SSC (Class 9-10) Math BD: নবম-দশম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-১৪.১ জ্যামিতিক অনুপাত

ssc math solutions, class 9-10 math solution bd, ssc, download pdf ssc/nine ten, নবম-দশম শ্রেণি সাধারণ গণিত, Chapter-14.1, জ্যামিতিক অনুপাত-সমানুপাত

জ্যামিতিক অনুপাত-সমানুপাতঃ

১. কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের সমদ্বিখন্ডকদ্বয় বিপরীত বাহু দুইটিকে X ও Y বিন্দুতে ছেদ করে। XY, ভূমির সমান্তরাল হলে প্রমাণ কর যে, ত্রিভুজটি সমদ্বিবাহু।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, △ABC এর ভূমি সংলগ্ন ∠B ∠C এর সমদ্বিখন্ডকদ্বয় বিপরীত বাহু দুইটিকে অর্থাৎ AC AB কে যথাক্রমে X Y বিন্দুতে ছেদ করে। XY ভূমি BC এর সমান্তরাল। প্রমাণ করতে হবে যে, △ABC সমদ্বিবাহু অর্থাৎ AB=AC

প্রমাণঃ

△ABC এর ∠B এর সমদ্বিখন্ডক BX

AB : BC = AX : XC……….(i)

আবার,

△ABC এর ∠C এর সমদ্বিখন্ডক CY

AC : BC = AY : YB……….(ii)

যেহেতু XY ।। BC

সেহেতু, AX : XC = AY : YB ……….(iii)

[ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে]

সমীকরণ (i) ও (iii) থেকে পাই,

AB : BC =AY : YB……………(iv)

আবার, সমীকরণ (ii) ও (iv) নং হতে পাই,

AB : BC = AC : BC

AB = AC

অর্থাৎ △ABC সমদ্বিবাহু (প্রমাণিত)

২. প্রমাণ কর যে, কতকগুলো পরস্পর সমান্তরাল সরলরেখাকে দুইটি সরলরেখা ছেদ করলে অনুরুপ অংশগুলো সমানুপাতিক হবে।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, AB, CD, EF তিনটি সমান্তরাল সরলরেখা। PQR ও LMN দুইটি সরলরেখা উক্ত সরলরেখাগুলোকে যথাক্রমে P,L; Q,M; R,N বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, PQ : QR = Lm : MN

অঙ্কনঃ

P,N যোগ করি। PN সরলরেখা QM সরলরেখাকে O বিন্দুতে ছেদ করে।

প্রমাণঃ

PRN-এ QO।।RN

PQ : QR = PO : ON ………..(i)

[ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে]

আবার, NPL-এ OM।।PL

PO : ON = LM : MN ………..(ii) [একই কারণ]

সমীকরণ (i) ও (ii) থেকে পাই,

PQ : QR = LM : MN (প্রমাণিত)

৩. প্রমাণ কর যে, ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় এদের ছেদবিন্দুতে একই অনুপাতে বিভকত হয়।

সমাধানঃ


বিশেষ নির্বচনঃ

মনে করি, ABCD ট্রাপিজিয়ামের AB ও DC বাহুদ্বয় সমান্তরাল এবং এর কর্ণদ্বয় AC ও BD, O বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে, OA : OC = OB : OD

প্রমাণঃ

যেহেতু AB ।। DC এবং AC ছেদক।

∠BAC = ∠ACD [একান্তর কোণ বলে]

আবার, AB ।। DC এবং BD তাদের ছেদক,

∴∠ABD=∠BDC [একান্তর কোণ বলে]

এখন, △AOB COD-এ

∠OAB=∠OCD এবং ∠OBA=∠ODC

△AOB △COD  সদৃশ

সদৃশ ত্রিভুজের অনুরুপ বাহুগুলো সমানুপাতিক হওয়ায়,

OA : OC = OB : OD (প্রমাণিত)

৪. প্রমাণ কর যে, ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, E ও F যথাক্রমে ABCD ট্রাপিজিয়ামে তির্যক বাহু AD ও BC এর মধ্যবিন্দু। E, F যোগ করি। প্রমাণ করতে হবে যে, EF রেখাংশ AB ও DC এর সমান্তরাল।

অঙ্কনঃ AD ও BC বাহুদ্বয়কে বর্ধিত করি যে বর্ধিত AD ও BC, O বিন্দুতে মিলিত হয়।

প্রমাণঃ

△OAB-এ DC।।AB

OD/DA = OC /CB

[ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে]

বা,  OD/2DE = OC/2CF [E, F যথাক্রমে AD ও BC এর মধ্যবিন্দু]

বা,  OD/DE=OC/CF [2 দ্বারা গুণ করে]

EF।।DC কিন্তু DC।।AB

বা,  DC।।EF।।AB (প্রমাণিত)

৫. ABC ত্রিভুজের AD ও BE মধ্যমাদ্বয় পরস্পর G বিন্দুতে ছেদ করেছে। G বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত DE এর সমান্তরাল রেখাংশ AC কে F বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে, AC=6EF

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, ABC ত্রিভুজের AD ও BE মধ্যমাদ্বয় পরস্পর G বিন্দুতে ছেদ করেছে। G বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত DE এর সমান্তরাল রেখাংশ GF, AC কে F বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, AC=6EF

প্রমাণঃ

ADE এ DE।।GF

AG/GD=AF/EF [ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে]

বা,  2GD/GD=AF/EF [ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পরকে 2 : 1 অনুপাতে বিভক্ত করে]

বা,  2=AF/EF

      2+1         AF+EF

বা, ------- = ----------
        1            EF

[যোজন করে]

বা,  3=AE/EF

বা,  AE=3EF

বা,  2AE=6EF

বা,  AC= 6EF [E, AC এর মধ্যবিন্দু বলে AC=AE]

AC=6EF (প্রমাণিত)

৬. △ABC এর BC বাহুস্থ যেকোনো বিন্দু X এবং AX রেখাস্থ O একটি বিন্দু। প্রমাণ কর যে, △AOB : △AOC = BX : XC

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, △ABC এর BC বাহুস্থ যেকোনো বিন্দু X এবং AX রেখাস্থ O একটি বিন্দু। প্রমাণ করতে হবে যে, △AOB : △AOC = BX : XC

প্রমাণঃ

OBX ও OCX এর উচ্চতা একই, এখানে একই শীর্ষ বিন্দু A

OBX : OCX = BX : XC …………(i)

[দুইটি ত্রিভুজের উচ্চতা সমান হলে এদের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত ও ভুমিদ্বয়ের অনুপাত সয়ান হয়]

আবার,

OBX ও △AOB এর উচ্চতা একই, এখানে একই শীর্ষ বিন্দু B

OBX : △AOB = OX : AO …………(ii)

এবং

OCX ও AOC এর উচ্চতা একই, এখানে একই শীর্ষ বিন্দু C

OCX : AOC = OX : AO …………(iii)

(ii) ও (iii) থেকে পাই,

OBX : OBA=OCX : OAC

       OBX         OCX

বা, ---------- = ----------
       △AOB         AOC

       OBX         △AOB

বা, ---------- = ----------
       OCX         AOC

বা, OBX : OCX = △AOB : AOC

বা, BX : XC = △AOB : AOC

বা, △AOB : △AOC = BX : XC (প্রমাণিত)

৭. ABC এর ∠A এর সমদ্বিখন্ডক BC কে D বিন্দুতে ছেদ করে। BC এর সমান্তরাল কোনো রেখাংশ AB AC কে যথাক্রমে E F বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে, BD : DC = BE : CF

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, ABC এর ∠A এর সমদ্বিখন্ডক BC কে D বিন্দুতে ছেদ করে। BC এর সমান্তরাল EF রেখাংশ AB AC কে যথাক্রমে E F বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, BD : DC = BE : CF

প্রমাণঃ

ABC-এ A এর সমদ্বিখন্ডক AD

BD : DC = AB : AC …………..(i)

[ত্রিভুজের যেকোনো কোণের অন্তর্দ্বিখন্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত করে]

আবার,

EF।।BC

     AE          AF

∴ -------- = ---------
     BE           CF

        AE+BE         AF+CF

বা,  ------------- = ------------
           BE                 CF

[যোজন করে]

        AB          AC

বা,  --------- = ---------
         BE           CF

        AB          BE

বা,  --------- = ---------
         AC          CF

বা, AB : AC = BE : CF

বা, BD : DC = BE : CF [(i) নং হতে মান বসিয়ে]

∴ BD : DC = BE : CF (প্রমাণিত)

৮. ABC ও DEF সদৃশকোণী ত্রিভুজদ্বয়ের উচ্চতা AM ও DN হলে প্রমাণ কর যে, AM : DN = AB : DE

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, ABC ও DEF দুইটি সদৃশকোণী ত্রিভুজ এবং এদের উচ্চতা যথাক্রমে AM ও DN। প্রমাণ করতে হবে যে, AM : DN = AB : DE

প্রমাণঃ

ABC ও DEF সদৃশকোণী

∴ ∠A=∠D; ∠B=∠E; ∠C=∠F

আবার, ABM ও DEN-এ

∠ABM=∠DEN [শর্তমতে]

এবং ∠AMB=∠DNE=এক সমকোণ

ABM ও DEN সদৃশকোণী ও সদৃশ।

    AM        AB

∴ --------= ---------
     DN           DE

[সদৃশকোণী ত্রিভুজের অনুরুপ বাহুগুলো সমানুপাতিক]

বা, AM : DN = AB : DE (প্রমাণিত)

৯. পাশের চিত্রে BC।।DE



ক) প্রমাণ কর △BOC △DOE সদৃশ

সমাধানঃ

BOC ও △DOE এর মধ্যে,

∠BOC=∠DOE [বিপ্রতীপ কোণ বলে]

∠BCO=∠ODE [একান্তর কোণ বলে, DC।।DE এবং CD ছেদক]

এবং, ∠CBO=∠OED [একান্তর কোণ বলে, DC।।DE এবং BE ছেদক]

△BOC △DOE সদৃশকোণী

অতএব, △BOC △DOE সদৃশ (প্রমাণিত)

খ) প্রমাণ কর যে, AD : BD = AE : CE

সমাধানঃ

পাঠ্যবই এর অনুশীলনী ১৪ এর উপপাদ্য ২৮ দ্রষ্টব্য।

গ) প্রমাণ কর, BO : OE = CO : OD

সমাধানঃ

ক হতে পাই, △BOC △DOE সদৃশকোণী

    OB           OC

∴ --------- = ----------
    OE             OD

∴ BO : OE = CO : OD (প্রমাণিত)

এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।

Make CommentWrite Comment