Amar Ganit Class 4 – স্কুলে টিফিন খাই – হুবহু পাঠ ১৩ – পাতা (১০২-১০৭)

Amar Ganit Class 4 – স্কুলে টিফিন খাই – হুবহু পাঠ ১৩ – পাতা (১০২-১০৭), পশ্চিমবঙ্গ প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণি, Amar Ganit Class 4 Solutions, SMB,

স্কুলে টিফিন খাই

বরুণ মালা বাঁকুড়া জেলার রবীন্দ্রভবন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ওরা দুজনে চতুর্থ শ্রেণির একই বিভাগে পড়ে। প্রতিদিন বরুণ মালা একসঙ্গে টিফিনে মিড-ডে মিল খায়। আজ মালা একটি পাউরুটি একটি আপেল এনেছে। স্কুল ছুটির পর ওরা দুজনে প্রত্যেকে অর্ধেক করে পাউরুটি আপেল খাবে। ওরা গোটা জিনিসকে সমান দু-ভাগ করে খাবে। ওরা প্রত্যেকে অর্ধেক রুটি অর্ধেক আপেল খাবে।

এবার বুঝলাম, ‘অর্ধেকনেওয়া মানে গোটা জিনিসকে সমান দু-ভাগ করে তার একভাগ নেওয়া।

আমার কাছে দুটি লজেন্স আছে। সমান দু-ভাগের একভাগ কটি হবে।

সমাধানঃ

সমান দু-ভাগ করে একভাগ হবে একটি লজেন্স। অর্থাৎ আমরা প্রত্যেকে ১টি করে লজেন্স খাব।

কিন্তু অর্ধেক হলো সমান ভাগের ভাগ। ছোটো করে কীভাবে লিখব?

অর্ধেক = সমান ভাগের ভাগ = /অংশ

এখানে, / এর লব হর


আজ টিফিনের পরে আমাদের আঁকার ক্লাস। সুনীত দিদিমণির আঁকার ক্লাস। তিনি প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি আয়তক্ষেত্রাকার কাগজ দিয়ে সমান দু-ভাঁজ করতে বললেন।

আমরা কাগজের মাঝ বরাবর নিন্মের চিত্রানুসারে স্কেল দিয়ে দাগ টানি এবং এই দাগ বরাবর কাগজটিকে ভাজ করি।

স্কুলে টিফিন খাই এর পাঠে ছবি আঁকা অংশে কাগজকে দ্বিখন্ডিত করা

দিদিমণি একটি ভাজে সবুজ রং অপর ভাজে যেমন খুশি আঁকতে বললেন। আমি অর্ধেক জায়গায় সবুজ রং দিলাম বাকী অর্ধেক জায়গায় গাছ আঁকলাম।

দুই ভাগে দুই রকম ছবি অঙ্কন

অর্ধেক মানে সমান ভাগের ভাগ।

/-এর লব হর

রোহিত ঠিক করল অপর ভাঁজে দুটি ছবি আঁকবে। তাই, রোহিত তার কাগজকে সমান টি ভাগে ভাগ করল। সে তার কাগজের সমান ভাগের ভাগে ফুল আঁকল।

ভগ্নাংশের প্রকাশ মূলক ছবি

আমি আমার কাগজের /অংশে আঁকলাম। রোহিত তার কাগজের /অংশে ফুল এঁকেছে।


ছবি দেখি ফাঁকা ঘরে লেখার চেষ্টা করি [পাতা-১০৪]

ছবি দেখে লেখা - ১

সমান ভাগের ভাগে আঁকা হয়েছে। তাই আঁকা হয়েছে অংশে। এখানে লব হর

একটি ঘরে তালগাছ অঙ্কন

সমান ভাগের ভাগে ছবি আঁকা আছে। তাই অংশে ছবি আছে। এখানে লব এবং হর

একটি ভাগে সবুজ কালার

সবুজ রং আছে সমান ভাগের ভাগ। /অংশে সবুজ রঙ আছে। এখানে লব হর

ছবি দেখলাম ও আঁকলাম

লাল রং সমান ভাগের ভাগ /অংশ

হলুদ রঙ সমান ভাগের ভাগ /অংশ

নীল রঙ সমান ভাগের ভাগ /অংশ


ছবি দেখি ফাঁকা ঘরে কতটা অংশে রঙিন লিখি [পাতা-১০৫]

কতটা রঙিন তা দেখি

সমাধানঃ

() /অংশ

() /অংশ

() /অংশ

() /অংশ

() /অংশ

() /অংশ


নীচে ঠিকমতো অংশে যেমন খুশি রং দিই [পাতা-১০৫]

ঠিক অংশকে রঙিন করি

সমাধানঃ

ঠিক অংশকে রঙিন করি এর উত্তর

রং করা ঘর গুনে লিখি কত অংশে কোন রং করা আছে লিখি।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

সমাধানঃ

লাল রং আছে = /৪৮অংশে

হলুদ রং আছে = /৪৮অংশে

নীল রং আছে = /৪৮অংশে

সবুজ রং আছে /৪৮অংশে

রং দেওয়া হয়নি ২৩/৪৮অংশে


ছবি দেখি রং করি বা রং দেখে লিখি [পাতা-১০৬]

প্রথমে নিচের ছবিগুলো লক্ষ্য করি লব, হর ভগ্নাংশ লিখ।

লব, হর ও ভগ্নাংশ লিখি

সমাধানঃ

 
লব
হর
ভগ্নাংশ
()
/
()
/
()
/
()
/

এবার, লব, হর বা ভগ্নাংশ দেখে প্রদত্ত ছবিগুলোতে রং করি।

 
লব
হর
ভগ্নাংশ
()
__/__
()
__
__
/
()
__/__
()
__
__/__

সমাধানঃ

পাঠ্যপুস্তকে প্রদত্ত চিত্রগুলোকে উপরের তথ্য অনুসারে রঙিন করে নিচে দেখানো হলো।

 
লব
হর
ভগ্নাংশ
()
/
()
/
()
/
()
/

চিত্রগুলো নিন্মরুপঃ

ভগ্নাংশকে ছবির মাধ্যমে প্রকাশ

ছবি দেখি দু-দিক মেলাই [পাতা-১০৭]

বন্ধুরা, আমরা এখানে দুই দিকে দাগ টেনে মিল করে নিচের ছবিতে দেখানো হয়েছে।

দাগ টেনে মিল করি

ঘরে লিখি বা বুঝে রঙিন করি [পাতা-১০৭]

প্রথমে আমরা ঘরে লিখি অংশের সমাধান নিচে দেওয়া হলোঃ

__
__
__
__

/অংশ

__
__
__
__
__
__
__
__
 

/অংশ

__
__
__
__
__
__
__
__
 

/অংশ

এবার, বুঝে রঙিন অংশের সমাধান নিচে দেওয়া হলোঃ

/অংশ

__
__
__
__
__
__

/অংশ

✿✿✿
✿✿✿

/অংশ

𓆟𓆟
𓆟𓆟
𓆟𓆟
𓆟𓆟

/অংশ


 /অংশ


অধ্যায় বিষয়বস্তু আলোচনাঃ স্কুলে টিফিন খাই পাঠে মূলত আমরা ভগ্নাংশ বিষয়ে প্রাথমিক ধারনা পেয়েছি। যেমন কোন কিছুকে যখন একক বা ধরা হয় আর তার একটা অংশকে নিয়ে হিসাব কষা হয় তখন এই ভগ্নাংশ চলে আসে। আর ভগ্নাংশকে আমরা উপর নিচে যে সংখ্যা দ্বারা প্রকাশ করি তাকে লব হর বলে। বন্ধুরা, আমাদেরকে লিখে জানিও। ধন্যবাদ।   


পরের পাঠঃ

নাড়ু ভাগ করে খাই


আরওঃ

Amar Ganit Class 4 এর সকল পাঠ

Make CommentWrite Comment