Class 7 Math BD-সপ্তম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-৪.৩ সরল কর

Class 7 Math book solution BD pdf,Math lecture guide for class 7,class 7 math bd pdf, সাধারণ গণিত সপ্তম শ্রেণি অনুশীলনী-৪.৩ সরল কর

সরল কর


১.  3a2b এবং -4ab2 এর গুণফল নিচের কোণটি?

(ক) -12a2b2   (খ) -12a3b2   (গ) -12a2b3   (ঘ) -12a3b3
উত্তরঃ ঘ


২. 20a6b3 কে 4a3b দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোণটি?

(ক) 5a3b   (খ) 5a6b2    (গ) 5a3b2    (ঘ) 5a3b3
উত্তরঃ গ


৩. (-25x3y/5xy3)=কত?

(ক) -5x2y2    (খ) 5x2y2    (গ) 5x2/y2    (ঘ) -5x2/y2
উত্তরঃ ঘ 


. a=3, b=2 হলে, (8a-2b)+(-7a+4b) এর মান কত?

(ক) 3   (খ) 4    (গ) 7    (ঘ) 15
উত্তরঃ গ


. x=-1 হলে, x3+2x2-1 এর মান নিচের কোনটি?

(ক) 0    (খ) -1    (গ) 1    (ঘ) -2
উত্তরঃ ক


. 10x6y5z4 কে -5x2y2z2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

(ক) -2x4y2z3   (খ) -2x4y3z2    (গ) -2x3y3z3    (ঘ) -2x4y3z3
উত্তরঃ খ


. 4a4-6a3+3a+14 একটি বীজগণিতীয় রাশি।

(i).. বহুপদী রাশিটির চলক a
(ii).. বহুপদীটির মাত্রা 4
(iii).. a3 এর সহগ 6


নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii    (খ) ii ও  iii   (গ) i ও iii (ঘ) i, ii ও iii

উত্তরঃ ক


. x=3, y=2 হলে, (mx)এর মান কত?

(ক)  m3   (খ) m2    (গ) m   (ঘ) m5
উত্তরঃ গ


. aহলে, a0 এর মান কত?

(ক) 0   (খ)  a    (গ) 1    (ঘ) 1/a
উত্তরঃ গ


১০. x7÷x-2=কত?

(ক) x9   (খ)  x5    (গ) x-5    (ঘ) x-9
উত্তরঃ ক


নিচের তথ্যের আলোকে ১১-১২ নং প্রশ্নের উত্তর দাওঃ

দুইটি বীজগণিতীয় রাশি x+1 এবং x-{x-(x-y)}


১১. দ্বিতীয় রাশির মান নিচের কোনটি?

(ক) x+y    (খ) –x-y    (গ) x-y    (ঘ) x2-y2
উত্তরঃ গ


১২. রাশি দুইটির গুণফল নিচের কোনটি?

(ক) x2+y2   (খ) (x+y)2    (গ) x-y    (ঘ) x2-y2
উত্তরঃ ঘ


১৩. a5(-a3)a-5=কত?

(ক) a13   (খ) a8    (গ) a3     (ঘ) –a3
উত্তরঃ ঘ


১৪. [2-{(1+1)-2}] এর সরলফল কত?

(ক) -4   (খ) 2    (গ) 4    (ঘ) 0
উত্তরঃ খ


সরল কর (১৫ থেকে ২৯):


১৫. 7+2[-8-{-3-(-2-3)}-4]

সমাধানঃ

7+2[-8-{-3-(-2-3)}-4]
=7+2[-8-{-3-(-5)}-4]
=7+2[-8-{-3+5}-4]
=7+2[-8-2-4]
=7+2-14
=7-28
=-21


১৬. -5-[-8-{-4-(-2-3)}+13]

সমাধানঃ

-5-[-8-{-4-(-2-3)}+13]
=-5-[-8-{-4-(-5)}+13]
=-5-[-8-{-4+5}+13]
=-5-[-8-1+13]
=-5-4
=-9


১৭. 7-2[-6+3{-5+2(4-3)}]

সমাধানঃ

7-2[-6+3{-5+2(4-3)}]
=7-2[-6+3{-5+21}]
=7-2[-6+3{-5+2}]
=7-2[-6+3-3]
=7-2[-6-9]
=7-2-15
=7+30
=37


১৮. x-{a+(y-b)}

সমাধানঃ

x-{a+(y-b)}
= x-{a+y-b}
=x-a-y+b


১৯. 3x+(4y-z)-{a-b-(2c-4a)-5a}

সমাধানঃ

3x+(4y-z)-{a-b-(2c-4a)-5a}
=3x+4y-z-{a-b-2c+4a-5a}
=3x+4y-z-a+b+2c-4a+5a
=3x+4y-z+b+2c


২০. a+[-5b-{-9c+(-3a-7b+11c)}]

সমাধানঃ

a+[-5b-{-9c+(-3a-7b+11c)}]
=a+[-5b-{-9c-3a-7b+11c}]
=a+[-5b+9c+3a+7b-11c]
=a-5b+9c+3a+7b-11c
=2a+2b-2c


২১. a-[-3b-{-2a-(-a-4b)}]

সমাধানঃ

a-[-3b-{-2a-(-a-4b)}]
=a-[-3b-{-2a+a+4b}]
=a-[-3b-{-a+4b}]
=a-[-3b+a-4b]
=a-[-7b+a]
=a+7b-a
=7b-2a


২২. {2a-(3b-5c)}-[a-{2b-(c-4a)}-7c]

সমাধানঃ

{2a-(3b-5c)}-[a-{2b-(c-4a)}-7c]
={2a-3b+5c}-[a-{2b-c+4a}-7c]
=2a-3b+5c-[a-2b+c-4a-7c]
=2a-3b+5c-[-3a-2b-6c]
=2a-3b+5c+3a+2b+6c
=5a-b+11c


২৩. a+[-6b-{-15c+(-3a-9b-13c)}]

সমাধানঃ

a+[-6b-{-15c+(-3a-9b-13c)}]
=a+[-6b-{-15c-3a-9b-13c}]
=a+[-6b-{-28c-3a-9b}]
=a+[-6b+28c+3a+9b]
=a+[3b+2c+3a]
=a+3b+2c+3a
=2a+3b+28c


২৪. -2x-[-4y-{-6z-(8x-10y+12z)}]

সমাধানঃ

-2x-[-4y-{-6z-(8x-10y+12z)}]
=-2x-[-4y-{-6z-8x+10y-12z)}]
=-2x-[-4y-{-8x+10y-18z}]
=-2x-[-4y+8x-10y+18z]
=-2x-[8x-14y+18z]
=-2x-8x+14y-18z
=-10x+14y-18z


২৫. 3x-5y+[2+(3y-x)+{2x-(x-2y)}]

সমাধানঃ

3x-5y+[2+(3y-x)+{2x-(x-2y)}]
=3x-5y+[2+3y-x+{2x-x+2y}]
=3x-5y+[2+3y-x+{x+2y}]
=3x-5y+[2+3y-x+x+2y]
=3x-5y+[2+5y]
=3x-5y+2+5y
=3x+2


২৬. 4x+[-5y-{9z+(3x-7y+x)}]

সমাধানঃ

4x+[-5y-{9z+(3x-7y+x)}]
=4x+[-5y-{9z+3x-7y+x}]
=4x+[-5y-{9z+4x-7y}]
=4x+[-5y-9z-4x+7y]
=4x+[2y-9z-4x]
=4x+2y-9z-4x
=2y-9z


২৭. 20-[{(6a+3b)-(5a-2b)}+6]

সমাধানঃ

20-[{(6a+3b)-(5a-2b)}+6]
=20-[{6a+3b-5a+2b}+6]
=20-[{a+5b}+6]
=20-[a+5b+6]
=20-a-5b-6
=14-a-5b


২৮. 15a+2[3b+3{2a-2(2a+b)}]

সমাধানঃ

15a+2[3b+3{2a-2(2a+b)}]
=15a+2[3b+3{2a-4a-2b}]
=15a+2[3b+3{-2a-2b}]
=15a+2[3b-6a-6b]
=15a+6b-12a-12b
=3a-6b


২৯. [8b-3{2a-3(2b+5)-5(b-3)}]-3b

সমাধানঃ

[8b-3{2a-3(2b+5)-5(b-3)}]-3b
=[8b-3{2a-6b-15-5b+15}]-3b
=[8b-3{2a-11b}]-3b
=[8b-6a+33b]-3b
=[41b-6a]-3b
=41b-6a-3b
=38b-6a


৩০. বন্ধনীর পূর্বে (-) চিহ্ন দিয়ে a-b+c-d এর ২য়, ৩য় ৪র্থ পদ বন্ধনীর ভিতর স্থাপন কর।

সমাধানঃ

রাশিটির ২য়, ৩য় ৪র্থ পদ a, c d এদের প্রথম বন্ধনীর মধ্যে স্থাপন করে পাই,
a-(b-c+d)


৩১. a-b-c+d-m+n-x+y রাশিটিতে বন্ধনীর আগে (-) চিহ্ন দিয়ে ২য়, ৩য় ৪র্থ পদ (+) চিহ্ন দিয়ে ৬ষ্ঠ ৭ম পদ বন্ধনীভুক্ত কর।

সমাধানঃ

রাশিটির ২য়, ৩য় ৪র্থ পদ b,c d এবং ৬ষ্ঠ ৭ম পদ n x এদের বন্ধনীর বন্ধনীর মধ্যে স্থাপন করে পাই, a-(b+c-d)-m+(n-x)+y


৩২. 7x-5y+8z-9 এর তৃতীয় চতুর্থ পদ বন্ধনীর আগে (-) চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত কর। পরে দ্বিতীয় পদ প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত কর যেন বন্ধনীর আগে (+) চিহ্ন থাকে।

সমাধানঃ

রাশিটির তৃতীয় চতুর্থ পদ 8z 9 একে (-) চিহ্ন দিয়ে বন্ধনীভুক্ত করে পাই,
7x-5y-(-8z+9)
আবার, দ্বিতীয় পদ প্রথম বন্ধনীভুক্ত রাশিকে (+) চিহ্ন দিয়ে দ্বিতীয় বন্ধনীভুক্ত করে পাই,
7x+{-5y-(-8z+9)}


৩৩-৩৪ নং প্রশ্নের সমাধান লিঙ্ক নিন্মরুপঃ

এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।

Make CommentWrite Comment