PSC/Class 5 math BD-অধ্যায় ১১ঃ পঞ্চম শ্রেণি-পরিমাপ (Measurement)

class 5 math solution, psc math,class 5 math book pdf 2021,class five math bangla,class 5 math book pdf 2021,class 5 guide book pdf, পরিমাপ অধ্যায় ১১

পরিমাপ (Measurement)

১১.১ দৈর্ঘ্য


১. খালি ঘরে কোন সংখ্যা বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি।

(১) ১২৩৪ মি =  কিমি মি=কিমি হেমি ডেকামি মি

(২) ৩০৫০ মি=কিমি মি = কিমি ডেকামি

সমাধানঃ

(১) ১২৩৪ মি=১ কিমি ২৩৪মি=১ কিমি ২ হেমি ৩ ডেকামি ৪ মি
(২) ৩০৫০ মি=৩ কিমি ৫০মি = ৩ কিমি ৫ ডেকামি

২. রেজার বিদ্যালয়ের আশপাশের মানচিত্রটির দিকে খেয়াল করি। বিভিন্ন স্থানের পরস্পর দুরত্ব প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন একক ব্যবহার করি।



(১) চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দুরত্ব কত?

(২) রেজা ব্যাঙ্ক অথবা বাজার হয়ে বিদ্যালয়ে যেতে পারে। কোন পথটি কম দুরত্বের?
(৩) এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা তৈরি করি।

সমাধানঃ

(১) চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দুরত্ব
=(৮০০+৪৮০+৯৬৫) মি
=২২৪৫ মি
=২ কিমি ২৪৫ মি
=২ কিমি ২হেমি ৪৫ মি
=২ কিমি ২ হেমি ৪ ডেকামি ৫ মি

(২) ব্যাঙ্ক হয়ে বিদ্যালয়ে যেতে দুরত্ব

=(৬০৫+৪৮০+৩৪০+৪০৫) মি
=১৮৩০ মি
=১কিমি ৮ হেমি ৮৩০ মি
বাজার হয়ে বিদ্যালয়ে যেতে দুরত্ব
=(৮২৫+৮০০+৪৮০+৯৬৫) মি
=৩০৭০ মি
=৩ কিমি ৭০ মি
=৩ কিমি ৭ ডেকামি

(৩) এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা তৈরি করা হলোঃ

(ক) জলিলের বাড়ি থেকে ব্যাঙ্ক হয়ে রেজার বাড়ির দুরত্ব কত?
(খ) উজ্জ্বলের বাড়ি থেকে বিদ্যালয়ের দুরত্ব কত মি?
(গ) রেজার বাড়ি থেকে বাজার হয়ে পোস্ট অফিসের দূরত্ব কত?


১. যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ কর।

(১) ৩০৪২ মি+২০৭৮ মি     (কিমি,হেমি,ডেকামি)

(২) ১২ কিমি ৫১০ মি+২৫ কিমি ৭২০ মি    (কিমি,ডেকামি)
(৩) ৫ কিমি ৩২০ মি-৩৪৯০ মি   (কিমি,হেমি,ডেকামি)
(৪) ৫ কিমি ৩২০ মি-৩২৮০ মি   (কিমি,ডেকামি)

সমাধানঃ

(১) ৩০৪২ মি+২০৭৮ মি    
=৫১২০ মি
=৫ কিমি ১২০ মি
=৫ কিমি ১ হেমি ২০ মি
=৫ কিমি ১ হেমি ২ ডেকামি।

(২) ১২ কিমি ৫১০ মি+২৫ কিমি৭২০ মি 

=১২ কিমি+২৫ কিমি+৫১০ মি+৭২০ মি
=৩৭ কিমি+১২৩০ মি
=৩৭ কিমি+১ কিমি ২৩০ মি
=৩৮ কিমি ২৩০ মি
=৩৮ কিমি ২৩ ডেকামি

(৩) ৫ কিমি ৩২০ মি-৩৪৯০ মি 

=৮৫২০ মি-৩৪৯০ মি
=৫০৩০ মি
=৫ কিমি ৩০ মি
=৫ কিমি ৩ ডেকামি

(৪) ৫ কিমি ৩২০ মি-৩২৮০ মি

=৫০০০ মি+৩২০ মি-৩২৮০ মি
=৫৩২০ মি-৩২৮০ মি
=২০৪০ মি
=২ কিমি ৪০ মি
=২ কিমি ৪ ডেকামি 


২. যদি রেজা মিনিটে ৫৪ মি বেগে হাঁটে, সে এক ঘন্টায় কত কিমি হাঁটতে পারবে?

সমাধানঃ

আমরা জানি,
১ ঘন্টা = ৬০ মিনিট এবং ১ কিমি = ১০০০ মি
এখানে, ৫৪ মি = ০.০৫৪ কিমি
রেজা ৬০ মিনিটে হাঁটে (০.০৫৪x৬০) কিমি = ৩.২৪০ কিমি = ৩.২৪ কিমি।
সুতরাং, রেজা ১ ঘন্টায় ৩.২৪ কিমি হাঁটতে পারবে।

১১.২ ওজন


১. খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি।

(১) ৬২৮৫ গ্রা = কেজি গ্রা = ⬜কেজি হেগ্রা ডেকাগ্রা গ্রা

(২) ৯০৬০ গ্রা = কেজি গ্রা =কেজি ডেকাগ্রা
(৩) ১ কেজি ৩৮২ গ্রা  হেগ্রা
(৪) ২৫ কেজি ৮০০ গ্রা = ডেকাগ্রা
(৫) ৭৫০ গ্রা = ⬜ কেজি

সমাধানঃ

(১) ৬২৮৫ গ্রা = ৬ কেজি ২৮৫ গ্রা ৬ কেজি ২ হেগ্রা ৮ ডেকাগ্রা ৫ গ্রা
(২) ৯০৬০ গ্রা = ৯ কেজি ৬০ গ্রা= ৯ কেজি ৬ ডেকাগ্রা
(৩) ১ কেজি ৩৮২ গ্রা  ১৩.৮২ হেগ্রা
(৪) ২৫ কেজি ৮০০ গ্রা = ২৫৮০ ডেকাগ্রা
(৫) ৭৫০ গ্রা = ০.৭৫০ কেজি


২. বন্ধনীর ভেতর থেকে উপযুক্ত এককটি বাছাই করি।

(১) নিজের ওজন (গ্রা,কেজি,মেট্রিক টন)

(২) বই (গ্রা,কেজি, মেট্রিক টন)
(৩) উড়োজাহাজ (গ্রা,কেজি, মেট্রিক টন)
(৪) খাবার লবন  (গ্রা,কেজি, মেট্রিক টন)

সমাধানঃ

(১) নিজের ওজন এর একক কেজি
(২) বই এর ওজনের একক গ্রা
(৩) উড়োজাহাজ এর ওজনের একক মেট্রিক টন
(৪) খাবার লবন  এর ওজনের একক কেজি।


১. খালিঘরে > বা < চিহ্ন বসাও।

(১) ২.৫ কেজি ১৮০০ গ্রা

(২) ৩৬০০ কেজি ৪ মেট্রিক টন
(৩) ৮৪০ কেজি ০.৭ মেট্রিক টন

সমাধানঃ

(১) ২.৫ কেজি >১৮০০ গ্রা
কারন, ২.৫ কেজি=২.৫x১০০ গ্রা=২৫০০ গ্রা>১৮০০ গ্রা
(২) ৩৬০০ কেজি <৪ মেট্রিক টন
কারন, (৩৬০০÷১০০০) মেট্রিক টন=৩.৬ মেট্রিক টন<৪ মেট্রিক টন
(৩) ৮৪০ কেজি >০.৭ মেট্রিক টন
কারন, ৮৪০ কেজি=(৮৪০÷১০০০) মেট্রিক টন=০.৮৪ মেট্রিক টন>০.৭ মেট্রিক টন।


২. যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীর ভেতরের এককের সাহায্যে প্রকাশ করঃ

(১) ৪৫২৩ গ্রা + ৩৩৮৮ গ্রা (কেজি, হেগ্রা, ডেকাগ্রা, গ্রা)

(২) ২১ কেজি ৩৪০ গ্রা + ২৫ কেজি ৭৫০ গ্রা (কেজি, ডেকাগ্রা)
(৩) ৮৫২০ গ্রা-৩৪৯০ গ্রা (কেজি, হেগ্রা, ডেকাগ্রা)
(৪) ১২ কেজি ২৫০ গ্রা – ৩২৮০ গ্রা (কেজি, ডেকাগ্রা)

সমাধানঃ

(১) ৪৫২৩ গ্রা + ৩৩৮৮ গ্রা
=৭৯১১ গ্রা
=৭ কেজি ৯১১ গ্রা
=৭ কেজি ৯ হেগ্রা ১১ গ্রা
=৭ কেজি ৯ হেগ্রা ১ ডেকাগ্রা ১ গ্রা

(২) ২১ কেজি ৩৪০ গ্রা + ২৫ কেজি ৭৫০ গ্রা

=২১ কেজি + ২৫ কেজি +৩৪০ গ্রা +৭৫০ গ্রা
=৪৬ কেজি +১০৯০ গ্রা
=৪৬ কেজি + ১ কেজি ৯০ গ্রা
=৪৭ কেজি ৯০ গ্রা
=৪৭ কেজি ৯ডেকাগ্রা

(৩) ৮৫২০ গ্রা-৩৪৯০ গ্রা

=৫০৩০ গ্রা
=৫ কেজি ০ হেগ্রা ৩ ডেকাগ্রা
(৪) ১২ কেজি ২৫০ গ্রা – ৩২৮০ গ্রা
=(১২x১০০০) গ্রা+২৫০ গ্রা-৩২৮০ গ্রা
=১২২৫০গ্রা-৩২৮০ গ্রা
=৮৯৭০ গ্রা
=৮ কেজি ৯৭ ডেকাগ্রা


৩. ৩০ কেজি ওজনের  কতজন শিক্ষার্থী ১.৫ মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান?

সমাধানঃ

১.৫ মেট্রিক টন=(১.৫x১০০০) কেজি=১৫০০ কেজি
সুতরাং, শিক্ষার্থীর সংখ্যা=(১৫০০÷৩০) জন=৫০ জন।

১১.৩ আয়তন


১. খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি।

(১) ৪০৫০ লি = কিলি ডেকালি

(২) ৫ লি ৫৮৫ মিলি = সেলি
(৩) ৪ কিলি ৫ লি =  লি
(৪) ৮ লি ২০ মিলি = মিলি
(৫) ৭৫০ মিলি =  লি =  সেলি
(৬) ২১.৫৬ লি =  ডেকালি =  সেলি

সমাধানঃ

(১) ৪০৫০ লি = ৪ কিলি  ৫ ডেকালি

(২) ৫ লি ৫৮৫ মিলি = ৫৫৮.৫ সেলি
(৩) ৪ কিলি ৫ লি = ৪০০৫  লি
(৪) ৮ লি ২০ মিলি = ৮০২০ মিলি
(৫) ৭৫০ মিলি = ০.৭৫  লি = ৭৫  সেলি
(৬) ২১.৫৬ লি = ২.১৫৬ ডেকালি = ২১৫৬ সেলি


২. কত লিটারে এক ঘনমিটার (ঘনমি) হয় তা সহপাঠীদের সাথে আলোচনা করি।

সমাধানঃ

আমরা জানি,
১ লিটার=১০০০ ঘনসেন্টিমিটার={১০০০÷(১০০x১০০x১০০)} ঘনমিটার=০.০০১ ঘনমিটার।
০.০০১ ঘনমিটারে ১ লিটার
১ ঘনমিটারে (১÷০.০০১) লিটার=১০০০ লিটার।
সুতরাং ১০০০ লিটারে ১ ঘনমি হয়।


১. খালি ঘরে > বা < চিহ্ন বসাও

(১) ৫০ লি  ৫০০০ মিলি

(২) ৬৩৫০ ডেকা লি  ২ কিলি
(৩) ৩০০ লি  ১ ঘন মি

সমাধানঃ

(১) ৫০ লি ৫০০০ মিলি
কারন, ৫০ লি=(৫০x১০০০) মিলি=৫০০০০ মিলি > ৫০০০ মিলি
(২) ৬৩৫০ ডেকা লি ২ কিলি
কারন, ৬৩৫০ডেকালি=(৬৩৫০÷১০০) কিলি=৬৩.৫ কিলি > ২ কিলি।
(৩) ৩০০ লি ১ ঘন মি
কারন, ৩০০ লি =(৩০০x১০০০)ঘন সেমি=৩০০০০০ ঘনসেমি=(৩০০০০০÷১০০০০০০) ঘনমি=০.৩ ঘনমি<১ ঘনমি।


২. যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধণিতে দেওয়া এককে প্রকাশ কর।

(১) ৩২৮৩ মিলি +২৬৪৯ মিলি  (লি, ডেকালি, সেলি,মিলি)

(২) ২১ লি ৫৪০ মিলি +১২ লি ৬২৫ মিলি (লি,সেলি)
(৩) ৮৫২ লি-৩৪৯.৮ লি (কিলি)
(৪) ৩২৫ সেলি-১২.৫ সেলি  (লি, মিলি)

সমাধানঃ

(১) ৩২৮৩ মিলি +২৬৪৯ মিলি
=৫ লি ০.০৯৩২ ডেকালি
=৫ লি ০.০৯ ডেকালি+০.০০৩২ ডেকালি
=৫ লি ০.০৯ ডেকালি ৩.২ সেলি
=৫ লি ০.০৯ ডেকালি ৩ সেলি+০.২ মিলি
=৫ লি ০.০৯ ডেকালি ৩ সেলি ২ মিলি

(২) ২১ লি ৫৪০ মিলি +১২ লি ৬২৫ মিলি

=২১ লি+১২ লি +৫৪০ মিলি +৬২৫ মিলি
=৩৩ লি+১১৬৫ মিলি
=৩৩ লি+১ লি+১৬৫ মিলি
=৩৪ লি+১৬৫ মিলি
=৬৪ লি (১৬৫÷১০) সেলি
=৬৪ লি ১৬.৫ সেলি

(৩) ৮৫২ লি-৩৪৯.৮ লি

=৫০২.২ লি
=০.৫০২২ লি

(৪) ৩২৫ সেলি-১২.৫ সেলি

=৩১২.৫ সেলি
=৩ লি+০.১২৫ লি
=৩ লি+(০.১২৫x১০০০)মিলি
=৩ লি ১২৫ মিলি


৩. একতি পাত্রে ২৫০মিলি কমলার জুস রয়েছে। আমরা এরুপ ৪০টি পাত্র কিনলে তাতে কত লিটার জুস পাব?

সমাধানঃ

১টি পাত্রে কমলার জুস রয়েছে ২৫০ মিলি
৪০টি পাত্রে কমলার জুস রয়েছে (২৫০x৪০) মিলি=১০০০০ মিলি=(১০০০০÷১০০০)লি=১০ লি।

অনুশীলনী ১১(ক)


১. রাজুর উচ্চতা ১.৩৫ মি এবং তার ভাইয়ের উচ্চতা ৯.৬ ডেসিমি। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কর সেন্টিমিটার?

সমাধানঃ

রাজুর উচ্চতা=১.৩৫ মি=(১.৩৫x১০০) সেমি=১৩৫ সেমি
রাজুর ভাইয়ের উচ্চতা=৯.৬ ডেসিমি=(৯.৬÷১০) মি=০.৯৬ মি=(০.৯৬x১০০)সেমি=৯৬ সেমি।
সুতরাং দুইজনের ওজনের পার্থক্য=(১৩৫-৯৬)সেমি=৩৯ সেমি।


২. একজন দর্জির কাছে ৩৭৫ সেন্টিমিতার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে ১৫টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন?

সমাধানঃ

১৫টি শার্টের জন্য কাপড় ব্যবহার করেন ৩৭৫ সেন্টিমিটার
১ টি  শার্টের জন্য কাপড় ব্যবহার করেন (৩৭৫÷১৫) সেন্টিমিটার=২৫ সেন্টিমিটার।


৩. রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার করে হাতে। কে দ্রুত হাঁটে?

সমাধানঃ

আমরা জানি, ১ মিইনিট=৬০ সেকেন্ড
রেজা ৬০ সেকেন্ডে হাঁটে ৪৫ মিটার
রেজা ১ সেকেন্ডে হাঁটে (৪৫÷৬০) মিটার=০.৭৫ মিটার=(০.৭৫x১০০) সেমি=৭৫ সেমি
এখন রেজা ১ সেকেন্ডে হাঁটে ৭৫ সেমি
        মিনা ১ সেকেন্ডে হাঁটে ৮০ সেমি
৮০> ৭৫
সুতরাং মিনা দ্রুত হাঁটে।


৪. লতিফ বাজারে গিয়ে ৩.৫ কেজি চাল, ৮ হেগ্রা সবজি এবং ২৪০০ গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন?

সমাধানঃ

চাল, সবজি ও মাংস কিনলেন
=৩.৫ কেজি+৮ হেগ্রা+২৪০০ গ্রাম
=৩.৫ কেজি+(৮x১০০) গ্রা+২৪০০ গ্রা
=৩.৫ কেজি+৮০০ গ্রা+২৪০০ গ্রা
=৩.৫ কেজি+৩২০০ গ্রা
=৩.৫ কেজি+৩.২ কেজি
=৬.৭ কেজি।
সুতরাং তিনি ৬.৭ কেজি বাজার করলেন।


৫. একটি বইয়ের ওজন ১২৪ গ্রাম। ৮০টি বইয়ের ওজন কত কেজি হবে?

সমাধানঃ

১টি বইয়ের ওজন ১২৪ গ্রাম
৮০টি বইয়ের অজন=১২৪x৮০ গ্রাম=৯৯২০ গ্রাম=(৯৯২০÷১০০০) কেজি=৯.৯২ কেজি।


৬. ৮ জন লকের ওজন ৪৫১.২ কেজি। তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম?

সমাধানঃ

৮ জন লোকের ওজন ৪৫১.২ কেজি
তাহলে গড় ওজন=(৪৫১.২÷৮)  কেজি=৫৬.৪ কেজি
এখন,
৫৬.৬ কেজি
=(৫৬.৬x১০০০) গ্রাম
=৫৬৪০০ গ্রাম
=(৫৬৪০০÷১০০) হেক্টোগ্রাম
=৫৬৪ হেক্টোগ্রাম।
তাদের গড় ওজন=৫৬৪ হেক্টোগ্রাম।


৭. একটি বোতলে ৭৫ সেন্টিলিটার তেল ছিল। শান্তি ওই বোতল থেকে ১৮০ মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে?

সমাধানঃ

বোতলে তেল আছে ৭৫ সেলি=(৭৫÷১০০) লি=০.৭৫ লি
শান্তি ব্যবহার করে=১৮০ মিলি=)১৮৮০÷১০০০) লি=০.১৮ লি
বোতলে তেল থাকে=(০.৭৫-০.১৮) লি= ০.৫৭ লি।


৮. একটি বোতলে আমের জুসের পরিমান ৩৫০ মিলি। ২৪টি বোতলে জুসের পরিমান কত লিটার?

সমাধানঃ

১টি বোতলে আমের জুসের পরিমান ৩৫০ মিলি
২৪ টি বোতলে আমের জুসের পরিমান (৩৫০x২৪) মিলি=৮৪০০ মিলি=(৮৪০০÷১০০০) লি=৮.৪ লি।


৯. একটি পরিবার ৮ দিনে ২০ লি খাবার পানি ব্যবহার করে। ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে?

সমাধানঃ

পরিবারটি,
৮ দিনে খাবার পানি ব্যবহার করে ২০ লি
১ দিনে ব্যবহার করে (২০÷৮) লি= ২.৫ লি= (২.৫x১০) ডেসিল= ২৫ ডেসিলি।

১১.৪ আয়তের ক্ষেত্রফল


১১.৪ এর সমাধানঃ VIEW


১১.৫ সামন্তরিকের ক্ষেত্রফল



১১.৫ এর সমাধানঃ VIEW

১১.৬ ত্রিভুজের ক্ষেত্রফল


১১.৬  এর সমাধানঃ VIEW


অনুশীলনী ১১ (খ)


অনুশীলনী ১১-খ এর সমাধানঃ VIEW

Make CommentWrite Comment