সরলরেখার ঢাল (Gradient or slope of a straight line)-SSC Higher Math BD–Chapter 11.3

সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র, সরলরেখা hsc, সরলরেখার সমীকরণ সূত্র, সরলরেখার ঢাল নির্ণয়, SSC higher math chapter 11.3, Gradient slope of a straight line,

সরলরেখার ঢাল ও সমরেখ  

১. নিন্মের প্রতিটি ক্ষেত্রে A ও B বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় কর।

ক) A(5,-2) এবং B(2,1)

সমাধানঃ

দেওয়া আছে, A(5,-2) এবং B(2,1)

অতএব,

A ও B বিন্দুগামী সরলরেখার ঢাল

    ওঠা

=--------
    হাঁটা

    y2-y1

=--------
    x2-x1

    1-(-2)

=--------
    2-5

      3

=--------
    -3

= - 1 (Ans.)

খ) A(3,5) এবং B(-1,-1)

সমাধানঃ

দেওয়া আছে, A(3,5) এবং B(-1,-1)

অতএব,

A ও B বিন্দুগামী সরলরেখার ঢাল

    ওঠা

=--------
    হাঁটা

    y2-y1

=--------
    x2-x1

    -1-5

=--------
    -1-3

    -6

=--------
    -4

= 3/2 (Ans.)

গ) A(t,t) এবং B(t2,t)

সমাধানঃ

দেওয়া আছে, A(t,t) এবং B(t2,t)

অতএব,

A ও B বিন্দুগামী সরলরেখার ঢাল

    ওঠা

=--------
    হাঁটা

    y2-y1

=--------
    x2-x1

    t-t

=--------
    t2-t

      0

=--------
    t2-t

= 0 (Ans.)

ঘ) A(t,t+1) এবং B(3t,5t+1)

সমাধানঃ

দেওয়া আছে, A(t,t+1) এবং B(3t,5t+1)

অতএব,

A ও B বিন্দুগামী সরলরেখার ঢাল

    ওঠা

=--------
    হাঁটা

    y2-y1

=--------
    x2-x1

    5t+1-(t+1)

=----------------
     3t-t

     4t

=--------
     2t

= 2 (Ans.)

২. A(t,1), B(2,4) এবং C(1,t) তিনটি ভিন্ন বিন্দু সমরেখ হলে t এর মান নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে, A(t,1), B(2,4) এবং C(1,t)

অতএব,

A ও B বিন্দুগামী সরলরেখার ঢাল

    y2-y1

=--------
    x2-x1

    4-1

=--------
    2-t

      3

=--------
    2-t

এবং,

B ও C বিন্দুগামী সরলরেখার ঢাল

    y2-y1

=--------
    x2-x1

    t-4

=--------
    1-2

     t-4

=--------
     -1

=4-t

প্রশ্নানুসারে, A,B,C বিন্দু তিনটি সমরেখ

অতএব, AB রেখার ঢাল = BC রেখার ঢাল

        3

বা, --------  = 4-t
       2-t

বা, (4-t)(2-t) = 3

বা, 8-2t-4t+t2 = 3

বা, 8-6t+t2-3 = 0

বা, 5-6t+t2 = 0

বা, 5-5t-t+t2 = 0

বা, 5(1-t)-t(1-t) = 0

বা, (5-t)(1-t) = 0

বা, 5-t = 0        অথবা, 1-t = 0

বা, -t = -5        বা, -t = -1

বা, t = 5           বা, t = 1

এখন, t=1 হলে A ও C একই বিন্দু হবে বিধায় t = 1 হবে না।

অতএব, t = 5 (Ans.)

৩. দেখাও যে, A(0,-3), B(4,-2) এবং C(16,1) বিন্দু তিনটি সমরেখ।

সমাধানঃ

দেওয়া আছে, A(0,-3), B(4,-2) এবং C(16,1)

অতএব,

A ও B বিন্দুগামী সরলরেখার ঢাল

    y2-y1

=--------
    x2-x1

    -2+3

=--------
    4-0

= ¼      

এবং,

B ও C বিন্দুগামী সরলরেখার ঢাল

    y2-y1

=--------
    x2-x1

    1+2

=--------
    16-4

     3

=--------
    12

= ¼

দেখা যাচ্ছে, AB রেখার ঢাল = BC রেখার ঢাল।

অতএব, A, B, C বিন্দু তিনটি সমরেখ (দেখানো হলো।

৪. A(1,-1), B(t,2) এবং C(t2,t+3) সমরেখ হলে t এর সম্বাব্য মান নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে, A(1,-1), B(t,2) এবং C(t2,t+3)

এখানে, AB এর ঢাল

    y2-y1

=--------
    x2-x1

    2+1

=--------
    t-1

     3

=--------
    t-1

এবং BC রেখার ঢাল

    y2-y1

=--------
    x2-x1

    t+3-2

=--------
    t2-t

    t+1

=--------
    t(t-1)

প্রশ্নানুসারে, A,B,C বিন্দু তিনটি সমরেখ

অতএব, AB রেখার ঢাল = BC রেখার ঢাল

        3         t+1

বা, ------=----------
       t-1       t(t-1)

বা, (t-1)(t+1) = 3t(t-1)

বা, (t-1)(t+1) - 3t(t-1) = 0

বা, (t-1)(t+1-3t) = 0

বা, (t-1)(1-2t) = 0

বা, t-1 = 0  অথবা, 1-2t = 0

বা, t = 1   বা, 2t = 1

                বা, t = ½

অতএব, সম্ভাব্য মানসমূহ 1, ½ (Ans.)

৫. A(3,3p) এবং B(4,p2+1) বিন্দুগামী রেখার ঢাল -1 হলে p এর মান নির্ণয় কর।

সমাধানঃ

A(3,3p) এবং B(4,p2+1) বিন্দুগামী রেখার ঢাল

    y2-y1

=--------
    x2-x1

    p2+1-3p

=------------
      4-3

= p2-3p+1

প্রশ্নানুসারে,

p2-3p+1 = -1

বা, p2+3p+2 = 0

বা, p2+2p+p+2 = 0

বা, p(p+2)+1(p+2) = 0

বা, (p+1)(p+2) = 0

বা, p+1 = 0   অথবা, p+2 =0

বা, p = -1      বা, p = -2

অতএব p এর মান = 1, 2 (Ans.)          

৬. প্রমাণ কর যে, A(a,0), B(0,b) এবং C(1,1) সমরেখ হবে, যদি 1/a+1/b=1 হয়।

সমাধানঃ

ধরি, A(a,0), B(0,b) এবং C(1,1) সমরেখ

তাহলে,

AB এর ঢাল = BC এর ঢাল

      b-0      1-b

বা, ------ =-------
      0-a       1-0

       b         1-b

বা, ------ =-------
       -a          1

বা, -a(1-b) = b

বা, -a+ab = b

বা, ab = b+a

বা, 1 = 1/a + 1/b [উভয়পক্ষকে ab দ্বারা ভাগ করে]

বা, 1/a + 1/b = 1

অর্থাৎ A(a,0), B(0,b) এবং C(1,1) সমরেখ হলে 1/a + 1/b = 1 হয় বিধায়

1/a + 1/b = 1 হলে A(a,0), B(0,b) এবং C(1,1) সমরেখ হবে (প্রমাণিত)

৭. A(a,b) B(b,a) এবং C(1/a,1/b) সমরেখ হলে প্রমাণ কর যে, a+b=0।

সমাধানঃ

দেওয়া আছে, A(a,b) B(b,a) এবং C(1/a,1/b) সমরেখ

এখন,

AB এর ঢাল

    a-b

=-------
    b-a

      a-b

=---------
    -(a-b)

= - 1

BC এর ঢাল

    1/b-a

=--------
    1/a-b

      1-ab

   ----------
        b
=---------
     1-ab
  -----------
        a

   1-ab         a

=--------------
      b         1-ab

=a/b

এখন, A,B,C সমরেখ হলে,

AB এর ঢাল = BC এর ঢাল

বা, -1 = a/b

বা, a = -b

বা, a+b = 0 (প্রমাণিত)

Make CommentWrite Comment