JSC/Class 8 Math BD-অধ্যায়ঃ ২.১ অষ্টম শ্রেনি-মুনাফা

Class 8/JSC math BD, Class eight math solution bd, class 8 math pdf download, অষ্টম শ্রেণির গণিত সমাধানঃ অধ্যায়ঃ ২.১ মুনাফা।

মুনাফাঃ 


প্রশ্ন ১। একটি পন্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মুল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয়মুল্য কত?

সমাধানঃ

২০% লাভে ১০০ টাকার পন্যের বিক্রয়মুল্য ১০০+২০=১২০ টাকা

খুচরা বিক্রেতার বিক্রয় মুল্য ১২০ টাকা হলে তার ক্রয়মুল্য ১০০ টাকা 

‘’      ‘’          ‘’                    ‘’          ‘’         ১০০/১২০  টাকা

‘’      ‘’          ‘’          ৫৭৬   ‘’          ‘’          (১০০/১২০)*৫৭৬  টাকা

                                                                        =৪৮০ টাকা

খুচরা বিক্রেতার ক্রয়মুল্য=পাইকারি বিক্রেতার বিক্রয়মুল্য

একইভাবে,

পাইকারি বিক্রেতার বিক্রয় মুল্য ১২০ টাকা হলে তার ক্রয়মুল্য ১০০ টাকা 

‘’      ‘’          ‘’                    ‘’          ‘’         ১০০/১২০ টাকা

‘’      ‘’          ‘’          ৪৮০   ‘’          ‘’           (১০০/১২০)*৪৮০ টাকা

                                                                        =৪০০ টাকা

সুতরাং, পাইকারি বিক্রেতার বিক্রয়মুল্য ৪০০ টাকা।


প্রশ্ন ২। একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫ টাকায় বিক্রি করায় তার % ক্ষতি হোল। ডাল কত টাকায় বিক্রি করলে তার % লাভ হতো?

সমাধানঃ

ক্রয়মুল্য ১০০ টাকা হলে,

% ক্ষতিতে বিক্রয়মুল্য ১০০-=৯৫ টাকা

বিক্রয়মুল্য ৯৫ টাকা হলে ক্রয়মুল্য ১০০ টাকা

         ‘’                    ‘’          ‘’          ১০০/৯৫ টাকা

         ‘’          ২৩৭৫ ‘’          ‘’          (১০০/৯৫)*২৩৭৫ টাকা

                                                            =২৫০০ টাকা

আবার,

% লাভে বিক্রয়মুল্য ১০০+=১০৬ টাকা

ক্রয়মুল্য ১০০ টাকা হলে বিক্রয়মুল্য ১০৬ টাকা

         ‘’                    ‘’          ‘’          ১০৬/১০০ টাকা

         ‘’          ২৩৭৫ ‘’          ‘’          (১০৬/১০০)*২৫০০ টাকা

                                                            =২৬৫০ টাকা

সুতরাং নির্নেয় বিক্রয় মুল্যঃ ২৬৫০ টাকা।


প্রশ্ন ৩। ৩০ টাকায় ১০টি দরে ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কপ্ত লাভ বা ক্ষতি হবে?

সমাধানঃ

১০টি কলার ক্রয়মুল্য ৩০ টাকা

‘’   ‘’          ‘’          ৩০/১০ টাকা

                                    = টাকা

আবার,

১৫টি কলার ক্রয়মুল্য ৩০ টাকা

‘’   ‘’          ‘’          ৩০/১৫ টাকা

                                    = টাকা

+=২টি কলার ক্রয়মুল্য (+) বা টাকা

আবার,

১২টি কলার বিক্রয়মুল্য ৩০ টাকা

‘’   ‘’          ‘’          ৩০/১২ টাকা

‘’   ‘’          ‘’          (৩০/১২)* টাকা

                                    = টাকা

সুতরাং দেখা যাচ্ছে ২টি কলার ক্রয় বিক্রয় মুল্য সমান। তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না।

 

প্রশ্ন ৪ঃ বার্ষিক শতকরা মুনাফার হার ১০.৫ টাকা হলে, ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে?

সমাধানঃ

এখানে, মুনাফার হার r=১০.৫০%

            আসল, p=২০০০টাকা

            সময়, n=৫বছর

আমরা জানি, I=pnr, মুনাফা=আসল*মুনাফার হার*সময়

                                    =২০০০*১০.৫০%*৫ টাকা

                                    =২০০০*১০.৫০*৫/১০০ টাকা

                                    =১০৫০ টাকা

সুতরাং নির্নেয় মুনাফা ১০৫০টাকা


প্রশ্ন ৫।  বার্ষিক মুনাফা শতকরা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে, ৩০০০ টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে?

সমাধানঃ

মুনাফার হার কমে=(১০-৮)টাকা=২ টাকা

১০০ টাকায় ১ বছরের মুনাফা কমে ২ টাকা

১        ‘’     ১   ‘’          ‘’          ‘’ ২/১০০ টাকা

৩০০০  ’’   ১  ‘’          ‘’          ‘’ ২*৩০০০/১০০ টাকা

৩০০০  ‘’  ৩  ‘’          ‘’          ‘’ ২*৩০০০*৩/১০০ টাকা

                                                =১৮০ টাকা

সুতরাং, মুনাফা কমে ১৮০ টাকা। 


প্রশ্ন ৬। বার্ষিক শতকরা মুনাফা কত হেল, ১৩০০০ টাকা বছের মুনাফা- আসেল ১৮৮৫০ টাকা হবে?

সমাধান :

এখানে, আসল, P = ১৩০০০ টাকা

মুনাফা, I = মুনাফা- আসলআসল

= (১৮৮৫০১৩০০০) টাকা

= ৫৮৫০ টাকা

সময়, n = বছর

মুনাফার হার r = ?

আমরা জানি, I = Prn

বা, r =I/Pn

অর্থাৎ,

                     মুনাফা
মুনাফার হার = ------------
                   আসল*সময়
      ৫৮৫০
 = --------- 
     ১৩০০*৫
 =৯%

সুতরাং, মুনাফার হার %


প্রশ্ন ৭। বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল ৮ বছের মুনাফা- আসল দ্বিগুন হবে?

সমাধান,

মনে করি,

আসল = ১০০ টাকা

প্রশ্নমতে,

৮ বছর পর মুনাফা-আসল = (১০০ × ২) টাকা

= ২০০ টাকা

৮ বছের মুনাফা হয় (২০০ – ১০০) টাকা

= ১০০ টাকা

এখানে,

আসল, P = ১০০ টাকা

মুনাফা, I = ১০০ টাকা

মুনাফার হার r = ?

 বা,  r=১২.৫%

সুতরাং, মুনাফার হার ১২.৫%


প্রশ্ন ৮। ৬৫০০ টাকা যে হার মুনাফায় ৪ বছরে মুনাফা আসল ৮৮৪০ টাকা হয়, ঐ একই হার মুনাফায় কত টাকা ৪ বছের মুনাফা- আসলে ১০২০০ টাকা হবে?

সমাধান :

মুনাফা- আসল = ৮৮৪০ টাকা

আসল = ৬৫০০ টাকা

মুনাফা = (৮৮৪০ – ৬৫০০) টাকা

   = ২৩৪০ টাকা

=৩৬ টাকা

মুনাফা- আসল = (১০০+৩৬) টাকা

                        = ১৩৬ টাকা

মুনাফা- আসল ১৩৬ টাকা হোল আসল ১০০ টাকা

  ”          ”          ১         ”      ”      ”        ১০০/১৩৬ টাকা

∴     ”        ”     ১০২০০  ”       ”      ”        (১০০/১৩৬)*১০২০০ টাকা

       =৭৫০০ টাকা

সুতরাং, নির্নেয় আসল ৭৫০০ টাকা।


প্রশ্ন ৯। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছর পর ৪৭৬০ টাকা মুনাফা পান। বাংকের বার্ষিক মুনাফার হার ৮.৫০ টাকা হলে, তিনি বাংকে কত টাকা জমা রেখেছিলেন?

সমাধান :

১০০ টাকার বছেরর মুনাফা .৫০ টাকা

১০০ টাকার বছেরর মুনাফা (.৫০ × ) টাকা

                                                = ৩৪.০০ টাকা

এখন, বছরে,

মুনাফা ৩৪ টাকা হলে আসল ১০০ টাকা

    ”       ১     ”     ”      ”        ১০০/৩৪ টাকা

   ” ৪৭৬০  ”     ”     ”        (১০০/৩৪)×৪৭৬০ টাকা

                                            = ১৪০০০ টাকা

সুতরাং, বাংকে জমার পিরমাণ ১৪০০০ টাকা।


প্রশ্ন ১০। শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন ৬ বছরে মুনাফা-মুল্ধনে  দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা ৪ বছরে মুনাফা- মূলধনে ২০৫০ টাকা হবে?

সমাধান :

মনে করি, মূলধন = ১০০ টাকা

৬ বছেরর মুনাফা- মূলধন (১০০ × ২) টাকা

                                            = ২০০ টাকা

৬ বছেরর মুনাফা (২০০ – ১০০) টাকা

                                            = ১০০ টাকা

এখন,

১০০ টাকার ৬ বছেরর মুনাফা ১০০ টাকা

১০০     ” ১                         ১০০/৬ টাকা

১০০     ” ৪                         (১০০/৬)*৪ টাকা

                                            = ২০০/৩ টাকা

মুনাফা- মূলধন = (১০০ + ২০০/৩) টাকা

                          = (৩০০+২০০)/৩টাকা

                          = ৫০০/৩টাকা

মুনাফা- মূলধন  ৫০০/৩ টাকা হলে আসল মূলধন ১০০ টাকা

                                                        ১০০*৩/৫০০ টাকা

                ২০৫০                                   ১০০*৩*২০৫০/৫০০ টাকা 

                                                                           = ১২৩০ টাকা

সুতরাং, মূলধন ১২৩০ টাকা।


প্রশ্ন ১১।  বার্ষিক শতকরা ৬ টাকা মুনাফায় ৫০০ টাকার ৪ বছরের মুনাফা যত হয়, মুনাফায় কত টাকার ২ বছর ৬ মাসের মুনাফা তত হবে?

সমাধানঃ

প্রথম ক্ষেত্রে, দেওয়া আছে,

মুনাফার হার r=৬%=৬/১০০

আসল, P=৫০০ টাকা

মুনাফা, I=?

আমরা জানি, I=Prn

                       =৫০০*৪*(৬/১০০) টাকা

                       =১২০ টাকা

দ্বিতীয় ক্ষেত্রে, দেওয়া আছে,

মুনাফার হার r=৫%=৫/১০০

সময় n=২ বছর ৬ মাস

            =২+৬/১২ বছর

            =২+১/২ বছর

            =২.৫ বছর

মুনাফা, I=১২০ টাকা

আসল, P=?

আমরা জানি, I=Prn

বা, ১২০=P*২.৫*(৫/১০০)

বা, ১২০*১০০=P*২.৫*৫

বা, ১২০০০=P*১২.৫

বা, P=১২০০০/১২.৫

        =১২০০০*(১০০/১২৫)

        =৯৬০ টাকা 

সুতরাং আসল ৯৬০ টাকা। 


প্রশ্ন ১২।  বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হওয়ায় তিশা মারমার আয় ৪ বছরে ১২৮ টাকা বেড়ে গেল। তার মুল্ধন কত ছিল?

সমাধানঃ

মুনাফার হার বাড়েঃ ১০%-৮%=২%

১০০ টাকায় ১ বছরে আয় বাড়ে ২ টাকা

১০০ টাকায় ৪ বছরে আয় বাড়ে ২*৪ টাকা=৮টাকা

এখন,

৮ টাকা আয় বাড়লে  তার মুল্ধন ১০০ টাকা

১  টাকা আয় বাড়লে  তার মুল্ধন  ১০০/৮ টাকা

১২৮ টাকা আয় বাড়লে তার মুল্ধন ১০০*১২৮/৮ টাকা

                                                            =১৬০০ টাকা

সুতরাং মুল্ধন ১৬০০ টাকা

 

প্রশ্ন ১৩।  কোন আসল ৩ বছরে মুনাফা-আসল ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসল ১৮৩০ টাকা হয়। আসল ও মুনাফার হার নির্নয় কর?

সমাধানঃ

আসল+৫ বছরের মুনাফা=১৮৩০ টাকা

আসল+৩ বছরের মুনাফা=১৫৭৮ টাকা

(-) করে, ২ বছরের মুনাফা= ২৫২ টাকা

১ বছরের মুনাফা=২৫২/২ টাকা

৩ বছরের মুনাফা= ২৫২*৩/২

                               =৩৭৮ টাকা

আসল=মুনাফা আসল-মুনাফা

            =(১৫৭৮-৩৭৮) টাকা

            =১২০০ টাকা

এখন,

১২০০ টাকায় ৩ বছরে মুনাফা ৩৭৮ টাকা

১       “           ১          “”         ৩৭৮/১২০০ টাকা

১০০  “          ১          “” ৩৭৮*১০০/১২০০*৩ টাকা

                                                =২১/২ টাকা

                                                =১০.৫ টাকা

মুনাফার হার ১০.৫%

সুতরাং আসল ১২০০ টাকা এবং মুনাফার হার ১০.৫%

 

প্রশ্ন ১৪। বার্ষিক ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মুল্ধনের ওপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে?

সমাধানঃ

১ম ক্ষেত্রে, মুনাফার হার=১০%=১০/১০০

আসল P= ৩০০০ টাকা

মুনাফা, I=?

সময়, n=১ বছর

আমরা জানি, I=Pnr

                        =৩০০০*১*১০/১০০ টাকা

                        =৩০০ টাকা

২য় ক্ষেত্রে, মুনাফার হার r=৮%=৮/১০০

আসল P=২০০০ টাকা

সময় n=১ বছর

আমরা জানি I=Pnr

                        =২০০০*১*৮/১০০ টাকা

                        =১৬০ টাকা

মোট আসল ৩০০০+২০০০=৫০০০ টাকা

মোট মুনাফা=৩০০+১৬০=৪৬০ টাকা

৩য় ক্ষেত্রে, আসল P=৫০০০ টাকা

            মুনাফা I=৪৬০ টাকা

            সময় n=১ বছর

মুনাফার হার r=?

আমরা জানি I=Pnr

বা, ৪৬০=৫০০০*১*r

বা, r=৪৬০/৫০০০

            =২৩/২৫০

            =২৩/২৫০*১০০/১০০

            =৯.২%

সুতরাং মুনাফার হার ৯.২%


প্রশ্ন ১৫।  রাড্রিক গোমেজ ৩ বছরের জন্য ১০০০০ টাকা এবং ৪ বছরের জন্য ১৫০০০ টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ব্যাঙ্কে মোট ৯৯০০ টাকা মুনাফা দেন। উভয়ক্ষেত্রে মুন্নাফার হার সমান হলে, মুনাফার হার নির্নয় কর।

সমাধানঃ

মনে করি, মুনাফার হার x টাকা

১০০ টাকার ১ বছরের মুনাফা x টাকা

১       “           ১          “           x/১০০

১০০০০         “ ৩       “           x*১০০০০*৩/১০০

                                                =৩০০x

অনুরুপভাবে,

১৫০০০ টাকার ৪ বছরের মুনাফা=x*১৫০০০*৪/১০০

                                                            =৬০০x টাকা

প্রশ্নমতে, ৩০০x+৬০০x=৯৯০০

বা,  ৯০০x=৯৯০০

বা, x=৯৯০০/৯০০

∴ x=১১

সুতারাং, মুনাফার হার ১১%


প্রশ্ন ১৬। একই হার মুনাফায় কোন আসল ৬ বছরে মুনাফা আসল দ্বিগুন হলে, কত বছরে তা মুনাফা আসল তিনগুন হবে?

সমাধানঃ

মনে করি, আসল=১০০ টাকা

প্রথম ক্ষেত্রে,

৬ বছরে মুনাফা আসল ১০০*২=২০০ টাকা

৬ বছরের মুনাফা ২০০-১০০=১০০ টাকা

২য় ক্ষেত্রে,

মুনাফা আসল ১০০*৩=৩০০ টাকা

মুনাফা ৩০০-১০০=২০০ টাকা

১০০ টাকা মুনাফা হয় ৬ বছরে

১ টাকা মুনাফা হয় ৬/১০০ বছরে

২০০ টাকা মুনাফা হয় ৬/১০০*২০০=১২ বছরে

সুতরাং সময় ১২ বছর


প্রশ্ন ১৭। কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ২/৫ অংশ। মুনাফা বার্ষিক শতকপ্রা ৮ টাকা হলে সময় নির্নয় কর?

সমাধানঃ

মনে করি, সময় n বছর

আসল P টাকা

মুনাফা, I=P*২/৫

মুনাফার হার r=৮%=৮/১০০

আমরা জানি, I=Pnr

বা, P*২/৫=P*n*৮/১০০

বা, ২/৫=n*৮/১০০

বা, n=২/৫*১০০/৮

বা, n=৫ বছর

সুতরাং সময় ৫ বছর।

 

প্রশ্ন ১৮।  জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে ১০ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক তিন বছর মেয়াদি পেনশন সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা ১২% হলে কিস্তিতে, অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন?

সমাধানঃ

জামিল সাহেবের আসল বা পেনশনের পরিমান ১০০০০০০ টাকা

আসল P=১০০০০০০ টাকা

মুনাফার হার r=১২%=১২/১০০

যেহেতু তিনি তিন মাস পর মুনাফা পান সেহেতু সময় n=৩/১২=১/৪ বছর

মুনাফা I=Pnr=১০০০০০০*১/৪*১২/১০০

                        =৩০০০০ টাকা

সুতরাং মুনাফা ৩০০০০ টাকা

Make CommentWrite Comment