Class 3 Math BD-অধ্যায় ১ঃ তৃতীয় শ্রেণি-সংখ্যা

Class 3 math BD, Class three math solution bd, class 3 math pdf download, তৃতীয় শ্রেণির গণিত সমাধানঃ অধ্যায়ঃ ১ সংখ্যা।

সংখ্যাঃ

.১ঃ সংখ্যা গননা (১০১ থেকে ১০০০)


পড়ি এবং কথায় লিখি

(১) ২৩৮-দুইশত আটত্রিশ

(২) ৮১৫-আটশত পনের

(৩) ১১১-একশত এগার

(৪) ৯৫৭-নয়শত সাতান্ন

(৫) ১৫৩-একশত তিপান্ন

(৬) ৬৯৯-ছয়শত নিরানব্বই


অঙ্কে লিখি

(একশত পঁয়ত্রিশ-১৩৫

(দুইশত বাইশ-২২২

(দুইশত বারো-২১২

(চারশত ছিয়াত্তর-৪৭৬

(আটশত এক-৮০১

(ছয়শত পঞ্চাশ-৬৫০


.-সংখ্যা গননাঃ


অঙ্কে লিখি

দুই হাজার একশত উনষাট-২১৫৯

আট হাজার দুইশত দশ-৮২১০

তিন হাজার এক-৩০০১

চার হাজার চারশত-৪৪০০

এক হাজার একশত এগারো-১১১১

নয় হাজার ছয়শত সাতচল্লিশ-৯৬৪৭

সাত হাজার ষাট-৭০৬০

দুই হাজার দুইশত বাইশ-২২২২ 


কথায় লিখি-

.  ৭৫৬২-সাত হাজার পাঁচশত বাষাট্টি

৫০০২-পাঁচ হাজার দুই

৮৩০০-আট হাজার তিন শত

৭৭৭৭-সাত হাজার সাত শত সাত

২০২০-দুই হাজার বিষ

৬৮৯৯-ছয় হাজার আট শত নিরানব্বই 


.৩ঃ স্থানীয় মানঃ


খালিঘর পূরণ করি

১ নং এর সমাধান এই অধ্যায়ের নিচে নিঙ্কে দেয়া হয়েছে।

খালিঘর পূরণ করি

২ নং এর সমাধান এই অধ্যায়ের নিচে নিঙ্কে দেয়া হয়েছে।


.  ২৪ টি শত আছেসংখ্যাটি কত?

২৪টি শত

= ১০টি শত + ১০টি শত + ৪টি শত

= ১০০০ + ১০০০ + ৪০০

= ২৪০০ 


সংখ্যাগুলো লিখি

(৮৫ দশের একটি সংখ্যা তৈরি করি

৮৫ দশ

= ৮০দশ + ৫ দশ

= ৮০০ + ৫০

= ৮৫০

(৪৯ শতের একটি সংখ্যা তৈরি করি

৪৯ শতক

= ৪০ শতক + ৯ শতক

= ৪০০০ + ৯০০

= ৪৯০০


নিচের প্রশ্নগুলোর উত্তর দিই

(৩৫০  ১০ এর কয়টি দল আছে?

৩৫০ = ৩৫ দশ

অর্থাৎ, ৩৫টি দশ আছে।

(৬২০০ তে ১০০ এর কয়টি দল আছে?

৬২০০ = ৬২ শতক

অর্থাৎ, ৬২টি শতক আছে।

(৯৯ থেকে ১০০ এর জন্য কত প্রয়োজন?

৯৯+=১০০;অর্থাৎ  প্রয়োজন।

(৮০০০ কে ১০০০০ বানাতে কত প্রয়োজন?

১০০০০ = ১০ হাজার

৮০০০ = ৮ হাজার

১০ - ৮ = ২

অর্থাৎ, ২ হাজার = ২০০০ প্রয়োজন।

(৯৯৯ থেকে  বেশি কোন সংখ্যা?

৯৯৯ + ১ = ১০০০


.৪ঃ সংখ্যা তুলনা

.. দুই সংখ্যার তুলনা


নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালিঘরে < বা > লিখি

১ নং এর সমাধান এই অধ্যায়ের নিচে নিঙ্কে দেয়া হয়েছে।

আমরা নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড়বড় থেকে ছোট লিখি।

সমাধান এই অধ্যায়ের নিচে নিঙ্কে দেয়া হয়েছে।

নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড়  বড় থেকে ছোট ক্রমে সাজাই।

সমাধান এই অধ্যায়ের নিচে নিঙ্কে দেয়া হয়েছে।


.৫ঃ ক্রমবাচক সংখ্যাঃ

ক্রমবাচক সংখ্যা গননার তালিকাঃ

প্রথম - ১ম

দ্বিতীয় - ২য়

তৃতীয় - ৩য়

চতুর্থ - ৪র্থ

পঞ্চম - ৫ম

ষষ্ট - ৬ষ্ঠ

সপ্তম - ৭ম

অষ্টম - ৮ম

নবম - ৯ম

দশম - ১০ম

একাদশ - ১১শ

দ্বাদশ - ১২শ

ত্রয়োদশ - ১৩শ

চতুর্দশ - ১৪শ

পঞ্চদশ - ১৫শ

ষোড়শ - ১৬শ

সপ্তদশ - ১৭শ

অষ্টাদশ - ১৮শ

উনবিশ - ১৯শ

বিংশ - ২০শ


. নিজে করি

পড়ি  কথায় লিখি

৭৫৬২-সাত হাজার পাঁচশত বাষাট্টি

৫০০২-পাঁচ হাজার দুই

৮৩০০-আট হাজার তিন শত

৭৭৭৭-সাত হাজার সাত শত সাতাত্তর

২০২০-দুই হাজার বিষ

৬৮৯৯-ছয় হাজার আটশত নিরানব্বই


অঙ্কে লিখি

নয়শত বাহাত্তর-৯৭২

আট হাজার দুইশত তিয়াত্তর-৮২৭৩

পাঁচ হাজার এহার-৫০১১

ছয় হাজার এক-৬০০১

এক হাজার দুইশত চৌত্রিশ-১২৩৪


খালিঘর পুরন করঃ

সমাধান এই অধ্যায়ের নিচে নিঙ্কে দেয়া হয়েছে।


নিচের প্রশ্নগুলোর উত্তর দিই

৬২ দশকে কত হয়?

৬২ দশক=৬২১০=৬২০

৩৯ শতক সংখ্যাটি কত?

৩৯ শতক=৩৯১০০=৩৯০০

৭৪ শতক সংখ্যাটি কত?

৭৪ শতক=৭৪১০০=৭৪০০

৪২০  কয়টি দশক আছে?

৪২০=৪২ দশকঅর্থাৎ ৪২ টি দশক আছে।

২৬০০  কয়টি শতক আছে?

২৬০০=২৬ শতকঅর্থাৎ ২৬ টি শতক আছে।

৯১০০  কয়টি শতক আছে?

৯১০০=৯১ শতকঅর্থাৎ ৯১ টি শতক আছে।


আগের  পরের সংখ্যা লিখি

সমাধান এই অধ্যায়ের নিচে নিঙ্কে দেয়া হয়েছে।

৮। খালি জায়গা পুরন করি

সমাধান এই অধ্যায়ের নিচে নিঙ্কে দেয়া হয়েছে।


৯। সংখ্যাটি কত?

(একটি সংখ্যা ৭৫৯৯ থেকে  বেশি

৭৫৯৯ থেকে  বেশি ৭৫৯৯ এর পরের সংখ্যা অর্থাৎ ৭৫৯৯+=৭৬০০

(একটি সংখ্যা ৩০০০ থেকে  কম

৩০০০ থেকে এক কম বা ৩০০০ এর আগের সংখ্যা=৩০০০-=২৯৯৯

(একটি সংখ্যা ৪৯৯০ থেকে ১০ বেশি

৪৯৯০ থেকে ১০ বেশি=৪৯৯০+১০=৫০০০

(একটি সংখ্যা ১০০০০ থেকে ১০ কম

১০০০০ থেকে ১০ কম=১০০০০-১০=৯৯৯০

(১০০০ থেকে ৮০০ এর পার্থক্য কত

১০০০ থেকে ৮০০ এর পার্থক্য=১০০০-৮০০=২০০


১০। খালিঘরে > বা < প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি।

সমাধান এই অধ্যায়ের নিচে নিঙ্কে দেয়া হয়েছে।

সমাধান লিঙ্কঃ VIEW

Make CommentWrite Comment