তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ (উপাত্তের উপস্থাপন) – Class 7 Math BD 2023 – ত্রয়োদশ অধ্যায় (২৫০ – ২৫৫ পৃষ্ঠা)

তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ (উপাত্তের উপস্থাপন) – Class 7 Math BD 2023 – দ্বাদশ অধ্যায় (২৫০ – ২৫৫ পৃষ্ঠা), তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ (উপাত্তের উপস্থাপন)

তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ (উপাত্তের উপস্থাপন)

প্রিয় সহযোগী, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এর এই অংশে আমরা উপাত্তের উপস্থাপন সংক্রান্ত সমস্যার সমাধান করেছি যেমনঃ গণসংখ্যা নিবেশন সারণি, ট্যালি, গণসংখ্যা, পরিসর, শ্রেণিসংখ্যা, শ্রেণিব্যাপ্তি উপস্থাপনের সমস্যাসমূহ এর সমাধান। ২৫০-২৫৫ পৃষ্ঠায় এই সমস্যাগুলো দেয়া আছে। তাহলে শুরু করি- তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এর উপাত্তের উপস্থাপন এর সমাধান সমূহ; এগিয়ে চলি সঠিক সমাধান নিয়ে।


*২৯ গণসংখ্যাটিকে ট্যালি করে দেখাও (পৃষ্ঠা ২৫০)।

সমাধানঃ

সমাধান নিচের চিত্রে দেখানো হলোঃ

২৯ গণসংখ্যাটিকে ট্যালি

একক কাজঃ

তোমার ক্লাসের সকল শিক্ষার্থীর রক্তের গ্রুপ সংগ্রহ করো। তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ

ক. গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করে তথ্যগুলো উপস্থাপন করো।

খ. কোন গ্রুপের রক্ত সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীর রয়েছে?

গ. কো ন গ্রু পে র রক্ত স ব চে য়ে কম সংখ্যক শিক্ষার্থীর রয়েছে?

সমাধানঃ

আমাদের ক্লাসে ২৫ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ হলোঃ

B+, A+, B+, O+, B-, A+, O-, O+, B+,A+, AB+, A+, O-, AB+, A+, B-, B+, O+, A+, B+, B+, A-, AB+, O+, A+।

(ক) গনসংখ্যা নিবেশন সারণিতে উপরোক্ত তথ্যগুলো উপস্থাপন করা হলোঃ

রক্তের গ্রুপ
ট্যালি চিহ্ন
গণসংখ্যা
A+
|||| ||
7
A-
|
1
B+
|||| |
6
B-
||
2
O+
||||
4
AB+
|||
3
O-
||
2
 
মোট
25

(খ) A+ গ্রুপের রক্ত সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীর রয়েছে।

(গ) A- গ্রুপের রক্ত সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থীর রয়েছে।


*এবার চলো ঐ ৬০ জ ন শ্র মি কে র মজুরির গ ণ সং খ্যা নিবেশন সা র ণি তৈরি করি। তোমার জন্য দুটি করে দে ও য়া আছে। (পৃষ্ঠা ২৫২ এ দেখ)।

সমাধানঃ

শ্রেণিব্যাপ্তি
ট্যালি চিহ্ন
গণসংখ্যা
৩০-৩৫
||
৩৬-৪০
|||| ||||
১০
৪১-৪৫
|||| |||| ||
১২
৪৬-৫০
|||| ||
৫১-৫৫
|||| |||| ||
১২
৫৬-৬০
|||| |
৬১-৬৫
|||| |||| |
১১
 
মোট
৬০

একক কাজ: [২৫২ পৃষ্ঠার একক কাজ]

তোমার সহপাঠীরা আগের সপ্তাহে প্রত্যেকে মোট কত ঘণ্টা টেলিভিশন দেখেছে, সেই তথ্য সংগ্রহ করো। তারপর শ্রেণিবিন্যাসের মাধ্যমে অবিন্যস্ত উপাত্তসমূহের গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করে বিষয় শিক্ষককে দেখাও।

সমাধানঃ

মনে করি, ৩০ জন সহপাঠীর আগের সপ্তাহে প্রত্যেকের টেলিভিশন দেখার সময় (ঘন্টায়) নিন্মরুপঃ

৫,২৪,১৪,৭,২০,১১,১৭,২১,৮,১৩,১৯,২২,১০,২০,২৪,৭,৯,১৫,২১,১১,১০,১৬,২০,৯,১৮,১৯,৭,১৪,২৩,২০।

এ খ ন ৩০ জ ন সহপাঠীর গ ণ সং খ্যা নিবেশন সা র ণি তৈরি করিঃ

শ্রেণিব্যাপ্তি
ট্যালি চিহ্ন
গণসংখ্যা
৫-৯
|||| ||
১০-১৪
|||| ||
১৫-১৯
|||| |
২০-২৫
|||| ||||
১০

*দলগত কাজঃ [২৫৩ পৃষ্ঠা]

কয়েকটি দলে বিভক্ত হয়ে শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর ওজন (কিলোগ্রামে) পরিমাপ করো। তারপর প্রাপ্ত ওজন সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামের পাশে লিখে একটি তালিকা তৈরি করো।

তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীর প্রত্যেকের ওজন (কেজিতে) মেপে যে উপাত্তগুলো পেয়েছিলে, তার শ্রেণিবিন্যাসকৃত গণসংখ্যা সারণির গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যার খালি ঘরগুলো পূরণ করো।

সমাধানঃ

শ্রে ণি ব্যা প্তি বা ওজন (কে জি তে) গণসংখ্যা বা শি ক্ষা র্থী র সংখ্যা
৩১-৩৫
৩৬-৪০
১৫
৪১-৪৫
৪৬-৫০
৫১-৫৫
৫৬-৬০
৬১-৬৫
৬৬-৭০
মোট
৪৬

*একক কাজঃ [২৫৫ পৃষ্ঠা]

গণসংখ্যা নিবেশন সারণিটি পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটি একটি কারখানার ৬৫০ জন শ্রমিকের দৈনিক আয়ের গণসংখ্যা নিবেশন সারণ-

শ্রেণিব্যাপ্তি (দৈনিক আয় টাকায়)
গণসংখ্যা (শ্রমিকের সংখ্যা)
৫০০-৬০০
৪৫
৬০০-৭০০
৫০
৭০০-৮০০
৯০
৮০০-৯০০
১৫০
৯০০—১০০০
২০০
১০০০-১১০০
৫০
১১০০-১২০০
৩৫
১২০০-১৩০০
২০
১৩০০-১৪০০
মোট
৬৫০

ক. শ্রেণিব্যাপ্তি কত?

খ. কোন শ্রেণির গণসংখ্যা সবচেয়ে বেশি?

গ. কোন শ্রেণির গণসংখ্যা সবচেয়ে কম?

ঘ. ৯০০ – ১০০০ শ্রেণির উচ্চসীমা কত?

ঙ. কোন দুইটি শ্রেণির গণসংখ্যা সমান?

সমাধানঃ

(ক) শ্রেণিব্যাপ্তি (৬০০-৫০০)+১ = ১০০+১ = ১০১

(খ) ৫নং শ্রেণি অর্থাৎ (৯০০-১০০০) শ্রেণিতে গণসংখ্যা সবচেয়ে বেশি।

(গ) সর্বশেষ শ্রেণি অর্থাৎ (১৩০০-১৪০০) শ্রেণিতে গণসংখ্যা সবচেয়ে কম।

(ঘ) (৯০০-১০০০) শ্রেণির উচ্চসীমা ১০০০।

(ঙ) শ্রেণি (৬০০-৭০০) এবং শ্রেণি (১০০০-১১০০) এর গণসংখ্যা সমান।


একক কাজ: [২৫৫ পৃষ্ঠা]

শিক্ষকের সহায়তায় উপাত্ত প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণের বেশ কিছু কাজ তোমরা ইতমধ্যে শিখে ফেলেছো। এই পর্যায়ে তোমাদের একটি একক কাজ করা দরকার।

তোমার প্রতিবেশিদের মাঝে ২০ জনের রক্তচাপ (blood pressure) সংগ্রহ করো। তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে বিষয় শিক্ষকের নিকট পরবর্তী ক্লাসে জমা দাও।

ক. সং গ্র হ করা দুই ধরনের উ পা ত্তে র কো ন গু লো বিচ্ছিন্ন এবং কো ন গু লো অবিচ্ছিন্ন? যুক্তিসহ ব্যাখ্যা করো।

খ. কোন ধরনের উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করার ক্ষেত্রে প্রকৃত শ্রেণিসীমা প্রয়োজন হয় এবং কেন?

গ. দুই ধরনের উপাত্তেরই পরিসর নির্ণয় করো।

ঘ. উপযুক্ত শ্রেণিব্যাপ্তি নিয়ে উপাত্তের শ্রেণিসংখ্যা নির্ণয় করো।

ঙ. উপযুক্ত শ্রেণিব্যাপ্তি নিয়ে তোমার সহপাঠী প্রত্যেকের পারিবারের লোকসংখ্যাকে গণসংখ্যা নিবেশন সারণির মাধ্যমে উপস্থাপন করো।

চ. উ প যু ক্ত প্রকৃত শ্রে ণি ব্যা প্তি নিয়ে প্র তি বে শি দে র রক্তচাপের গণসংখ্যা নি বে শ ন সারণি তৈরি করো।

সমাধানঃ

[বিঃদ্রঃ প্রকৃতিপক্ষে রক্তচাপ একটি অবিচ্ছিন্ন রাশি। এখানে, রক্তচাপের সাংখ্যিক মানগুলোকে বিছিন্ন ও অবচ্ছিন্ন ধরে সমাধান দেওয়া হলো]

আমার প্রতিবেশিদের মাঝে ২০ জনের রক্তচাপ (সিস্টোলিক/ডায়াস্টোলিক) সংগ্রহ করলাম যা নিন্মরুপঃ

১১৫/৭৫, ১২০/৮০, ১২৫/৮৫, ১১০.৫/৭৫.৫, ১১৫/৭৫, ১২০/৮০, ১১৫.৫/৭০.৫, ১৩০.৫/৯০.৫, ১২০/৮০, ১২৫/৮৫, ১৩০.৫/৯৫.৫, ১২৫/৮০, ১২৩/৭২, ১৩০/৯০, ১২৪/৮০.৩, ১১৫/৮০, ১২৫/৭৫, ১৩০/৯৫, ১২৪/৭২, ১১০.৫/৭৫.৫।

ক. আমরা জানি, যে উপাত্তে চলকের মান শুধুমাত্র পূর্ণসংখ্যা হয় তা বিচ্ছিন্ন উপাত্ত এবং যে উপাত্ত চলকের মান যেকোনো বাস্তব সংখ্যা হতে পারে তা অবিচ্ছিন্ন উপাত্ত।

বিচ্ছিন্ন উপাত্তঃ ১১৫, ৭৫, ১২০, ৮০, ১২৫, ৮৫, ১২৩, ৭২, ১৩০, ৯০, ১২৪, ৯৫

অবিচ্ছিন্ন উপাত্তঃ ১১০.৫, ৭৫.৫, ১১৫.৫, ৭০.৫, ১৩০.৫, ৯০.৫, ৮০.৩

খ. বিচ্ছিন্ন চলক সংবলিত উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করার ক্ষেত্রে প্রকৃত শ্রেণিসীমা প্রয়োজন হয়। ধরি, ৪১-৪৫ এবং ৪৬-৫০ পরপর দুইটি শ্রেণি যাদের উচ্চসীমা ও নিন্মসীমার পার্থক্য (৪৬-৪৫) = ১। এখানে ৪৫.৫ এবং ৫০.৫ উপাত্ত দুটি কোনো শ্রেণিতেই অন্তর্ভুক্ত করা যাবে না। এমতাবস্থায় ১ কে সমান দুভাগে (১÷২ = ০.৫) ভাগ করে ভাগফল প্রতিটি শ্রেণির উচ্চসীমার সাথে যোগ এবং নিন্মসীমা থেকে বিয়োগ করে প্রকৃত শ্রেণিসীমা নির্ণয় করতে পারে।

অর্থাৎ, (৪১-৪৫) এর প্রকৃত শ্রেণিসীমা হবে (৪০.৫-৪৫.৫) এবং (৪৬-৫০) এর প্রকৃত শ্রেণিসীমা হবে (৪৫.৫-৫০.৫)।

গ. এখানে, সিস্টোলিকের সর্বোচ্চ চাপ = ১৩০.৫ এবং সর্বনিন্ম চাপ = ১১০.৫

অতএব, পরিসর = (১৩০.৫-১১০.৫) + ১ = ২০ + ১ = ২১

ডায়াস্টোলিকের সর্বোচ্চ চাপ = ৯৫.৫ এবং সর্বনিন্ম চাপ = ৭০.৫

অতএব, পরিসর = (৯৫.৫-৭০.৫) + ১ = ২৫ + ১ = ২৬

ঘ. আমরা গ হতে পাই,

সিস্টোলিক চাপের পরিসর = ২১

এবং ডায়াস্টোলিক চাপের পরিসর = ২৬

সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের শ্রেণিব্যপ্তি ৫ ধরে শ্রেণিসংখ্যা নির্ণয় করি।

সিস্টোলিক চাপের ক্ষেত্রে শ্রেণিসংখ্যা = ২১/ = ৪.২ ≈ ৫

ডায়াস্টোলিক চাপের ক্ষেত্রে শ্রেণিসংখ্যা = ২৬/ = ৫.২ ≈ ৬

ঙ. আমার ২০ জন সহপাঠীর প্রত্যেকের পরিবারের সদস্যসংখ্যা নিন্মরুপঃ

৫,৭,৩,৪,৫,৬,৩,৪,৪,৭,৬,৬,৪,৪,৮,৪,৬,৩,৫,৮

এখানে, সর্বোচ্চ সদস্যসংখ্যা = ৮

এবং সর্বনিন্ম সদস্যসংখ্যা = ৩

অতএব, পরিসর = (৮-৩) + ১ = ৫ + ১ = ৬

শ্রেণিব্যপ্তি ২ ধরলে শ্রেণিসংখ্যা = ৬/২ = ৩

গণসংখ্যা নিবেশন সারণিঃ

শ্রেণিব্যাপ্তি
ট্যালি
গণসংখ্যা
৩-৪
|||| ||||
৫-৬
|||| ||
৭-৮
||||
 
মোট
২০

চ. ঘ হতে পাই,

উপযুক্ত প্রকৃত শ্রেণিব্যাপ্তি ৫ ধরে সিস্টোলিক চাপের শ্রেণিসংখ্যা ৫

এবং ডায়াস্টোলিক চাপের শ্রেণিসংখ্যা ৬।

সিস্টোলিক চাপের গণসংখ্যা নিবেশন সারণিঃ

শ্রেণিব্যাপ্তি
প্রকৃত শ্রেণিব্যাপ্তি
ট্যালি
গণসংখ্যা
১০৯-১১৩
১১০.৫-১১৩.৫
||
১১৪-১১৮
১১৩.৫-১১৮.৫
||||
১১৯-১২৩
১১৮.৫-১২৩.৫
||||
১২৪-১২৮
১২৩.৫-১২৮.৫
|||| |
১২৯-১৩৩
১২৮.৫-১৩৩.৫
||||
 
 
মোট
২০

ডায়াস্টোলিক চাপের গণসংখ্যা নিবেশন সারণিঃ

শ্রেণিব্যাপ্তি
প্রকৃত শ্রেণিব্যাপ্তি
ট্যালি
গণসংখ্যা
৭০-৭৪
৬৯.৫-৭৪.৫
|||
৭৫-৭৯
৭৪.৫-৭৯.৫
||||
৮০-৮৪
৭৯.৫-৮৪.৫
|||| |
৮৫-৮৯
৮৪.৫-৮৯.৫
||
৯০-৯৪
৮৯.৫-৯৪.৫
||
৯৫-৯৯
৯৪.৫-৯৯.৫
||
 
 
মোট
২০

এই অধ্যায়ের অংশসমূহঃ

২৪২ - ২৪৭ পৃষ্ঠা (তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ)

২৫০ - ২৫৫ পৃষ্ঠা (উপাত্তের উপস্থাপন) - এই অংশে আলোচিত

২৫৬ - ২৫৮ পৃষ্ঠা (স্তম্ভলেখ)

২৫৮ - ২৬৩ পৃষ্ঠা (আয়তলেখ ও পাইচিত্র)

অনুশীলনী (১-৩ পর্যন্ত)

অনুশীলনী (৪-৭ পর্যন্ত)


সপ্তম শ্রেণির অন্যন্য অধ্যায় লিংকঃ

১২শ অধ্যায়

১১শ অধ্যায়

১০ম অধ্যায়

৯ম অধ্যায়

৮ম অধ্যায়

৭ম অধ্যায়

৬ষ্ট অধ্যায়

৫ম অধ্যায়


সপ্তম শ্রেণির সম্পূর্ণ লিঙ্ক

Make CommentWrite Comment