩) ▭-৩১ = ৫৪

(৪) ৩৩+▭ = ৪২

(৫) ৩০+২৫ = ▭

(৬) ৮৬-৫৪ = ▭

(৭) ▭-৩৩ = ৯

(৮) ▭-৩০ = ২৫

(৯) ৫৪+৩২ = ▭

সমাধান:

(১) ৪২-৯ = ৩৩

(২) ৫৫-২৫ = ৩০

(৩) ৮৫-৩১ = ৫৪

(৪) ৩৩+ = ৪২

(৫) ৩০+২৫ = ৫৫

(৬) ৮৬-৫৪ = ৩২

(৭) ৪২-৩৩ = ৯

(৮) ৫৫-৩০ = ২৫

(৯) ৫৪+৩২ = ৮৬


১. একটি ট্রেনে ১৬৩৭ জন যাত্রী ছিল। একটি স্টেশনে ৮৬৫ জন যাত্রী নেমে গেল এবং ৭৩০ জন নতুন যাত্রী উঠল। এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে?

সমাধান:

ট্রেনে যাত্রী ছিল ১৬৩৭ জন

নেমে গেল     (-) ৮৬৫ জন
------------------------------
                      ৭৭২ জন
যাত্রী উঠল    (+) ৭৩০ জন
--------------------------------
এখন ট্রেনে যাত্রী আছে ১৫০২ জন

২. কোন বিদ্যালয়ে ৫৩৮ জন শিক্ষার্থী ছিল। ঐ বিদ্যালয়ে ১২৫ জন শিক্ষার্থী ভর্তি হলো এবং ৯৩ জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল। এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে?

সমাধান:

শিক্ষার্থীর সংখ্যা ৫৩৮ জন

নতুন শিক্ষার্থী ভর্তি (+) ১২৫ জন
--------------------------------
                           ৬৬৩ জন
শিক্ষার্থী চলে গেল     (-) ৯৩ জন
--------------------------------
বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৫৭০ জন

২. খালিঘর পূরণ করি

রেজার ৬৫টি মার্বেল ছিল। তাঁর বাবা তাকে আরো ৪৮টি মার্বেল দিলেন। এখন রেজার কাছে মার্বেল হলো ▭টি।

▭ + ▭ = ▭

বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেজার ১৭টি মার্বেল হারিয়ে গেল। রেজার কাছে মার্বেল রইল ▭টি।

▭ - ▭ = ▭

সমাধান:

রেজার মার্বেল ছিল        ৬৫টি

তাঁর বাবা মার্বেল দিল (+) ৪৮টি
-----------------------------------
                              ১১৩টি
মার্বেল হারিয়ে গেল     (-) ১৭টি
----------------------------------
                               ৯৬টি

অতএব, প্রদত্ত খালিঘরগুলো পূরণ করে পাই,

রেজার ৬৫টি মার্বেল ছিল। তাঁর বাবা তাকে আরো ৪৮টি মার্বেল দিলেন। এখন রেজার কাছে মার্বেল হলো ১১৩টি।

৬৫ + ৪৮ = ১১৩

বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেজার ১৭টি মার্বেল হারিয়ে গেল। রেজার কাছে মার্বেল রইল ৯৬টি।

১১৩ - ১৭ = ৯৬


৩. খালিঘরে ঠিকমতো সংখ্যা লিখে দুইটি করে সমস্যা তৈরি করি। একটি করে দেখানো হলো।

সমাধান:

খালিঘরে ঠিকমতো সংখ্যা লেখা - ১

(ক) লিমুর ১৪টি কলম ছিল। তার মা তাকে আরো ১০টি কলম দিলেন। লিমুর মোট কতটি কলম হলো?

(খ) রাজুর ২৯টি বেলুন ছিল। সে তার বোনকে ৫টি বেলুন দিয়ে দিল। এখন কতটি বেলুন আছে?

খালিঘরে ঠিকমতো সংখ্যা লেখা - ২

(ক) কামালের ১১টি মার্বেল ছিল। জামাল তাকে আরো ১৩টি মার্বেল দিল। কামালের মোট কতটি মার্বেল হলো।

(খ) রিতুর একটি পুতির মালায় ৩৪টি পুতি ছিল। মালাটি থেকে ১০টি পুতি হারিয়ে গেল। এখন মালাটিতে আর কতটি পুতি আছে?

খালিঘরে ঠিকমতো সংখ্যা লেখা - ৩

(ক) রহিমা ১০০ টাকা দিয়ে একটি খাতা এবং আরো ১০০ টাকা দিয়ে কয়েকটি রঙিন পেন্সিল কিনল। তাহলে রহিমার মোট কত টাকা খরচ হলো?

(খ) পিঙ্কি ৫০০ টাকা নিয়ে মেলায় গেল এবং মেলায় ৩০০ টাকার কেনাকাটা করল। এখন পিঙ্কির কাছে আর কত টাকা রইল?

খালিঘরে ঠিকমতো সংখ্যা লেখা - ৪

(ক) নাদিয়ার মাটির ব্যাংকে ৭৪৯ টাকা ছিল। তার বাবা তাকে আরো ২৫১ টাকা দিল। তাহলে নাদিয়ার এখন মোট কত টাকা হলো?

(খ) সুজন ২০০০ টাকা নিয়ে বাজারে গেল এবং বাজারে ১০০০ টাকা খরচ করল। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল।


নিজে করি ৩৭-৩৮ পৃষ্ঠার যোগ বিয়োগের সম্পর্ক

১. উপরে-নিচে হিসাব করি

(১) ১৯৪

 + ৭০৪
----------

(২) ৭৪২৯

+ ১৬৩৯
----------- 

(৩) ৫৮৯৩

    + ২৮৪
-------------

(৪) ৬১৭১

    ১৫৩০

+ ২০৪৮  
-----------

(৫) ৩৪৭১

     ১৭৯২

    ২০৫৪

  +১৯০৭
-----------

(৬) ৬৩৮২৯

       ১০২৪৫

    +২৬৩৯১
---------------

(৭) ৮১১১১

+১৮৮৮৯
-----------

(৮) ১৪৫৩৭

    ৩২৫২১

     ১২৫১২

  +২৩৫২৪
------------

(৯) ৪৭২

    -১৬১
----------

(১০) ৭৩০৯

       -৫৪৮
-------------

(১১) ৮৯০২

    -৪৫২৯
-------------

(১২) ৬২৪৯

      -৬৩০
-------------

(১৩) ৭৩৬৫০

       -৭৬৯২
----------------

(১৪) ৫৪৮৭০

     -২৫৪৮১
----------------

(১৫) ১০০০০০

              -৯
-----------------

(১৬) ৮২৩২৬

     -৫৮৮৮৯
-----------------

সমাধান:

(১) ১৯৪

 + ৭০৪
----------
   ৮৯৮

(২) ৭৪২৯

+ ১৬৩৯
-----------
   ৯০৬৮

(৩) ৫৮৯৩

    + ২৮৪
-------------
      ৬১৭৭

(৪) ৬১৭১

    ১৫৩০

 + ২০৪৮  
-----------
   ৯৭৪৯

(৫) ৩৪৭১

     ১৭৯২

    ২০৫৪

   +১৯০৭
-----------
   ৯২২৪

(৬) ৬৩৮২৯

       ১০২৪৫

    +২৬৩৯১
---------------
     ১০০৪৬৫

(৭) ৮১১১১

+১৮৮৮৯
-----------
 ১০০০০০

(৮) ১৪৫৩৭

    ৩২৫২১

    ১২৫১২

 +২৩৫২৪
-----------
 ৮৩০৯৪

(৯) ৪৭২

   -১৬১
---------
    ৩১১

(১০) ৭৩০৯

       -৫৪৮
-------------
      ৬৭৬১

(১১) ৮৯০২

    -৪৫২৯
-------------
     ৪৩৭৩

(১২) ৬২৪৯

      -৬৩০
-------------
      ৫৬১৯

(১৩) ৭৩৬৫০

       -৭৬৯২
----------------
     ৬৫৯৫৮

(১৪) ৫৪৮৭০

     -২৫৪৮১
--------------
    ২৯৩৮৯

(১৫) ১০০০০০

             -৯
----------------
        ৯৯৯৯১

(১৬) ৮২৩২৬

    -৫৮৮৮৯
---------------
     ২৩৪৩৭

২. পাশাপাশি হিসাব করি

(১) ৫৩৭২+১৬৭+২৬৮৩ = _____

(২) ৩৮২৯১+১৬২৭০+১০০০০ = _____

(৩) ৬৪৮৯-৩২৮১ = ______

(৪) ৮৯৪২০-৫৩২৮০ = ______

সমাধান:

(১) ৫৩৭২+১৬৭+২৬৮৩ = ৮২২২

(২) ৩৮২৯১+১৬২৭০+১০০০০ = ৬৪৫৬১

(৩) ৬৪৮৯-৩২৮১ = ৩২০৮

(৪) ৮৯৪২০-৫৩২৮০ = ৩৬১৪০


৩. খালিঘর পূরণ করি

(১) ৯৮ + ______ + ৩৬০৭+২৬৫৯ = ৭৪৫৩

(২) ২৬৮৭৪+______ = ৫৯৩০০

(৩) ৩০০৪ - ______ = ২৬৫৫

(৪) ______ - ৬৪৮৩ = ৩৫১৭

সমাধান:

(১) ৯৮ + ১০৮৯ + ৩৬০৭+২৬৫৯ = ৭৪৫৩

(২) ২৬৮৭৪+৩২৪২৬ = ৫৯৩০০

(৩) ৩০০৪ - ৩৪৯ = ২৬৫৫

(৪) ১০০০০ - ৬৪৮৩ = ৩৫১৭


৪. খালিঘরের সংখ্যা খুঁজে বের করি।

খালিঘরের সংখ্যা খুঁজে বের করি

সমাধান:

(১) উত্তরঃ ১৩

[কারনঃ ৪+৯ = ১৩; ৭+৬ = ১৩; ৮+৫ = ১৩]

(২) উত্তরঃ ৬

[কারনঃ ১৩-৩ = ৯; ২৫-৬ = ১৯; ১৩-৭ = ৬]


৫. সিয়াম ১৮০০ টাকা নিয়ে বাজারে গেল। সে ৭২০ টাকার চাল, ৫৮৫ টাকার মাছ এবং ৪২৫ টাকার সবজি কিনল। তার কাছে আর কত টাকা রইল?

সমাধান:

চাল কিনল ৭২০ টাকার

মাছ কিনল ৫৮৫ টাকার

সবজি কিনল ৪২৫ টাকার
----------------------------
মোট খরচ ১৭৩০ টাকা (যোগ করে)

এখন,

সিয়ামের কাছে ছিল ১৮০০ টাকা

মোট খরচ            ১৭৩০ টাকা
----------------------------------
তার কাছে আর রইল ৭০ টাকা (বিয়োগ করে)

৬. একটি নার্সারিতে ৯৫০টি চারা গাছ ছিল। এর থেকে ৫৩২টি চারা বিক্রি করা হলো। ঐ নার্সারিতে আরও ৪২০টি নতুন চারা আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা আছে?

সমাধান:

নার্সারিতে চারা ছিল ৯৫০টি

চারা বিক্রি হলো ৫৩২টি
----------------------------
অবশিষ্ট রইল    ৪১৮ টি (বিয়োগ করে)

আবার,

অবশিষ্ট চারা ৪১৮ টি

নতুন চারা ৪২০ টি
------------------------
এখন চারা আছে ৮৩৮টি (যোগ করে)

৭. রুমার ৯৪৫ টাকা আছে। রুমার থেকে আশার ২১৫ টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়। ময়নার কত টাকা আছে?

সমাধান:

রুমার আছে ৯৪৫ টাকা;

∵ আশার আছে (৯৪৫-২১৫) টাকা = ৭৩০ টাকা।

∵ ময়নার আছে (৯৪৫+৭৩০) টাকা = ১৬৭৫ টাকা।


৮. তিনটি সংখ্যার যোগফল ৮৯২৪৩। সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা ২৪৫৭৬ ও ৩২০৮৪ হলে তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:

প্রদত্ত দুইটি সংখ্যার যোগফল

= ২৪৫৭৬+৩২০৮৪

= ৫৬৬৬০

এখন,

তিনটি সংখ্যার যোগফল ৮৯২৪৩

দুইটি সংখ্যার যোগফল ৫৬৬৬০
-----------------------------------
তৃতীয় সংখ্যাটি ৩২৫৮৩  (বিয়োগ-করে)

৯. ছেলের বয়স ১৫ বছর এবং মায়ের বয়স ৪৮ বছর। ৫ বছর পর তাদের মোট বয়স কত হবে?

সমাধান:

ছেলের বর্তমান বয়স ১৫ বছর;

∵ ৫ বছর পর ছেলের বয়স = ১৫+৫ বছর = ২০ বছর।

মায়ের বর্তমান বয়স ৪৮ বছর;

∵ ৫ বছর পর মায়ের বয়স = ৪৮+৫ বছর = ৫৩ বছর।

তাহলে,

৫ বছর পর তাদের মোট বয়স হবে (২০+৫৩) বছর = ৭৩ বছর।


১০. গীতা অপেক্ষা সীতার ৪৯০ টাকা বেশি আছে। আবির অপেক্ষা গীতার ৫২০ টাকা কম আছে। আবিরের কাছে ৯৬৫ টাকা আছে। গীতা ও সীতার কাছে কত টাকা আছে?

সমাধান১০:

আবিরের কাছে আছে ৯৬৫ টাকা;

∵ গীতার আছে (৯৬৫-৫২০) টাকা = ৪৪৫ টাকা।

∵ সীতার আছে (৪৪৫+৪৯০) টাকা = ৯৩৫ টাকা।


১১. রাজীবের মায়ের কাছে ৫৫৮০ টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও ৩৪২০ টাকা নিলেন। কেনাকাটায় তিনি ৭৮৩০ টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে?

সমাধান১১:

মায়ের কাছে ছিল ৫৫৮০ টাকা

বাবার কাছ থেকে নিলেন ৩৪২০ টাকা
-----------------------------------------------
মায়ের মোট টাকা হলো ৯০০০ টাকা (যোগ-করে)
কেনাকাটায় খরচ করলেন ৭৮৩০ টাকা
------------------------------------------
মায়ের কাছে অবশিষ্ট আছে ১১৭০ টাকা (বিয়োগ-করে)

১২. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ১২০০০ টাকার প্রয়োজন। সরকারি অনুদান হিসেবে ৫৫০০ টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে ৩৭০০ টাকা দেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকার প্রয়োজন?

সমাধান১২:

সরকারি অনুদানের পরিমাণ ৫৫০০ টাকা

তহবিল থেকে দেওয়া হয়েছে ৩৭০০ টাকা
--------------------------------------------
মোট দেওয়া হয়েছে          ৯২০০ টাকা (যোগ করে)

আবার,

প্রতিযোগীতার জন্য প্রয়োজন ১২০০০ টাকা

∵ প্রতিযোগিতার জন্য আর প্রয়োজন (১২০০০-৯২০০) টাকা = ২৮০০ টাকা।


১৩. রতন ৮৫০০০ টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন। মোটরসাউকেলটির রেজিস্ট্রেশন বাবদ ২৫০০ টাকা ও মেরামত বাবদ ১২০০ টাকা খরচ হলো। এখন সে যদি মোটরসাইকেলটি ৯৮০০০ টাকায় বিক্রি করে, তাহলে তার কত টাকা লাভ হবে?

সমাধান১৩:

মোটরসাইকেলের ক্রয়, রেজিস্ট্রেশন ও মেরামত বাবদ খরচ

= (৮৫০০০+২৫০০+১২০০) টাকা

= ৮৮৭০০ টাকা

∵ লাভ

= বিক্রয়মূল্য – খরচ

= ৯৮০০০ – ৮৮৭০০ টাকা

= ৯৩০০ টাকা।


১৪. ৫৭৫+৩৮০-৫৮৫ = ______ গাণিতিক বাক্য দিয়ে একটি গল্প তৈরি করি।

সমাধান১৪:

গল্পঃ রাজু মিমির কাছ থেকে দুই ধাপে ৫৭৫ টাকা ও ৩৮০ টাকা ধার নিল। তার কিছুদিন পরে রাজু মিমিকে ৫৮৫ টাকা ফেরত দিল। এখন পর্যন্ত রাজু আর কত টাকার ধার আছে?


আরও

Class 3 Math 2024 [New]

Class 3 Math [Old]   

Make CommentWrite Comment