SSC (Class 9-10) Math BD: নবম-দশম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-১৩.২ গুণোত্তর ধারা (1-16) Part 1

ssc math solutions, class 9-10 math solution bd, ssc, download pdf ssc/nine ten, নবম-দশম শ্রেণি সাধারণ গণিত, Chapter-13.2, গুণোত্তর ধারা

গুণোত্তর ধারাঃ

১. a, b, c ও d সমান্তর ধারার চারটি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক?

             c+d

ক) b= ----------
                2

             b+c

খ) a= ----------
                2

             b+d

গ) c= ----------
                2

             a+c

ঘ) d= ----------
                2

উত্তরঃ গ

২. n ∈ N এর জন্য

            n2+n

(i) Σi=---------
                2

               1

(ii) Σi2 =----- n(n+1)(n+2)
            6

             n2(n2+2n+1)

(iii) Σi3 =------------------
                 4

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

উত্তরঃ খ

নিচের ধারাটির ভিত্তিতে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ

log2+log4+log8+……..

৩. ধারাটির সাধারণ অন্তর কোনটি?

ক) 2   খ) 4   গ) log2   ঘ) 2log2

উত্তরঃ গ

৪. ধারাটির সপ্তম পদ কোনটি?

ক) log32   খ) log64   গ) log128   ঘ) log256

উত্তরঃ গ

৫. 64+32+16+8+……….ধারাটির অষ্টম পদ নির্ণয় কর।

সমাধানঃ

ধারাটি একটি গুণোত্তর ধারা,

এর প্রথম পদ a=64

সাধারণ অনুপাত r

   32

=------
    64

   1

=----
    2

ধারাটির অষ্টম পদ

= ar8-1

=64.( ½)7

    64

=------
    27

    64

=-------
    128

     1

=------
     2

৬. 3+9+27+……….ধারাটির প্রথম চৌদ্দটি পদের সমষ্টি নির্ণয় কর।

সমাধানঃ

ধারাটি একটি গুণোত্তর ধারা,

এর প্রথম পদ a=3

সাধারণ অনুপাত r=9/3=3

এবং পদ সংখ্যা n=14

যেহেতু সাধারণ অনুপাত, 3>1

সমষ্টি S

    a(rn-1)

=----------
      r-1

    3(314-1)

=----------
      3-1

    3(4782969-1)

=-------------------
           2

    34782968

=-----------------
           2

=7174452

৭. 128+64+32+…… ধারাটির কোন পদ ½

সমাধানঃ

ধারাটি একটি গুণোত্তর ধারা,

এখানে, প্রথম পদ a= 128

সাধারণ অনুপাত r=64/128=½

প্রশ্নমতে,

arn-1

বা, 128.( ½)n-1

                       1

বা, (½)n-1=------------
                   2128

        1                1

বা, -------- = ----------
      2n-1            256

        1                1

বা, -------- = ----------
      2n-1              28

বা, n-1=8

বা, n=8+1

বা, n=9

ধারাটির নবম পদ ½

৮. একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে, ধারাটির তৃতীয় প্দ কত?

সমাধানঃ

মনে করি, গুণোত্তর ধারাটির প্রথম পদ = a

এবং সাধারণ অনুপাত = r

তাহলে, পঞ্চম পদ= ar5-1=ar4

এবং দশম পদ= ar10-1=ar9



ar9


=

8√2

----
81


……..(i)

 


ar4


=

2√3

-----
9


………(ii)




ar9

---
ar4



=

8√2

----
81
--------
2√3
-----
9

 


বা,


r5


=

 8√2      9   

-----✕------
   81       2√3

 


বা,


r5


=

4√2

-------
9√3

 


বা,


r5

 

(√2)4. √2

------------
(√3)4. √3

 


বা,


r5

 

(√2)5

-------
(√3)5

 


বা,


r


=

√2

-----
√3

 

r এর মান (ii) নং এ বসিয়ে পাই,

 

(√2)4

a--------
(√3)4


=

2√3

-----
9

 


বা,

4

a--------
9


=

2√3

-----
9

 

বা,

a.4

=

2√3

 


বা,


a


=

2√3

-----
4

 


বা,


a


=

√3

----
2

 

ধারাটির তৃতীয় পদ

=

ar3-1

 

 

 

=

ar2

 

 

 


=

√3  (√2)2

----.------
 2    (√3)2

 

 

 


=

√3   2

----.----
 2    3

 

 

 


=

√3

--------
√3. √3

 

 

 


=

1

-------
√3

 

 

 

৯. (1/√2)-1+√2- ……….. ধারাটির কোন পদ 8√2?

সমাধানঃ

ধরি, ধারাটির n তম পদ=8√2

                  1

প্রথম পদ, a=---------
                 √2

সাধারণ অনুপাত, r=-√2

প্রশ্নমতে,

arn-1=8√2

     1

বা, ------.(-2)n-1=8√2
    √2

বা, (-2)n-1=8√2√2

বা, (-2)n-1=82

বা, (-2)n-1=16

      (-√2)n

বা, ----------- = 16
       -√2

বা, (-√2)n=16(-√2)

বা, (-√2)n=(-√2)9

বা, n=9

ধারাটির নবম পদ 8√2

১০. 5+x+y+135 গুণোত্তর ধারাভুক্ত হলে, x এবং y এর মান নির্ণয় কর।

সমাধানঃ

প্রদত্ত গুণোত্তর ধারাটির প্রথম পদ a = 5

মনে করি, সাধারণ অনুপাত = r

তাহলে, দ্বিতীয় পদ, ar2-1=ar=x

তৃতীয় পদ, ar3-1=ar2=y

এবং, চতুর্থ পদ, ar4-1=135

বা,  ar3=135

বা,  5.r3=135

বা,  r3=135/5

বা,  r3=27

বা,  r3=33

বা,  r=3

তাহলে, দ্বিতীয় পদ, ar=5.3=15

তৃতীয় পদ, ar2=5.32=5.9=45

১১.  3+x+y+z+243  গুণোত্তর ধারাভুক্ত হলে, x, y এবং z এর মান নির্ণয় কর।

সমাধানঃ

প্রদত্ত ধারাটির প্রথম পদ a=3

মনে করি, সাধারণ অনুপাত = r

তাহলে, দ্বিতীয় পদ ar=x

তৃতীয় পদ ar2=y

চতুর্থ পদ ar3=z

এবং পঞ্চম পদ ar4=243

বা,  3.r4=243

বা,  r4=243/3

বা,  r4=81

বা,  r4=34

বা,  r=3

তাহলে, দ্বিতীয় পদ ar=x=3.3=9

তৃতীয় পদ ar2=y=3.32=3.9=27

চতুর্থ পদ ar3=z=3.33=3.27=81

১২. 2-4+8-16+…….. ধারাটির প্রথম ৭টি পদের সমষ্টি কত?

সমাধানঃ

ধারাটি একটি গুণোত্তর ধারা,

এর প্রথম পদ a=2

সাধারণ অনুপাত, r=-4/2=-2

পদসংখ্যা n=7

যেহেতু সাধারণ অনুপাত -2<1,

সমষ্টি S

    (1-rn)

a.---------
     1-r

       1-(-2)7

=2.----------
       1-(-2)

       1+128

=2.----------
        1+2

       129

=2.--------
         3

=86

ধারাটির প্রথম ৭টি পদের সমষ্টি 86

১৩. 1-1+1-1+………ধারাটির  (2n+1) সংখ্যক পদের সমষ্টি নির্ণয় কর।

সমাধানঃ

ধারাটি একটি গুণোত্তর ধারা,

এখানে, প্রথম পদ, a=1

সাধারণ অন্তর, r=-1/1=-1

পদ সংখ্যা q= 2n+1

যেহেতু সাধারণ অনুপত -1<1,

সুতরাং, সমষ্ট S

a(1-rq)

---------
  1-r

   1.{1-(-1)2n+1}

=----------------
      1-(-1)

   1-(-1)

=---------
    1+1

    1+1

=---------
    1+1

    2

=------
    2

=1

ধারাটির  (2n+1) সংখ্যক পদের সমষ্টি 1

১৪. log2+log4+log8+………ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?

সমাধানঃ

মনে করি,

ধারাটির সমষ্টি=S

তাহলে,

S= log2+log4+log8+………+দশম পদ

=log21+log22+log23+…………+log210

=log2[1+2+3+…..+10]

=[1+2+3+….+10]log2

   10(10+1)

=------------log2
     2

                    n(n+1)

[1+2+3…n=-------------]
                        2

=5(10+1) log2

=511log2

=55log2

১৫. log2+log16+log512+………..ধারাটির প্রথম বারটি পদের সমষ্টি কত?

সমাধানঃ

ধারাটির বারটি পদের সমষ্টি

=log2+log16+log512+………..+12 তম পদ

=log2+log24+log29+……….+ 12 তম পদ

=1log2+4log2+9log2+……..+12 তম পদ

=(1+4+9+………..12 তম পদ)log2

=(12+22+33+…….122)log2

   12(12+1)(212+1)

=-------------------------log2
                6

=(213+25)log2

=650log2

১৬. 2+4+8+16+…….ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে, n এর মান কত?

সমাধানঃ

ধারাটি একটি গুণোত্তর ধারা,

এর ১ম পদ a=2

সাধারণ অন্তর r=4/2=2

এবং n তম পদের সমষ্টি = 254

a(rn-1)

--------- = 254
  r-1

বা,  a(rn-1)=254(r-1)

বা,  2.(2n-1)=254(2-1)

বা,  2(2n-1))=254

বা,  (2n-1)=254/2

বা,  (2n-1)=127

বা,  2n=127+1

বা,  2n=128

বা,  2n=27

বা,  n=7

এই অধ্যায়ের বাকী অংশঃ

SSC (Class 9-10) Math BD: নবম-দশম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-১৩.২ গুণোত্তর ধারা (17-25) Part 2

এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।

Make CommentWrite Comment