সমতলীয় ভেক্টর (Planar Vector)-SSC Higher Math BD-Chapter 12 (13-16) Part 2

ভেক্টর গাণিতিক সমস্যা, অবস্থান ভেক্টর, ভেক্টর জ্যামিতিক সমস্যা, planar vector, vector in the plane calculator, coplanar vector, chapter 12 vector,

সমতলীয় ভেক্টর (Planar Vector): স্কেলার ও ভেক্টর রাশি, ভেক্টরের যোগ ও বিয়োগ, সমান-বিপরীত ও অবস্থান ভেক্টর, স্কেলার গুণিতক ও একক ভেক্টর, ভেক্টরের সাহায্যে জ্যামিতিক সমাধান।

(১-১২) পর্যন্ত অংশের লিঙ্কঃ

সমতলীয় ভেক্টর (Planar Vector)-SSC Higher Math BD-Chapter 12 (1-12) Part 1 

১৩. ভেক্টরের সাহায্যে প্রমাণ কর যে, ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক।

সমাধানঃ



মনে করি, ABCD ট্রাপিজিয়ামের AB ও CD বাহুদ্বয় অসমান্তরাল এবং BC ও AD বাহুদ্বয় সমান্তরাল। E ও F যথাক্রমে AB ও CD এর মধ্যবিন্দু। E ও F যোগ করা হলো।

প্রমাণ করতে হবে যে, EF, AD ও BC এর সমান্তরাল এবং

à         à    à

EF= ½(AD+BC)

প্রমাণঃ

মনে করি, কোনো ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে A, B, C ও D বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে a, b, cd.

তাহলে,

à

BC=c-b

à

AD=d-a

এখন,

E বিন্দুর অবস্থান ভেক্টর = ½ (a+b) [যেহেতু, E, AB এর মধ্যবিন্দু]

F বিন্দুর অবস্থান ভেক্টর = ½ (c+d) [যেহেতু, F, CD এর মধ্যবিন্দু]

অতএব,

à

EF= ½ (c+d) - ½ (a+b)

    = ½ (c+d-a-b)

    = ½ {(c-b)+(d-a)}

      à        à   à

বা, EF= ½(BC+AD)

কিন্তু BC ও AD পরস্পর সমান্তরাল হওয়ায়

à    à

BC+AD ভেক্টরটিও তাদের (অর্থাৎ BC ও AD এর) সমান্তরাল হবে। সুতরাং

à

EF ভেক্টরও BC ও AD এর সমান্তরাল হবে।

কারন,

à         à    à

EF= ½(AD+BC)

অতএব,

EF, AD ও BC এর সমান্তরাল এবং

à         à    à

EF= ½(AD+BC)  [প্রমাণিত]

১৪. ভেক্টরের. সাহায্যে প্রমাণ. কর যে., ট্রাপিজিয়াম. এর কর্ণদ্বয়ের. সংযোজক সরলরেখা. সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল ও তাদের বিয়োগফল এর অর্ধেক।

সমাধানঃ



মনে করি, ABCD ট্রাপিজিয়ামের AB||CD এবং AC ও BD কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে P ও Q। P, Q যোগ করি ।

প্রমাণ করতে হবে যে,

PQ = ½ (DC-AB)

এবং

PQ||AB||CD.

প্রমাণঃ

মনে করি., কোনো ভেক্টর. মূলবিন্দুর সাপেক্ষে A, B, C ও D বিন্দুর অবস্থান ভেক্টর. যথাক্রমে a, b, cd

তাহলে,

à

AB=b-a

à

DC=c-d

P বিন্দুর অবস্থান ভেক্টর = ½(b+d) [যেহেতু, P, BD এর মধ্যবিন্দু]

Q বিন্দুর অবস্থান ভেক্টর = ½(a+c) [যেহেতু, Q, AC এর মধ্যবিন্দু]

অতএব,

à

PQ= ½ (a+c)- ½ (b+d)

     = ½ (a+c-b-d)

     = ½{(c-d)-(b-a)}

      à           à   à

বা, PQ = ½ (DC-AB)   

AB||CD হওয়ায়

à   à

DC-AB ভেক্টরটিও

à      à

AB ও CD ভেক্টরের সমান্তরাল হবে। তাহলে,

à

PQ ভেক্টরটিও

à      à

AB ও CD ভেক্টরের সমান্তরাল হবে। কারন,

à            à   à

PQ = ½ (DC-AB) 

        à              à   à

বা, ।PQ। = ½ ।(DC-AB)। 

বা, PQ= ½ (DC-AB)

অর্থাৎ,

PQ||AB||DC ও PQ = ½ (DC-AB) (প্রমাণিত) 

১৫. ABC এর AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D ও E।

ক)

à

AD

+

à

DE

কে

 

à

AC

ভেক্টরের

 

মাধ্যমে প্রকাশ কর।

সমাধানঃ



ABC-এ

à    à   à

AD+DE=AE  [ত্রিভুজ বিধি.]

                    à

           = ½ AC  [যেহেতু E,AC এর মধ্যবিন্দু]

সুতরাং,

à     à        à

AD+DE= ½ AC  [প্রকাশিত হলো]

খ) ভেক্টরের সাহায্যে প্রমাণ কর যে, BC||DE এবং DE= ½ BC

সমাধানঃ

D ও E যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু।

তাহলে,

à     à         à

BD=AD= ½ AB

এবং

à    à        à

AE=FC= ½ AC

ত্রিভুজ বিধি. অনুসারে পাই,

à    à    à

BC=BA+AC

      à    à    à

বা, BC=-AB+AC

      à   à   à

বা, BC=AC-AB……..(i)

এবং,

à

DE

   à    à

=DA+AE

    à    à

=-AD+AE

         à       à

=- ½AB+½AC

         à  à

= ½(AC-AB)

       à

= ½BC  [(i) নং হতে]

সুতরাং,

  à         à

|DE|= ½|BC|

অতএব, DE= ½BC এবং

à      à

DE ও BC এর ধারক রেখা একই বা সমান্তরাল। কিন্তু D ও E যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু বলে

à      à

DE ও BC এর ধারক রেখা একই হতে পারে না।

অতএব,

DE||BC

অর্থাৎ,

DE= ½ BC এবং DE||BC (প্রমাণিত)

গ) BCED ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু  M ও N হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ কর যে, MN||DE||BC এবং MN= ½ (BC-DE)

সমাধানঃ

১৪ নং এর সমাধানের অনুরুপ।

১৬. ABC এর BC, CA ও AB বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D, E, F।

ক)

à

AB

ভেক্টরকে

 

 

 

à

BE

à

CF

 

 

 

 

ভেক্টরের মাধ্যমে প্রকাশ কর।

খ)

প্রমাণ কর যে,

 

à

AD

+

à

BE

+

à

CF

=0

গ) ভেক্টরের. সাহায্যে. প্রমাণ কর যে., F বিন্দু দিয়ে. BC এর সমান্তরাল রেখা. অবশ্যই E বিন্দুগামী হবে।

সমাধানঃ

ক)



à

AB

   à   à

=EB+AE  [ত্রিভুজ বিধি.]

    à   à

=-BE+AE 

    à       à

=-BE+ ½AC  [E, AC এর মধ্যবিন্দু বলে]

    à         à   à

=-BE+ ½(AF+FC)  [ত্রিভুজ বিধি.]

    à            à   à

=-BE+ ½(½AB-CF)  [F,AB এর মধ্যবিন্দু বলে]

    à        à      à

=-BE+ ¼AB- ½CF

      à      à     à     à

বা, AB- ¼AB=-BE-½CF 

        à  à       à   à

বা, 4AB-AB=-4BE-2CF  [উভয়পক্ষকে 4 দ্বারা গুণ করে]

        à      à    à

বা, 3AB=-4BE-2CF   

      à         à       à

বা, AB=-4/3BE-2/3CF…….[প্রকাশিত হলো]  

খ)

ABD-এ ত্রিভুজ সূত্র হতে পাই,

à     à   à

AD=AB+BD

      à    à      à

বা, AD=AB+½BC……(i)

ACF-এ ত্রিভুজ সূত্র হতে পাই,

à    à  à

CF=AF-AC

      à      à   à

বা, CF=½AB-AC……(ii)

ABE-এ ত্রিভুজ সূত্র হতে পাই,

à    à  à

BE=AE-AB

      à      à   à

বা, BE=½AC-AB……(iii)

(i)+(ii)+(iii) করে পাই,

à    à   à

AD+CF+BE

   à        à       à   à        à   à

=AB+ ½BC+ ½AB-AC+ ½AC-AB  

       à        à       à

= ½AB+ ½BC- ½AC  

        à    à        à

= ½(AB+BC)- ½AC  

       à       à

= ½AC- ½AC  

= 0

অতএব,

à    à   à

AD+CF+BE=0 (প্রমাণিত)

গ)

মনে করি, ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু F দিয়ে BC বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা AC কে E বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, E, AC এর মধ্যবিন্দু।

ধরি, E নয় বরং P, AC এর মধ্যবিন্দু।



তাহলে,

à       à

AF= ½AB  [F,AB এর মধ্যবিন্দু বলে]

অতএব,

à

FP

   à   à

=FA+AP

    à   à

=-AF+AP

   à   à

=AP-AF

       à       à

= ½AC- ½AB

        à    à

= ½(AC- AB)

       à

= ½BC

অতএব,

à       à

FP= ½BC

অর্থাৎ FP||BC কিন্তু FE||BC (দেওয়া আছে)

অর্থাৎ FP ও FE ভিন্ন রেখা হতে পারে না বরং F বিন্দু E বিন্দুতে সমপতিত হবে।

E ও P একই বিন্দু হবে।

অর্থাৎ, E, AC এর মধ্যবিন্দু (প্রমাণিত)

Make CommentWrite Comment