Class 3 Math BD-অধ্যায় ৭ঃ তৃতীয় শ্রেণি-বাংলাদেশি মুদ্রা ও নোট

Class 3 math BD, Class three math solution bd, class 3 math pdf download, তৃতীয় শ্রেণির গণিত সমাধানঃ অধ্যায়ঃ ৭ বাংলাদেশি মুদ্রা ও নোট।

বাংলাদেশি মুদ্রা নোট




পয়সা ও টাকাঃ ১০০ পয়সা=১ টাকা।

#১. সমাধান করিঃ

(১) ১০ টাকার ২০টি নোট = …………. টাকা।                   উত্তরঃ ২০০
(২) ২০ টাকার ৫টি নোট = ………….  টাকা।                   উত্তরঃ ১০০
(৩) ২০ টাকার ৫০টি নোট =………….  টাকা।                  উত্তরঃ ১০০০
(৪) ৫০ টাকার ১০ টি নোট=………….  টাকা।                   উত্তরঃ ৫০০
(৫) ১ টাকার ১০০ টি নোট =………….  টাকা।                  উত্তরঃ ১০০
(৬) ১০০ টাকার ১০ টি নোট=………….  টাকা।                 উত্তরঃ ১০০০
(৭) ৫ টাকার ১০০ টি নোট=………….  টাকা।                   উত্তরঃ ৫০০
(৮) ২০ টাকার ………….  টি নোট =১০০ টাকা।                উত্তরঃ ৫
(৯) ১০০ টাকার ………….  টি নোট=৫০০ টাকা।               উত্তরঃ ৫
(১০) ২ টাকার …………. টি নোট=১০০ টাকা।                   উত্তরঃ ৫০
(১১) ১০০০ টাকার ………….  টি নোট =১০০০০ টাকা।        উত্তরঃ ১০


#২. হিসাব করিঃ

(১) ৫ পয়সা+৫ পয়সা+৫ পয়সা+২৫ পয়সা+২ টাকা=৪০ পয়সা+২টাকা=২টাকা ৪০ পয়সা
(২) ১০ পয়সা+১ পয়সা+৫০ পয়সা+২টাকা+১০টাকা=৬১ পয়সা+১২টাকা=১২টাকা ৬১পয়সা
(৩) ২৫ পয়সা+৫০পয়সা+৫০ পয়সা+১০টাকা+৫০টাকা=১২৫ পয়সা+৬০টাকা=১টাকা+২৫পয়সা+৬০টাকা=৬১টাকা ২৫ পয়সা


#৪ যোগ করিঃ

(১) ২৫টাকা ৬৪ প্যসা+৩৭টাকা ২৮ পয়সা=৬২ টাকা+৯২ পয়সা=৬২টাকা ৯২ পয়সা
(২) ৭৪ টাকা ৪৯ পয়সা+৩৬টাকা ৯৫ পয়সা=১১০ টাকা+১৪৪ পয়সা=১১০ টাকা+১টাকা+৪৪ পয়সা=১১১টাকা+৪৪ পয়সা=১১১টাকা ৪৪ পয়সা।
(৩) ৩৮৭ টাকা ৮১ পয়সা+২৫০২ টাকা ৭৪ পয়সা=২৮৮৯ টাকা+১৫৫ পয়সা=২৮৮৯ টাকা+১ টাকা+৫৫ পয়সা=২৮৯০ টাকা+৫৫ পয়সা=২৮৯০ টাকা ৫৫ পয়সা।


#৫ঃ বিয়োগ করিঃ

(১) ৮৫ টাকা ৬০ পয়সা-৩২ টাকা ২০ পয়সা=৫৩ টাকা ৪০ পয়সা
(২) ৩৮০ টাকা ৯০ পয়সা-২১০ টাকা ৪৫ পয়সা=১৭০ টাকা ৪৫ পয়সা
(৩) ৮৫০ টাকা ৫৫ পয়সা-২৭০ টাকা ৪০ পয়সা=৫৮০ টাকা ১৫ পয়সা
(৪) ৪০১ টাকা ১৫ পয়সা-৯৭ টাকা ৮০ পয়সা=৩০৩ টাকা ৩৫ পয়সা
(৫) ৭০ টাকা-৩২ টাকা ৫০ পয়সা=৩৭ টাকা ৫০ পয়সা


৭.১ নিজে করি


২। নিচের হিসাবগুলো করি

(১) ৩০ টাকা ১০ পয়সা+৪০ টাকা ৮০ পয়সা=৭০ টাকা ৯০ পয়সা
(২) ৪৭ টাকা ৭০ পয়সা-২৯ টাকা ৭৫ পয়সা=১৭ টাকা ৯৫ পয়সা
(৩)                                  (৪)
  ৬৯ টাকা ২৫ পয়সা               ৪৫ টাকা ২০ পয়সা
+২৮ টাকা ৮০ পয়সা              +৫৮ টাকা ৯৫ পয়সা
   ৯৮ টাকা   ৫ পয়সা               ১০৪ টাকা ১৫ পয়সা
(৫)                                           (৬)
   ৫০০ টাকা ৫০ পয়সা              ৩০০ টাকা ১০ পয়সা
 -৩৯৫ টাকা ৭৫ পয়সা              -৩ টাকা   ৫৫ পয়সা
   ১০৪ টাকা ৭৫ পয়সা               ২৯৬ টাকা ৪৫ পয়সা


৩। সুজনের ৭০ টাকা ৫০ পয়সা ছিল। তার মা তাকে মাছ কেনার জন্য ৯৫ টাকা দিলেন। সুজনের কত টাকা হলো?

সমাধানঃ
সুজনের ছিল    ৭০ টাকা ৫০ পয়সা
মা দিল           ৯৫ টাকা ০০ পয়সা
মোট হলো       ১৬৫ টাকা ৫০ পয়সা (যোগ করে)


৪। রিমা ৮৫ টাকা ৭৫ পয়সা দিয়ে একটি বই কিনে। সে দোকানদারকে ১০০ টাকা দেয়। দোকানদার কত টাকা ফেরত দেবেন?

সমাধানঃ
রিমা দোকানদারকে দেয় ১০০ টাকা ০০ পয়সা
রিমার বই কিনতে খরচ   ৮৫ টাকা  ৫০ পয়সা
দোকানদার ফেরত দেবেন ১৪ টাকা ৫০ পয়সা ( বিয়োগ করে)


৫। দুইটি খাতার মূল্য ৬০ টাকা এবং একটি কলমের মূল্য ৪৫ টাকা ৬০ পয়্যসা। বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য ৫০০ টাকার একটি নোট দেয়। দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবেন?

সমাধানঃ
দুইটি খাতার মূল্য ৬০ টাকা ০০ পয়সা
একটি কলমের মূল্য ৪৫ টাকা ৬০ পয়্সা
জিনিসগুলোর দাম ১০৫ টাকা ৬০ পয়সা (যোগ করে)
আবার,
বিজয় দোকানদারকে দিল ৫০০ টাকা ০০ পয়সা
জিনিসগুলোর দাম           ১০৫ টাকা ৬০ পয়সা
দোকানদার ফেরত দেবেন ৩৯৪ টাকা ৪০ পয়সা (বিয়োগ করে)


৬। বেলাল ৮০ টাকা ৭৫ পয়সার চাউল এবং ৩৫ টাকা ৫০ পয়সার সবজি কিনে। সে মোট কত খরচ করে?

সমাধানঃ
বেলাল সবজি কিনে ৩৫ টাকা ৫০ পয়সার
বেলাল চাউল কিনে ৮০ টাকা ৭৫ পয়সা
সে মোট খরচ করে ১১৬ টাকা ২৫ পয়সা।


৭। মিতুর ১১৫ টাকা ৫০ পয়সা ছিল। তার বাবা তাকে ৭৫ টাকা ২৫ পয়সা দিলেন। তার কত টাকা হলো?

সমাধানঃ
মিতুর ছিল      ১১৫ টাকা ৫০ পয়সা
বাবা তাকে দিল ৭৫ টাকা ২৫ পয়সা
তার মোট হলো ১৯০ টাকা ৭৫ পয়সা।


৮। রিয়া ১০০ টাকা নিয়ে দোকানে গেল। সে ৬৯ টাকা ৬৫ পয়সা দিয়ে একটি বই কিনল। তার কাছে কত টাকা থাকল?

সমাধানঃ
রিয়া দোকানে গেল  ১০০ টাকা ০০ পয়সা নিয়ে
বই কিনে খরচ করল ৬৯ টাকা ৬৫ পয়সা
তার কাছে থাকল       ৩০ টাকা ৩৫ পয়সা।


৯। রতন ৩৫ টাকা ৭৫ পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনল। সে দোকানদারকে ৫০ টাকা দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল?

সমাধানঃ
রতন দোকান্দারকে দিল ৫০ টাকা ০০ পয়সা
চানাচুর বাবদ খরচ হল  ৩৫ টাকা ৭৫ পয়সা
দোকানদার ফেরত দিল  ১৪ টাকা ২৫ পয়সা।
Make CommentWrite Comment