SSC (Class 9-10) Math BD: নবম-দশম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-২.২ সেট ও ফাংশনঃ ডোমেন-রেঞ্জ

ssc math solutions,class 9-10 math solution bd,ssc math pdf book, download pdf ssc/nine ten bd,নবম-দশম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-২.২ ডোমেন-রেঞ্জ

সেট ও ফাংশনঃ ডোমেন-রেঞ্জ


১. 8 এর গুণনীয়ক সেট কোনটি?

(ক) {8,16,24,…}   (খ) {1,2,4,8}
(গ) {2,4,8}           (ঘ) {1,2}
উত্তরঃ খ


২. সেট C হতে সেট B এ একটি সম্পর্ক R হলে নিচের কোনটি সঠিক?

() RC   () RB
(গ) R⊆CB    (ঘ) CB⊆R
উত্তরঃ গ


৩. A={1,2}, B={2,5} হলে, P(AB)এর সদস্য সংখ্যা নিচের কোনটি?

(ক) 1    (খ) 2
(গ) 3     (ঘ) 8
উত্তরঃ খ


৪. নিচের কোনটি {x∈N:13<x<17 এবং  x মৌলিক সংখ্যা} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে?

(ক)      (খ) {0}
(গ) { }   (ঘ) {13,17}
উত্তরঃ ক


৫. A∪B={a,b,c} হলে,

(i).. A={a,b}, B={a,b,c}
(ii).. A={a,b,c}, B={b,c}
(iii).. A={a,b}, B={c}

উপর্যুক্ত তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?
(ক) i   (খ) ii
(গ) i ও ii   (ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ


৬. A ও B দুইটি সসীম সেটের জন্য

(i).. AB={(x,y):x∈N এবং y∈B}
(ii).. n(A)=a,n(B)=b হলে, n(AB)=ab
(iii).. AB এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড়।

উপর্যুক্ত তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii     (খ) i ও iii
(গ) ii ও iii  (ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ

A={6,7,8,9,10,11,12,13} হলে, নিচের ৭-৯ প্রশ্নগুলোর উত্তর দাওঃ


৭. A সেটের সঠিক প্রকাশ কোনটি?

(ক) { x∈N:6<x<13}   (খ) { x∈N:6≤x<13}
(গ) {x∈N:6≤x≤13} (ঘ) { x∈N :6<x≤13}
উত্তরঃ গ


৮. A সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি?

(ক) {6,8,10,12}   (খ) {7,9,11,13}
(গ) {7,11,13}  (ঘ) {9,12}
উত্তরঃ গ


৯. A সেটের 3 এর গুণিতকগুলোর সেট কোনটি?

(ক) {6,9}    (খ) {6,11}
(গ) {9,12}  (ঘ) {6,9,12}
উত্তরঃ ঘ


১০. যদি A={3,4}, B={2,4}, x∈A এবং y∈B হয়, তবে A ও B এর উপাদানগুলোর মধ্যে x>y সম্পর্ক বিবেচনা করে অন্বয়টি নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে, A={3,4}, B={2,4}, x∈A এবং y∈B
প্রশ্নমতে, অন্বয় R={(x,y):x∈A, y∈B এবং x>y}
এখন,
AB={3,4}{2,4}
={(3,2),(3,4),(4,2),(4,4)}
R={(3,2),(4,2)}
নির্ণেয় অন্বয়={(3,2),(4,2)}


১১. যদি C={2,5}, D={4,6,7}, x∈C এবং y∈D হয়, তবে C ও D এর উপাদানগুলোর মধ্যে x+1<y সম্পপর্ক বিবেচনা করে অন্বয়টি নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে, C={2,5}, D={4,6,7}, x∈C এবং y∈D
প্রশ্নমতে, অন্বয় R={(x,y):xC, y∈D এবং x+1<y}
এখন,
CD={2,5}{4,6}
={(2,4),(2,6),(5,4),(5,6)}
R={(2,4),(2,6)}
নির্ণেয় অন্বয়={(2,4),(2,6)}


১২. f(x)=x4+5x-3 হলে, f(-1), f(2) এবং f(1/2) এর মান নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে, f(x)=x4+5x-3
f(-1)= (-1)4+5(-1)-3=1-5-3=-7;
(f(2)= 24+52-3=16+10-3=23
এবং, f(1/2)= (1/2)4+5(1/2)-3=1/16+5/2-3=(1+40-48)/16=-7/16


১৩. যদি f(y)=y3+ky2-4y-8 হয়, তবে k এর কোন মানের জন্য f(-2)=0 হবে?

সমাধানঃ

দেওয়া আছে, f(y)=y3+ky2-4y-8
f(-2)= (-2)3+k(-2)2-4(-2)-8=-8+4k+8-8=-8+4k
প্রশ্নমতে, f(-2)=0 হবে
তাহলে, -8+4k=0
বা, -8=-4k
বা, 4k=8
বা, k=8/4
বা,  k=2
k এর নির্ণেয় মান 2


১৪. f(x)=x3-6x2+11x-6 হয়, তবে x এর কোন মানের জন্য f(x)=0 হবে?

সমাধানঃ

দেওয়া আছে, f(x)=x3-6x2+11x-6
প্রশ্নমতে, f(x)=0 হবে
তাহলে, x3-6x2+11x-6=0
বা, x3-x2-5x2+5x+6x-6=0
বা, x2(x-1)-5x(x-1)+6(x-1)=0
বা, (x2-5x+6)(x-1)=0
বা, (x-1){x2-3x-2x+6)}=0
বা, (x-1){x(x-3)-2(x-3)}=0
বা, (x-1)(x-3)(x-2)=0
বা, x-1=0; x-3=0; x-2=0
বা, x=1, x=3, x=2
x এর নির্ণেয় মান 1,2 বা 3.


১৫. যদি f(x)=(2x+1)/(2x-1) হয়, তবে {f(1/x2)+1}/{f(1/x2)-1} এর মান নির্ণয় কর।

সমাধানঃ     

দেওয়া আছে,

 

f(x) =

2x+1

-------
2x-1

 

f(1/x2) =  

2.(1/x2)+1

----------------
2.(1/x2)-1

 

=

2/x2+1

-----------
2/x2-1

 

 

=

2+x2

----------
x2
-----------
2-x2
----------
x2

 

=

2+x2

------
x2

 

x2

---------
2-x2

 

=

2+x2

---------
2-x2

 

f(1/x2)+1=

2+x2

------------
2-x2

 

+

 

1

 

2+x2+2-x2

----------------
2-x2

 

4

----------
2-x2

 

f(1/x2)-1=

2+x2

--------
2-x2

 

-

 

1

 

=

2+x2-2+x2

-------------
2-x2

 

=

2x2

-------------
2-x2

{f(1/x2)+1}/{f(1/x2)-1}=

 

4

------
2-x2


/

2x2

---------
2-x2


=

4

------
2-x2

 

2-x2

-------
2x2

 

=

2

-----
x2

১৬. g(x)=(1+x2+x4)/x2 হলে, দেখাও যে, g(1/x2)=g(x2)

সমাধানঃ

দেওয়া আছে,

 

g(x)

 

=

1+x2+x4

-----------
x2


g(1/x2)

 

=

1+(1/x2)2+(1/x2)4

----------------
(1/x2)2

 

=

1+1/x4+1/x8

----------------
1/x4

 

 

=

x8+x4+1

----------
x8
------------
1
------------
x4

 

=

(x8+x4+1)x4

------------------
x8

 

=

x8+x4+1

-----------
x4

 

g(x2)

 

=

1+(x2)2+(x2)2

-----------------
(x2)2

  =

1+x4+x8

------------
x4

g(1/x2)

=

g(x2(দেখানো হলো)


১৭. নিচের অন্বয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় কর।


ক) R={(2,1),(2,2),(2,3)}

সমাধানঃ

প্রদত্ত R অন্বয়ের ক্রম্পজোড়গুলোর প্রথম উপাদান 2 এবং ২য় উপাদানগুলো 1,2,3.
ডোমেন R={2}
রেঞ্জ R{1,2,3}


খ) S={(-2,-4),(-1,1)(0,0),(1,1),(2,4)}

সমাধানঃ

প্রদত্ত S অন্বয়ের ক্রম্পজোড়গুলোর প্রথম উপাদান -2,-1,0,1,2 এবং ২য় উপাদানগুলো 0,1,4.
ডোমেন R={-2,-1,0,1,2}
রেঞ্জ R{0,1,4}


গ) F={(1/2,0),(1,1),(1,-1),(5/2,2),(5/2,-2)}

সমাধানঃ

প্রদত্ত F অন্বয়ের ক্রম্পজোড়গুলোর প্রথম উপাদান 1/2,1,5/2 এবং ২য় উপাদানগুলো -2,-1,0,1,2.
ডোমেন R={1/2,1,5/2}
রেঞ্জ R{-2,-1,0,1,2}


১৮. নিচের অন্বয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় কর।


ক) R={(x,y):x∈A,y∈A এবং x+y=1} যেখানে A={-2,-1,0,1,2}

সমাধানঃ

দেওয়া আছে, R={(x,y):x∈A,y∈A এবং x+y=1}, A={-2,-1,0,1,2}
প্রদত্ত শর্ত হতে, x+y=1 বা, y=1-x
এখন, x∈A এর জন্য, y=1-x এর মান নির্ণয় করিঃ
x
-2
-1
0
1
2
y
3
2
1
0
-1
যেহেতু, 3∉A সেহেতু, (-2,3) ∉R.
R={(-1,2),(0,1),(1,0),(2,-1)}
ডোমেন R={-1,0,1,2}
রেঞ্জ R={-1,0,1,2}


খ) F={(x,y):x∈C,y∈C এবং y=2x} যেখানে C={-1,0,1,2,3}

সমাধানঃ

দেওয়া আছে, F={(x,y):x∈C,y∈C এবং y=2x}, C={-1,0,1,2,3}
প্রদত্ত শর্ত হতে, y=2x
এখন, x∈C এর জন্য, y=2x এর মান নির্ণয় করিঃ
x
-1
0
1
2
3
y
-2
0
2
4
6
যেহেতু, -2,4,6∉C সেহেতু, (-1,-2),(2,4),(3,6) ∉F.
F={(0,0),(1,2)}
ডোমেন F={0,1}
রেঞ্জ F={0,2}


১৯. ছক কাগজে (-3,2), (0,-5), (1/2, -5/6) বিন্দুগুলো স্থাপন কর।

সমাধানঃ



মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x অক্ষ ও y অক্ষ। o মূলবিন্দু। ছক কাগজের উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরি।
(-3,2) বিন্দুর ভুজ =-3 এবং কোটি=2। কাজেই  x অক্ষের দিকে বামে -3 একক গিয়ে y অক্ষের ওপরের দিকে 2 একক যাওয়ার পর যে বিন্দুটি পাওয়া যাবে সেটিই হবে (-3,2) বিন্দুর অবস্থান।
অনুরুপভাবে, (0,-5), (1/2, -5/6) বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি।
(0,-5) y O OY’ 5 (0,-5)
(1/2,-5/6) O OX OY’ (1/2,-5/6)


২০. ছক কাগজে (1,2), (-1,1), (11,7) বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে, বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত।

সমাধানঃ




মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x অক্ষ ও y অক্ষ। o মূলবিন্দু। ছক কাগজে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরি এবং (1,2), (-1,1), (11,7) বিন্দুগুলো স্থাপন করি। বিন্দু তিনটি যোগ করে একটি সরলরেখা পেলাম। অর্থাৎ, বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত (দেখানো হলো)।


২১. সার্বিক সেট U={x:x∈N এবং x বিজোড় সংখ্যা}

A={x:x∈N এবং 2≤x≤7}
B={x:x∈N এবং 3<x<6}
C={x:x∈N এবং x2>5 এবং x3<130}


ক) A সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।

সমাধানঃ

দেওয়া আছে, U={x:x∈N এবং x বিজোড় সংখ্যা}; A={x:x∈N এবং 2≤x≤7}
আমরা জানি, স্বাভাবিক সংখ্যার সেট N={1,2,3,4,5……..}
তাহলে, 2 হেকে 7 পর্যন্ত বিজোর সংখ্যাসমূহ 3,5,7
A={3,5,7}

গ) BC এবং P(AC) নির্ণয় কর।

সমাধানঃ

ক, খ হতে,
A={3,5,7}
B={5}
C={3,5}
এখন,
A∩C={3,5,7}∩{3,5}={3,5}
P(AC)={{3,5},{3},{5},}
BC={5}{3,5}={(5,3),(5,5)}


২২. ভেনচিত্রটি লক্ষ করিঃ




ক) B সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ কর।

সমাধানঃ

ভেনচিত্র হতে, B সেটের উপাদানগুলোঃ 2,3,5,7 যা মৌলিক সংখ্যা।
নির্ণেয় সেট, B=A={x:x∈N এবং 2≤x≤7}


খ) উদ্দীপক ব্যবহার করে A(B∩C)=(AB)∩(AC) সম্পর্কটির সত্যতা যাচাই কর।

সমাধানঃ

ভেনচিত্রের উদ্দীপদ হতে,
A={1,2,3,4}, B={2,3,5,7}, C={3,4,5,6}
B∩C={2,3,5,7}{3,4,5,6}={3,5}
বামপক্ষ=A(B∩C)= {1,2,3,4}{3,5}={1,2,3,4,5}
আবার,
AB={1,2,3,4}{2,3,5,7}={1,2,3,4,5,7}
AC={1,2,3,4}{3,4,5,6}={1,2,3,5,6}
ডানপক্ষ=(AB)∩(AC)= {1,2,3,4,5,7}{1,2,3,5,6}={1,2,3,4,5}
বামপক্ষ=ডানপক্ষ (সত্যতা যাচাই হলো)


গ) S=(B∪C)CA হলে, ডোম S নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে,
U={1,2,3,4,5,6,7,8}
A={1,2,3,4}, B={2,3,5,7}, C={3,4,5,6}
এখন, BUC={2,3,5,7}U{3,4,5,6}={2,3,4,5,6,7}
(B∪C)C=U-(B∪C)={1,2,3,4,5,6,7,8}-{2,3,4,5,6,7}={1,8}
S=(B∪C)CA={1,8}{1,2,3,4}={1,1),(1,2),(1,3),(1,4),(8,1),(8,2),(8,3),(8,4)}
S অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান  1,8
ডোম S={1,8}


২৩. y=f(x)=(4x-7)/(2x-4) একটি ফাংশন


ক) f(-1/2) এর মান নির্ণয় কর।

সমাধানঃ

 

 

 

দেওয়া আছে,

f(x)

=

4x-7

2x-4

 

f(-1/2)

=

4(-1/2)-7

2(-1/2)-4

 

 

=

-4/2-7

-2/2-4

 

 

=

-2-7

-1-4

 

 

=

-9

-5

 

 

=

9

5

খ) {f(x)+2}/{f(x)-1} এর মান নির্ণয় কর।

সমাধানঃ

 

 

 

 

 

 

দেওয়া আছে,

 

 


 

 

 

 

y

=

f(x)

=

4x-7

2x-4

 

 

 

 

f(x)+2

=

4x-7

2x-4

+

2

 

 

 

 

 

=

4x-7+4x-8

    2x-4

 

 

 

 

=

8x-15

 2x-4

 

 

f(x)-1

=

4x-7

2x-4

-

1

 

 

 

 

=

4x-7-2x+4

   2x-4

 

 

 

 

=

2x-4

2x-3

 

f(x)+2

f(x)-1

=

8x-15

2x-4
2x-4
2x-3

 

 

 

 

 

 

=

8x-15

2x-4

X

2x-4

2x-3

 

 

 

 

8x-15

2x-3

 

 

 


গ) দেখাও যে, f(y)=x

সমাধানঃ

 

 

 

দেওয়া আছে,

 

 

 

 

y=

f(x)=

4x-7

2x-4

 

f(y)=

4y-7

2y-4

এখন,

y=

4x-7

2x-4

 

 

বা, 2xy-4y=4x-7

 

 

বা, 2xy-4x=4y-7

 

 

বা, x(2y-4)=4y-7

 

 

বা, x=

4y-7

2y-7

 

 

বা, x=

f(y)

(দেখানো হলো)

এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।

Make CommentWrite Comment