PSC/Class 5 math BD-অধ্যায় ১৪ঃ পঞ্চম শ্রেণি-ক্যালকুলেটর ও কম্পিউটার (Calculator and Computer)

class 5 math solution, psc math,class 5 math book pdf 2021,class five math bangla,class 5 math book pdf 2021,class 5 guide book pdf,ক্যালকুলেটর ও

ক্যালকুলেটর ও কম্পিউটার (Calculator and Computer)

১৪.১ ক্যালকুলেটরের ব্যবহার


১. একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করি।

  (১)২x২x২x২x২x২x২x২x২x২
  (২)১.০৫x১.০৫x১.০৫x১.০৫x১.০৫
  (৩)৩২-৩৪x২৩÷২৫
  (৪)(১১৭০÷২৬-১.৬x২.৫x১০-৪.৮)x৫
  (৫)১.২x৪.৫-০.০৮x৩৫+০.০৮৭÷০.২৯

সমাধানঃ

(১)
প্রথমে ক্যলকুলেটরের ON বোতাম চেপে চালু করি। এরপর হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি।
২x২x২x২x২x২x২x২x২x২=১০২৪

(২)

প্রথমে ক্যলকুলেটরের ON বোতাম চেপে চালু করি। এরপর হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি।
১.০৫x১.০৫x১.০৫x১.০৫x১.০৫=১.২৭৬২৮১৫৬২৫

(৩)

প্রথমে ক্যলকুলেটরের ON বোতাম চেপে চালু করি। এরপর হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি।
২৩÷২৫=০.৯২
৩৪x০.৯২=৩১.২৮
৩২-৩১.২৮=০.৭২

(৪)

প্রথমে ক্যলকুলেটরের ON বোতাম চেপে চালু করি। এরপর হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি।
১১৭০÷২৬=৪৫
১.৬x২.৫x১০=৪০
৪৫-৪০-৪.৮=০.২
০.২x৫=১

(৫)

প্রথমে ক্যলকুলেটরের ON বোতাম চেপে চালু করি। এরপর হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি।
১.২x৪.৫=৫.৪
০.০৮x৩৫=২.৮
০.০৮৭÷০.২৯=০.৩
৫.৪-২.৮+০.৩=২.৯


২. একটি কাগজ ০.১ মিলিমিটার পুরু।যদি কগজটিকে ১০ ভাঁজ করা হয় তাহলে তার পুরুত্ব কত হবে?

সমাধানঃ

ভাঁজ করা কাগজটির পুরুত্ব নির্ণয় করতে হলে ০.১ মিলিমিটারকে ১০ দ্বারা গুণ করতে হবে।
প্রথমে ক্যলকুলেটরের ON বোতাম চেপে চালু করি। এরপর হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি।
০.১x১০=১
১০ ভাঁজ করা কাগজটির পুরুত্ব হবে ১ মিলিমিটার।
 

অনুশীলনী ১৪


১. একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করি।

  (১)১x২x৩x৪x৫x৬x৭x৮x৯x১০
  (২)১.১x১.১x১.১x১.১x১.১x১.১
  (৩)২.৪÷{০.৩x(৪০x০.১২৫-১)}-২
  (৪)(২.৩৫x৪.৯-০.১৫x৬.৩+২৭.৮৩)÷১৫

সমাধানঃ

(১)
প্রথমে ক্যলকুলেটরের ON বোতাম চেপে চালু করি। এরপর হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি।
১x২x৩x৪x৫x৬x৭x৮x৯x১০=৩৮২৮৮০০

(২)

প্রথমে ক্যলকুলেটরের ON বোতাম চেপে চালু করি। এরপর হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি।
১.১x১.১x১.১x১.১x১.১x১.১=১.৭৭১৫৬১

(৩)

প্রথমে ক্যলকুলেটরের ON বোতাম চেপে চালু করি। এরপর হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি।
৪০x০.১২৫=৫
৫-১=৪
০.৩x৪=১.২
২.৪÷১.২=২
২-২=৪

(৪)

প্রথমে ক্যলকুলেটরের ON বোতাম চেপে চালু করি। এরপর হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি।
২.৩৫x৪.৯=১১.৫১৫
০.১৫x৬.৩=০.৯৪৫
১১.৫১৫-০.৯৪৫+২৭.৮৩=৩৮.৪
৩৮.৪÷১৫=২.৫৬


২.ক্যালকুলেটর ব্যবহার করে নিচের কাজগুলো করঃ



(১) ক্যালকুলেটরের চার কোণা থেকে চারটি সংখ্যা নাও (১,৩,৭ ও ৯) এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম ৩ অঙ্কবিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে (বাম হাতের দিক) ৪ বার নাও। যোগফল কত হবে?
কেন উত্তর …….তার কারণ চিন্তা কর।
১২৩+৩৬৯+৯৭৮+৭৪১=……
৩৬৯+৯৮৭+৭৪১+১২৩=……
৯৮৭+৭৪১+১২৩+৩৬৯=……
৭৪১+১২৩+৩৬৯+৯৮৭=……

সমাধানঃ

কেন উত্তর একই তার কারণ চিন্তা করি।
১২৩+৩৬৯+৯৭৮+৭৪১=২২২০
৩৬৯+৯৮৭+৭৪১+১২৩=২২২০
৯৮৭+৭৪১+১২৩+৩৬৯=২২২০
৭৪১+১২৩+৩৬৯+৯৮৭=২২২০
কারণঃ ১,৩,৭ ও ৯ সংখ্যাগুলোদ্বারা শুরু ৩ অঙ্কবিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে ৪ বার নেওয়া হলে দেখা যায় প্রতিক্ষেত্রেই ৩ অঙ্কবিশিষ্ট গঠিত সংখ্যা একই ধরনের হয়ে থাকে। সুতরাং, প্রতিক্ষেত্রেই সংখ্যাগুলোর যোগফল একই হয়।


(২) (১,২,৩,৪,৫,৬,৭,৮ ও ৯) থেকে যেকোনো সংখ্যা নাও এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম ৩ অঙ্কবিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে (বাম হাতের দিক) অথবা ঘড়ির কাঁটার দিক অনুসারে (ডান হাতের দিক) ৪ বার নাও। যোগফল কত হবে?

কেন উত্তর ….. তার কারণ চিন্তা কর।
২১৪+৪৭৮+৮৯৬+৬৩২=……
৮৭৪+৪১২+২৩৬+৬৯৮=……

সমাধানঃ

কেন উত্তর একই তার কারণ চিন্তা কর।
২১৪+৪৭৮+৮৯৬+৬৩২=২২২০
৮৭৪+৪১২+২৩৬+৬৯৮=২২২০
কারণঃ সংখ্যাগুলোকে উপর নিচে সাজিয়ে পাই,

২১৪

৮৭৪

৪৭৮

৪১২

৮৯৬

২৩৬

(+)৬৩২

(+)৬৯৮

২২২০

২২২০

এখানে দেখা যায় যে, ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে সংখ্যাগুলোর একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলোর সাথে ঘড়ির কাঁটার দিক অনুসারে একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলোর মিল রয়েছে।
সুতরাং, দুইটি ক্ষেত্রে সংখ্যাগুলোর যোগফল একই হবে।

এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।

Make CommentWrite Comment